> ফেক আইডি - Comics - Bangla Funny Story
-->

ফেক আইডি - Comics - Bangla Funny Story


ইদানীং ফেসবুকে "নীলপরী নীলাঞ্জনা" আইডির একটা জুনিয়র আপুর সাথে প্রায়ই কথা হয়। ইফতারের পর সে নিজেই আমাকে নক দেয়। তার কথা বলার মধ্যে অধিকাংশই থাকে প্রশ্ন, তাও আবার মেক আপ ড্রেস আপ সম্পর্কে। "আচ্ছা আপু, কোন ব্রান্ডের লিপ্সটিক ভালো? আপু, পিংক কালার ড্রেস সুন্দর নাকি ব্লু কালার? হাই হিল জুতায় আমাকে মানাবে আপু?" যদিও এসব সম্পর্কে আমার তেমন কোন বিশেষ ধারণা নেই তারপরও তাকে টুকটাক সাজেস্ট করে দেই, আফটার অল ছোটবোন বলে কথা।
গতকাল ইফতারের পরে মোবাইল হাতে নিয়েই দেখি তার মেসেজ! লিখেছে, "আপু তোমাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করি?"
আমি চিন্তায় পড়ে গেলাম, মেয়েটা আবার কী পার্সোনাল কোয়েশ্চেন করবে?
বললাম, "ওকে, করো।"
-"আপু, আপনার কি বি.এফ আছে?"
দ্বিতীয়বারের মতো চিন্তায় পড়ে গেলাম। সাকিবের সাথে সম্পর্কের কথাটা এখনও তেমন কাউকে জানাইনি। তবে এ মেয়েটিকে জানানো যেতে পারে। বললাম,
-হ্যাঁ, সাকিব নামের একটা ছেলের সাথে রিলেশনে আছি।
-ওয়াও আপু। কী কিউট! আচ্ছা কবে থেকে তোমাদের রিলেশন?
-এইতো তিনমাস হলো। দোয়া কোরো।
এটুকু লিখে সেন্ড করেছি, ঠিক তখনই কে যেন মাথার মধ্যে চটাস করে একটা চাটি মারল। পিছনে ঘুরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে! "ওওও, তুমি সাকিবের সাথে তিনমাস ধরে রিলেশনে আছ? দাঁড়া, আজকেই যদি আব্বারে বলে তোর ব্যবস্থা না করতেছি? এবার ঠ্যালা সামলা!" ভাইয়া কটমট করে বলল।
আমি মাথায় হাত বুলাতে বুলাতে ভাবলাম, "সর্বনাশ! আব্বা জানলে কপালে শনির সাথে বাকি গ্রহগুলাও ফ্রি জুটে যাবে। কিন্তু কথা হলো, এই ব্যাপার তো কেউ জানেনি! ভাইয়া জানলো কীভাবে?"
ভাইয়ার দিকে তাকাতেই ও বলল, "আরেহ গাধী, নীলপরী নীলাঞ্জনা আমারই ফেক আইডি!"
-এবার বুঝলাম। কিন্তু তুমি ইনবক্সে আমাকে শুধু কসমেটিক্স আর ড্রেস এর কথা জিজ্ঞেস করতে কেন?
-আসলে "এঞ্জেল মিতু" নামে আইডির একটা মেয়ের সাথে কয়েকদিন হলো প্রেম হয়েছে। ভাবছি এবার ইদে মিট করবো আর ওকে কিছু ড্রেস, কসমেটিক্স গিফট করবো। তাই তোকে জিজ্ঞেস করতাম। আমি তো আর এসব তেমন বুঝি না!
ভাইয়ার কথা শুনে আমি পেট চেপে হাসতে লাগলাম। হাসি আর থামার নাম নেই!
ভাইয়া অবাক হয়ে গেল, "হাসছিস কেন?"
-আরেহ ভাইয়া, "এঞ্জেল মিতু" তো আব্বারই ফেক আইডি! এবার তুমি ঠ্যালা সামলাও!"


Writer:- Lily Afroz
 

Delivered by FeedBurner

a