![]() |
Bangla Poetry |
শাড়িটা পড়বার সময়
আজও ডেকে বসি ...
এই শুনে যাও তো!
এলোমেলো সব ...
কুচির বাধঁনগুলো,
পরিপাটি করে দাও না!
আচমকা মৃদু হেসে
চমকে উঠি আমি ...
এ কেমন আমি!
দীর্ঘ বিশটি বছর,
তো হবেই তাইনা।
একাকী গুছিয়ে নিয়েছি,
আমার সাজের সব ...
এলোমেলো জিনিস পএ।
তবুও ভুলো মন তো,
তাই ডেকে বসি তারে ...
মনের অগোচরে বারে বারে।
লেখা: সায়মা টুনি