এবার যদি আপনারা ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখে থাকেন, তাহলে শুধু ভাবেন এই বেন স্টোকস্ কি করে দেখালো।। এখন তার সম্মান, অবস্থান কই গেছে।। বেশি না মাত্র তিন বছরের ব্যবধানে সে ভিলেন থেকে নায়ক, কিংবা মহানায়ক হয়ে গেলো।। কেনো হয়েছে জানেন, কারণ সে বেঁচে ছিলো, আর তার ইচ্ছে ছিলো।।
আগামীকাল থেকে কয়েকদিন বেশ কিছু ছেলে-মেয়ে গণহারে আত্মহত্যা করা শুরু করবে।। ঝরে যাবে তরতাজা কিছু প্রাণ, আর সবকিছুর মূলে থাকবে শুধু মাত্র একটা বিষয়- ফলাফল।। হুম!! বলছিলাম এইচএসসির ফলপ্রকাশ নিয়ে, আগামীকাল সারাদেশে এইচএসসির ফল প্রকাশ হবে।। অনেকেই খারাপ করে বসবে, আর চারদিক থেকে অযাচিত চাপ, কটূক্তি, ভৎর্সনা, তিরষ্কার আসতে থাকবে, মানুষটা হয়তো এসব সইতে না পেরে বেছে নিবে আত্মহত্যার পথ।। পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানবের পরিচয় দিয়ে হয়তো নিজেকে মুক্তি দিতে চাইবে!!
এই ঘটনাগুলো ঘটার পর আমরা হা-হুতাশ শুরু করবো।। তবে কেন তা থামাতে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি না।।
আমাদের জীবনে এত অভিমান, এত আবেগ দিয়ে কি হবে, যদি না সেই আবেগ বা অভিমান নিজের জীবনকেই ভালোবাসতেই না শেখায়!! কি মূল্য তবে সেই আবেগের, সেই অভিমানের।। ধরো, তুমি বাসার একটা গ্লাস ভুল করে ভেঙে ফেলেছো।। এখন তোমার মা-বাবা স্বাভাবিক কিছু না কিছু বকা দিতেই পারে, এখন তুমি যদি সিদ্ধান্ত নাও, নাহ্ গ্লাস তো আমি ভুল করে ভেঙ্গেছি, আমাকে বকা দিবে কেনো।। তাহলে এটা তোমার বাড়াবাড়ি চিন্তা, একটা ভুল ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ভুল হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে কিছুটা সাজা মেনে নেয়াই হলো অনুতাপ।। ধরো তোমার ফল খারাপ হয়েই গেলো, এখন তোমার বাবা-মা বকা দিবে না কেনো?? অবশ্যই দিবে, দেয়া উচিত!! এই যে এত এত টাকা খরচ করলো, এত এত আশা করলো, তার ফল যদি জিরো হয় অবশ্যই খারাপ লাগবে।। আর কটাক্ষ কি একা তোমার শুনতে হবে, তোমার বাবা-মাকেও তো শুনতে হবে তাই না।। আবার ধরো, তুমি সর্বোচ্চ ভালো ফল করলে, তোমার বাবা মা তো তোমাকে নিয়েই উল্লাস করবে, নিশ্চয় পাশের বাসায় কেউ ভালো ফল কিংবা ফেল করলে তাকে মাথায় করে নাচা কিংবা বকে দিয়ে আসবে না।। একটা জিনিস বুঝো না কেনো, তোমার বাবা-মায়ের কি তোমাকে বকা দেয়ার অধিকারটুকুও নাই!! সেখানে তুমি খারাপ ফল করেছো, তাদেরও সান্ত্বনা দরকার, তাদেরও তো কষ্ট হয় তাই না।। তুমি খারাপ ফল করলে জীবন থেমে যাবে না, আবার পরীক্ষা দিতে পারবে, প্রয়োজনে বকাগুলোকে শক্তি বানিয়ে, জেদ বানিয়ে দেখিয়ে দাও।। না!! এটা না করে যারা বোকার মত ঐ কাজ করে, ভাবো তো সত্যিই কি তারা বোকা না।। দুনিয়া কত সুন্দর, কত কি করার আছে, কত কি দেখায় আছে, প্রেম আছে, গান আছে, কবিতা আছে, ভালোবাসা আছে, নতুন নতুন মজার ইস্যু আছে।। ভাব তো তুমি মরে গেলেও আকাশের ওই সুন্দর চাঁদ উঠবে, ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, বাগান জুড়ে ফুল ফুটবে, তোমার প্রিয় দল আর্জেন্টিনা কিংবা ব্রাজিল একদিন ঠিকি বিশ্বকাপ নিবে।। কিংবা ধরো বেঁচে থাকলে বাংলাদেশকে তুমি বিশ্বকাপ নিতে দেখলে কিংবা নিদেনপক্ষে এশিয়া কাপ।।
তোমাকে দিলো বকা, সেটা তোমার ভালোর জন্যেই।। তুমি কি জানো, এই দুনিয়াতে তুমি যদি বাবা-মায়ের বকা হজম করতে না পারো তবে তুমি সত্যিই ভুল।। আচ্ছা, তুমি কি ভাবো, সবকিছু তোমার মনের মত হবে, তুমি খারাপ করবে কেউ বকা দিবে না, কেউ কিছু বলবে না।। এটা হয় না, অনেককিছুই মনের মত হবে না জন্যেই এটা দুনিয়া, সবকিছু মনের মত হলে তো তুমি আর বিধাতাকেও চাইতে না, ভাববে স্বর্গে গিয়ে কি হবে আর, এখানেই তো সব পাওয়া যায়।। এই যে এত এত আকুতি, এত এত না পাওয়া, অতৃপ্তি এটাই তো জীবনের স্বাদ।। আর শুনো, আজকাল ফেল করলে কিছুই হয় না, ফেল করেছো বকা খাও, এরপর দেখিয়ে দাও।।
এবার প্রিয় অভিভাবক শোনেন- আপনাদের মধ্যে কেউ না কেউ এবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নিজের সন্তান বা ভাই, বোনদের চিরতরে হারাতে যাচ্ছেন।। একবার ভাবুন তো, এভাবে ভাবতে ভয় লাগছে না??
তাহলে চলুন নতুন একটা শপথে নামি, আপনার প্রিয় পরীক্ষার্থীকে আজ কাছে ডাকুন, ঠান্ডা মাথায় বলে দিন- ফলাফল যাই হোক, আমরা মেনে নিবো।। যা ফল হবার তা হবেই, এক এইচএসসি রেজাল্টের কারণে নিজের মানুষকে তো হারাতে পারি না আমরা!!
সবাই মিলে এবার একটা নতুন উদ্যোগ নিয়ে ফেলি, আপনি আপনার কাছের যে কোন একজন মাত্র পরীক্ষার্থীকে জানান- তুমি এইবার না আরও দশবার ফেল করো, কিন্তু বেঁচে থাকার পরীক্ষায় কখনো যেনো ফেল না করো।। অন্তত নিজেকে মৃত্যুর কোলে সঁপে দেয়ার সাথে যেনো এই ফলাফলের কোন যোগসূত্র না থাকে।।
এমন যদি হতো, এবারের পরীক্ষার ফল খারাপের কারণে আমার দেশের একটা কিশোর-কিশোরীও আত্মহননের পথ বেছে নিবে না।। কতই না ভালো হতো।। খুব কি কঠিন কিছু, এটা বাস্তবায়ন করা!!
তো আর দেরি কেনো, আপনি মাত্র একজন পরীক্ষার্থীর মগজে কথাটা গেঁথে দিন- ফল যাই হোক, বেঁচে থাকো!! ভালো থাকো।
তাহলে চলুন নতুন একটা শপথে নামি, আপনার প্রিয় পরীক্ষার্থীকে আজ কাছে ডাকুন, ঠান্ডা মাথায় বলে দিন- ফলাফল যাই হোক, আমরা মেনে নিবো।। যা ফল হবার তা হবেই, এক এইচএসসি রেজাল্টের কারণে নিজের মানুষকে তো হারাতে পারি না আমরা!!
সবাই মিলে এবার একটা নতুন উদ্যোগ নিয়ে ফেলি, আপনি আপনার কাছের যে কোন একজন মাত্র পরীক্ষার্থীকে জানান- তুমি এইবার না আরও দশবার ফেল করো, কিন্তু বেঁচে থাকার পরীক্ষায় কখনো যেনো ফেল না করো।। অন্তত নিজেকে মৃত্যুর কোলে সঁপে দেয়ার সাথে যেনো এই ফলাফলের কোন যোগসূত্র না থাকে।।
এমন যদি হতো, এবারের পরীক্ষার ফল খারাপের কারণে আমার দেশের একটা কিশোর-কিশোরীও আত্মহননের পথ বেছে নিবে না।। কতই না ভালো হতো।। খুব কি কঠিন কিছু, এটা বাস্তবায়ন করা!!
তো আর দেরি কেনো, আপনি মাত্র একজন পরীক্ষার্থীর মগজে কথাটা গেঁথে দিন- ফল যাই হোক, বেঁচে থাকো!! ভালো থাকো।
Writer:- Razvi Rayhun Shovon