বইঃ হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম।
লেখকঃ হুমায়ূন আহমেদ।
প্রকাশনীঃ অন্বেষা প্রকাশন।
প্রচ্ছদঃ ধ্রুব এষ।
মূল্যঃ ২০০ টাকা।
পৃষ্ঠাঃ১২৬।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে "হিমু" অন্যতম। হিমু সিরিজের প্রথম বই হলো "ময়ূরাক্ষী"। হিমু সিরিজের বইগুলোর মধ্যে হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম ৬ষ্ঠ।
হুমায়ুন আহমেদ এমন একজন মানুষ যিনি তার প্রত্যেকটা কর্মে সুনিপুণ দক্ষতা প্রকাশ করেছেন যার অন্যতম নাম হল "হিমু"। তিনি হিমুর মাধ্যমে দেখিয়েছেন কিভাবে সমাজের বাধা-বিপত্তি,সীমাবদ্ধতা, মায়া মমতার ঊর্ধ্বে উঠে কিভাবে নিজের জীবন গঠন করা যায়, কিভাবে বিভিন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠ করা যায়। "হিমু" হুমায়ূন আহমেদের একটি সার্থক কাল্পনিক চরিত্র। একটা মেয়ে মারিয়া যে হিমুর স্টুডেন্ট ছিল, দীর্ঘ পাঁচ বছর পর তাদের দেখা হয় ঢাকা শহরের একটা ফাঁকা রাস্তায়। দেখতে পদ্মনী গোত্রের কোন তরুণীর মতো। কিশোরী বয়সে গভীর আবেগ নিয়ে হিমুকে একটি প্রেমপত্র লিখে ছিলেন মারিয়া। ছোটবেলার এই ঘটনাকে এখন পাগলামি বললেও মনে মনে তীব্র কষ্ট যন্ত্রণার মধ্যে বাস করছে সে। কারণ মারিয়া তার সবগুলো নীল পদ্ম হিমু নামের ছেলেকে দিয়ে দিয়েছে যে একজন মহাপুরুষ হতে ব্যস্ত। হুমায়ূন আহমেদের এই গল্পটি আমাকে গভীরভাবে ছুঁয়েছিল।
হিমু আর মারিয়া এক না হতে পার কষ্ট টা আমার হৃদয়ে গভীরে দাগ কাটে।
এই বইয়ে আমার সবচেয়ে পছন্দের লাইন ছিলোঃ-
"আমার সঙ্গে কে আছে জানিস?পদ্ম। নীলপদ্ম। পাঁচটি নীল পদ্ম নিয়ে ঘুরছে। কি অপূর্ব পদ্ম! কাউকে দিতে পারছি না। দেয়া সম্ভব নয়। হিমুরা কাউকে নীলপদ্ম দিতে পারে না!
Writer:- Musfika Tasnin