> মেমসাহেব - বুক রিভিউ - বইপোকা - Book Review
-->

মেমসাহেব - বুক রিভিউ - বইপোকা - Book Review

মেমসাহেব 
নিমাই ভট্টাচার্য 

"যারা কাছে আছে তারা কাছে থাক, 
   তারা তো পারে না জানিতে, 
তাহাদের চেয়ে তুমি কাছে আছ 
   আমার হৃদয় খানিতে।"

সমগ্র বইটা জুড়ে এক ভগ্নহৃদয়ের আত্মকথার আর্ত চিৎকার উঠে এসেছে। এই চিৎকার, এই আর্তনাদ এতোটাই তীব্র যে  পৃথিবীর কোনো ঐশ্বর্যই এই মায়ার সাগরকে অতিক্রম করতে পারে না। প্রিয় মানুষকে না পাওয়ার ব্যকুলতা যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যকুলতা তা লেখক তার মর্মস্পর্শী লেখায় আকুলভাবে বুঝাতে সক্ষম হয়েছেন। 
পৃথিবীতে বাহ্যিক সৌন্দর্য হয়তো অনেক কিছু সাজিয়ে দেয়, তবে বাহ্যিক সৌন্দর্যের থেকেও একজন নর-নারীর মনের সৌন্দর্য আর আত্মার বন্ধনের সৌন্দর্য যে কতোটা গভীর হতে পারে, লেখকের জীবনবোধ থেকে নেওয়া গল্পই তার স্পষ্ট বাতায়ন।
নর হোক কিংবা নারী, সবার জীবনে কোনো একটা অংশে অনেকেই আসে,, আবার হঠাৎ হারিয়ে যান। আবারও ঠিক এই হঠাত-ই একজন আসে, যার সৌন্দর্যটা মূখ্য হয়ে উঠে না। অথচ কেমন জানি মনের মধ্যে, আত্মার মধ্যে একটা অদৃশ্য অদ্ভুত আকর্ষণ হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে ওঠে। মনে হয় আত্মা দুটি একই সুরে গাথা, মন থেকে মন ছুয়ে যায়, মনে হয় যুগ থেকে যুগান্তর তাদের পরিচয়। পৃথিবীতে আসা আর বেঁচে থাকা তো একে অপরের জন্যই। শুরু হয় প্রেম এরপর প্রণয়। ছন্দের তালে ছন্দিত হয়েই জীবন দু'টি এগিয়ে চলে, কাছাকাছি,পাশাপাশি চলতে চলতে হঠাৎ-ই একসাথে দু'জনের-ই সংসার সংগ্রমের কথা মনে পড়ে, শুধু প্রণয়ের পরিণয় দেবে বলে। শুরু হয় একজনের কঠোর পরিশ্রম আর একজনের অনুপ্রেরণা। সেই সাথে আত্মত্যাগ। সব মিলেই পরিপূর্ণ জীবন। উপন্যাসটি পড়ে কখনোই মনে হয়েনি 'নিমাই ভট্টাচার্য' মেমসাহেবের নিজ হাতে তৈরী ছাঁচ নয়। একজন নারী একজন পুরুষকে কিভাবে শূন্য থেকে গড়ে, অনুপ্রেরণা দিয়ে, ভেসে থাকা জাহাজের লাইট হাউস হয়ে সাফল্যের স্বর্ণ শিখরে পৌছে দিতে পারে শুধু তাকে নিজের করে পাবে বলে,এই উপন্যাস তার শ্রেষ্ঠ উদাহরণ।

পাঠ প্রতিক্রিয়াঃ-  ব্যক্তিগত ভাবে বইটা পড়তে পড়তে আমি কাহিনীর মাঝে ডুবে গিয়েছিলাম, এক নারী তার সবটুকু দিয়ে যেমন করে লেখককে তৈরী করেছেন, ঠিক যেনো ততোটাই  দিয়ে লেখক লিখে গেছেন তার মেমসাহেবকে। উপন্যাস টা এক নিমেষে শেষ না করে উঠতে মন সায় দিবে না, তবে কলমের খোঁচার অত্যাধিক প্রেম ও হয়ত নিতে পারবে না কেউ কেউ। সর্বোপরি আমার কাছে অসাধারণ লেগেছে এবং একইসাথে লেগেছে বাস্তবিক। প্রাগৈতিহাসিক কাল থেকে এমন হয়, হয়ে আসছে। বার বার যেনো উপন্যাসের সেই কথাটা মনে তোলপাড় করছে,
"অকুল সমুদ্রে জাহাজ ভেসে বেড়ায় কিন্তু লাইট হাউসের ঐ ছোট্ট একটা আলোর ইঙ্গিত না পেলে তো সে বন্দরে ভিড়তে পারে না। "

Writer:- Jannatun Nasira Jui
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner