আমি পারের আশায় প্রেম করিলাম
আমি সুখের আশায় ঘর বাঁধিলাম
অথৈই সাগর ভাসলাম
আফসোস বুকে তোমায় বন্ধু
কতো যে খুজিলাম।
আশার স্বপ্নে যৌবন গেলো
দেখা না মন হইলো
বিচ্ছেদ ব্যথায় হৃদয় ক্ষত
জীবন ভর কাঁদিলাম।
দুঃখ কষ্টে সংসার অভাব
দ্বন্দ্ব আঁধার স্বভাব
তোমার আশায় সাগর বুকে
প্রেমের তরী বাইলাম।
অগ্নি উত্তাপ সময় অনল
প্রেমের জীবন সরল
টগর প্রেমিক তোমায় খোঁজে
আশার ঘর বাঁধিতাম।
লেখা: এনামুল হক টগর