Leave a message
> এঞ্জেল সাদিয়া
-->

এঞ্জেল সাদিয়া


দোস্ত, সেইরাম এক মেয়ে পটাই ফেলছি, পুরাই এঞ্জেল রে মাম্মা, পুরাই এঞ্জেল!!
আমি ক্রুর চোখে ইমরানের দিকে তাকালাম।। মনে মনে ভাবলাম, এঞ্জেল মানে, আমার এই বন্ধু বিয়ে করলো ছয় মাসও হয় নি, সে কার জন্যে আবার এঞ্জেল পটাচ্ছে!! জিজ্ঞেস করা দরকার- কি রে কার জন্যে এঞ্জেল পটাচ্ছিস?? কাহিনী কি-
-আরে দোস্ত, আমার জন্যে।। বিয়া করছি বইলা কি ফর্ম পইড়া গেছে নাকি, আমি টেকনিক্যাল ব্যাটস্‌ম্যান, অলওয়েজ হিট, বুঝলা!!
আমি অবাক হয়ে ইমরানের উৎফুল্লতা দেখছি, আসলে বিয়ের আগে যাদের প্রচুর প্রেম-ভালোবাসা করার অভ্যাস থাকে, বিয়ের পরেও তারা সহজে এসব ছাড়তে পারে না।। ইমরানের হইছে সেই দশা, বিয়ে করলো ছয় মাস যেতে না যেতেই সে নাকি কোথাকার কোন এঞ্জেল জুটিয়ে ফেলেছে।। আদতে, এসব নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই, কিন্তু বিরক্ত লাগে যখন সে প্রায়শই আমাকে খোঁচা দিয়ে বলে- ব্যাটা রায়হান তুমি তো একটাও প্রেম করতে পারলা না জীবনে, এইসব লেখালেখি কইরা লাভ কি।। আমাকে দেখ ঘরে বউ আছে, এইবার বাইরেও একটা ডার্লিং ম্যানেজ করে নিলাম।। আহ!! লাইফ মে অর কিয়া চাহিয়ে, যাব ঘরওয়ালী অর বাহারওয়ালী দোনো সাথ মে পাইয়ে !!
আমি চুপ করে ইমরানের টিটকারী শুনে যাই।। মাঝে মাঝে বেঈমান হতে ইচ্ছে করে, মনে হয় ইমরানের এই লাফালাফি বন্ধ করে দেই।। আমি ওর বউকে ফোন করে সব বলে দেই, তবে এতে তো বেচারার সংসার ভেঙ্গে যাবে অথবা আরেকটা কাজ করতে পারি, ওর এঞ্জেলকে জানাতে পারি যে ও বিবাহিত।। কিন্তু, এমন যদি হয় ঐ মেয়ে জেনে বুঝেই ইমরানের সাথে প্রেম করছে, তাহলে তো পুরো চিন্তাই বৃথা।।
ইমরানের কাছ থেকে একদিন জেনে নিলাম, ওর এঞ্জেলের নাম কি?? মজার ব্যাপার হলো, ওর এঞ্জেলের ফেসবুক আইডির নাম “এঞ্জেল সাদিয়া’ ।। বাহ্‌ ইমরান বাহ্‌, এই যুগে এসেও কারও ফেসবুক আইডির নামের আগে এঞ্জেল আছে, আবার তার সাথে তোর পরকীয়া প্রেম।। মেজাজটা খারাপ হলো যখন শুনলাম, এই প্রেম শুধুমাত্র চ্যাটিং এর মধ্যে সীমাবন্ধ এখনো ওদের দেখা সাক্ষাত হয় নি।। আর তাতেই ইমরান এমন আকডুম বাকডুম লাফাচ্ছে, ভাবা যায় না।।
বেশি না, দিন চারেক পরে ইমরানের প্রচন্ড মন খারাপ।। আড্ডায় এসে ঝিম মেরে বসে আছে, আমি এবার সুযোগ পেয়ে টিপন্নী কেটে বললাম- কি দোস্ত, ধরা পড়ে গেছিস নাকি কোন পার্টির কাছে??
ইমরান বিষাদ বদনে আমার দিকে তাকিয়ে বলে- না ধরা পড়ি নাই, তবে এঞ্জেল সাদিয়ার সাথে ব্রেকাপ কইরা দিছি।।
-বলিস কি, কেন, আচমকা ব্রেকাপ কেন, কি সমস্যা??
ইমরান কিছু বলে না, পকেট থেকে মোবাইল বের করে কি যেনো করছে।। তারপর, আমার সামনে মেলে ধরে বললো- দেখ!!
আমি ভালো করে দেখার জন্যে মোবাইল নিজের হাতে তুলে নিলাম।। দেখলাম এঞ্জেল সাদিয়ার সাথে ইমরানের ম্যাসেঞ্জারের চ্যাট বক্স।। যদিও আইডি ব্লক করা, আমি স্ক্রল করে উপরে উঠতে চাইলাম, ইমরান বাঁধা দিয়ে বললো- এখান থেকেই পড়, আগে দেখা লাগবে না।।
আমি পড়তে থাকলাম-
এঞ্জেল সাদিয়া- জান, কি করো, আই মিস ইউ, খাইছো তুমি??
ইমরান- কিছু না জান, তোমাকে ভাবি সারাদিন রাত, মিস ইউ টু, আমি খাইছি, তুমি খাইছো।।
এঞ্জেল সাদিয়া- হুম জান খাইছি, তুমি কি দিয়ে খাইলা জান??
ইমরান- জান আজকে কাচ্চি বিরিয়ানী খাইছি জান।। তুমি??
এঞ্জেল সাদিয়া- আচ্ছা ইমরান তুমি প্রতিদিন এইসব মিথ্যা কথা বলো কেন, আজকে বাসায় কখন বিরিয়ানী ছিলো, আজকে ছিলো ডিমের সালুন আর ডাল।।
ইমরান- অবাক হবার ইমো দিয়ে, ওএমজি, তুমি কিভাবে জানো??
এইটুকু পড়ে আমি মুখ তুলে ইমরানের চেহারার দিকে তাকালাম, বেচারার মুখ শুকিয়ে আছে।। আমি মনে মনে ভাবছি, খোদা রে এই এঞ্জেল সাদিয়া তো আবার ভাবীর ফেইক আইডি না।। তাইলে তো বেচারা গেছে, আচ্ছা দেখি এঞ্জেল সাদিয়া কি লিখছে।।
এঞ্জেল সাদিয়া- দৈনিক আমি তোমাদের বাসায় গিয়ে রান্না করি আমি জানবো না।।
ইমরান- মানে কি, আমার বাসায় রান্না করে তো মর্জিনা, আমাদের কাজের মেয়ে।।
এঞ্জেল সাদিয়া- হ, আমিই তো সেই মর্জিনা।।
বিষাদের সুরে ছেয়ে গেছে পুরো আকাশ, সব ধোঁকা!! এই শহরে কোন এঞ্জেল নেই, সব এঞ্জেল নামধারী মর্জিনা!

Writer:- Razvi Rayhun Shovon
 

Delivered by FeedBurner

a