> মৃত্যু - পরকাল - কবর
-->

মৃত্যু - পরকাল - কবর

হঠাৎ আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামায় সবাই দৌঁড়ে গিয়ে টিনের ঘরের ছাদের নীচে আশ্রয় নিয়েছে। শুধু একজন ছাড়া!

গতকাল রাতেও যে মানুষটি বাড়ির চারিপাশে দিব্যি হেঁটে বেরিয়েছে, আজ সেই মানুষটিই ঝুম বৃষ্টিতে বাড়ির উঠোনে অসহায়ের মতো শুয়ে আছে। নিজের জায়গা থেকে সে একচুলও নড়তে পারছে না! প্রিয়জনেরাও তাকে একাকী ফেলেই চলে গেছে! বড় অদ্ভুত এই দুনিয়া...

মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকে, ততক্ষণ সে নিজেকে অসম ক্ষমতার অধিকারী ভাবতে থাকে। অথচ দেহ থেকে প্রাণপাখিটা উড়ে যাওয়া মাত্রই উপল‌দ্ধি করতে পারে, সে আসলে কতটা অসহায়! কতটা মূল্যহীন! এই দুনিয়ার তার অবস্থান নিতান্তই তুচ্ছ ছিল! তার জন্য আজ কিছুই থেমে নেই। সবকিছুই চলছে তার নিজস্ব গতিতে...

চিরন্তন সত্য;

“আমি ভবিষ্যৎ বলতে শুধুই মৃত্যু আর কবরস্থানকে বুঝি, কারণ এটিই একমাত্র সুনিশ্চিত ভবিষ্যৎ”!

লিখাঃ- Jalal Khan Vai
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner