> আমি রাখতে চেয়েছিলাম, সে থাকতে চায়নি
-->

আমি রাখতে চেয়েছিলাম, সে থাকতে চায়নি

আমি থাকতে চেয়েছিলাম
-সে রাখতে চায়নি

আমি কান্না করেছিলাম
-সে দেখতেই পায়নি!

আমি পায়ে ধরেছিলাম
-সে ছোট হওয়ার মর্ম বোঝেনি!

আমি বোঝাতে চেয়েছিলাম
-সে বুঝতে চায়নি!

আমি আগলে রেখেছিলাম
-সে বন্দী হতে চাইনি!

আমি শাসন করেছিলাম
-সে অধীনে থাকতে চায়নি!

আমি রাত জাগতে বারণ করেছিলাম
-সে গুরুত্ব দেয়নি!

আমি মনখারাপ করে ছিলাম
-সে নিরবতা ভাঙেনি!

আমি বলেছিলাম তোমাকে ছাড়া থাকতে পারবোনা 
-সে পাত্তাই দেয়নি!

আমি বলেছিলাম ভালবাসি
-সে মানেই বোঝিনি!

আমি বললাম চলে যাচ্ছি
-সে আটকায়নি!

আমি বললাম কষ্ট দিচ্ছোতো
-সে শুনতেই পায়নি!

আমি বললাম তাহলে সব শেষ
-সে কোন কথা বলেনি!







লেখক:- তুষার কান্তি মন্ডল








NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner