> Quote #21
-->

Quote #21



একটা বয়সের পর পুরুষরা অন্যের জন্য ছোটে। 
সামাজিক চাপে নিজের স্বপ্নটার কথা বেমালুম ভুলে 
গিয়ে দাঁতে দাঁত চেপে প্রচন্ড কষ্ট নিয়ে কাজ করে যায়। 
তাকে বুঝারও কেউ থাকে না। পরিবার তার সময় চায়। 
কাছের মানুষগুলো ভুল বোঝে। মা,বাবা পরিবারের 
সবাই যেন অবুঝ হয়ে উঠে কিছুটা। পুরুষদের নিজের 
জন্য কোনো সময় নেই। থাকেনা। তারা বিষন্ন ঘাস৷ 
মরে যায়৷ সময়ের সাথে যায় ফুরিয়ে!


Writer:- কিঙ্কর আহ্সান
NEXT ARTICLE Quote #22
PREVIOUS ARTICLE Quote #20
NEXT ARTICLE Quote #22
PREVIOUS ARTICLE Quote #20
 

Delivered by FeedBurner

a