> মৃত্যুপুরী - কবিতা - Poetry
-->

মৃত্যুপুরী - কবিতা - Poetry

প্রাণঘাতী করোনাতে আজ বিশ্ব মৃত্যুপুরী,
মরছে মানুষ প্রতিদিন দীর্ঘ হচ্ছে সারি।

গৃহবন্দী হচ্ছে সবাই রাস্তাঘাট ফাঁকা,
সামাজিক জীব মানুষ এখন থাকছে একা একা।

মরছে শিশু, মরছে বৃদ্ধ বাদ যাচ্ছেনা যুবক,
ডাক্তাররাও আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে সেবক।

নেই ঔষধ, নেই প্রতিশোধক সবাই তাই ভীত,
পাশের বাড়ির দাদু আজ সবার কাছে মৃত।

দুই বছরের ছোট্ট সোনা পায়না মাকে কাছে,
কাছে যাওয়া নিষেধ তার, করোনা যে আছে।

প্রিয় বাবা মারা গেল হয়নি দেখা ছুঁয়ে,
নিজ হাতে খেতে পারেনা মা, থাকে শুধু চেয়ে।

চোখের জল মুছে দেবার মানুষ আজ নাই,
রুগটা ভীষণ ছোঁয়াচে, তাই দূরে থাকে সবাই।

ধরিত্রী আজ মৃত্যুপুরী কোন উপায় নাই,
ক্ষমা করে দাও আল্লাহ, দয়া আমরা‌ চাই।

ধৈর্য্য ধরার শক্তি দাও রক্ষা করো আমাদের,
যারা যারা মারা গেছে স্বর্গ দাও তাদের।

নতুন করে বাঁচার আবার শক্তি আমাদের দাও,
পৃথিবী আবার সুন্দর হবে আল্লাহ তুমি যদি চাও।


Writer:- সাইফুল ইসলাম 


NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner