Leave a message
> Quote #23
-->

Quote #23




প্রথম দেখা, প্রথম কথা, প্রথম কাছে আসা,
একেই কি হে! বলে প্রেমে পড়া, প্রথম ভালোবাসা!
তোমারই দু'চোখ কাজল কালো, মায়াবী নীরবতা,
তোমারই ঠোঁটের মিষ্টি হাসি, লুকিয়েছো শত কথা!
তোমার চুলের মিষ্টি ঘ্রাণে, নিভৃতে ভালো লাগা,
তোমার প্রথম হাতটা ধরা, যেন এক রঙিন বাস্তবতা!
তোমার প্রথম সঙ্গপণে, দুরুদুরু বুক কাপা,
তোমার সাথে গোধুলি বেলায় প্রথম পথচলা!
তোমারই সাথে বেলা-অবেলায়, দুরে দূরে হারিয়ে যাওয়া,
তোমার প্রতি আমার কেন? এ এক অদ্ভুত ভালো লাগা!




লেখকঃ- পিয়াল মাহমুদ
NEXT ARTICLE Quote #24
PREVIOUS ARTICLE Quote #22
NEXT ARTICLE Quote #24
PREVIOUS ARTICLE Quote #22
 

Delivered by FeedBurner

a