> Apocalypto - Movie Review - Hollywood - Boipoka365
-->

Apocalypto - Movie Review - Hollywood - Boipoka365

Movie: Apocalypto (2006)

আমার মতে এইটা একটা মাস্টারপিছ।

অনেকের কাছে মাস্টারপিছ নাও মনে হতে পারে তবে এ নিয়ে তর্ক করার কিছু নেই। মুভিটা দেখেছি বহু আগেই। তবে কিছুদিন আগে আবার দেখার পর ইচ্ছা হল একটা রিভিউ দেই প্রিয় মুভি নিয়ে।

মুভিটা সম্পর্কে কিছু বলার আগে এটার স্পেশালিটি বলি,

১। এই মুভিতে আপনি হলিউডের বড় কোন স্টারকাস্ট দেখতে পাবেন না। কিন্তু তাও তাদের প্রত্যেকের অভিনয়ে আপনি বিন্দুমাত্র খামতি দেখতে পাবেন না।

২। মুভিটার বাস্তবিক রূপ দেওয়ার জন্য এখানে সেই কালের মায়ান ভাষাটাই ব্যবহার করা হয়েছে।

৩। বহুকাল আগের সময়কার কাহিনি ২০০৬ সালে দেখানো সহজ ছিল না। কিন্তু পরিচালক সেটা করে দেখিয়েছেন।

৪। মুভিটার সেট ডিজাইন ছিল জাস্ট অসাধারন। মুভি দেখার সময় আপনার বুঝার উপায় ছিল না এটা সেট নাকি বাস্তব।

৫।আর্টিস্টদের মেকাপ, লুক। মুভির প্রত্যেকটা ক্যারেক্টারের লুক দেখলে আপনার মনে হবে এরা যেন সেই আদীম কালের যুগ থেকে ফিরে এসেছে। তাছাড়া তাদের চলাফেরা, শিকার করার ধরন সবকিছুই সেই আদীম কালের মত মনে হবে।

৬।বাস্তবিকতা। বিশেষ করে বাচ্চা জন্ম দেওয়াটা আমার কাছে অবাক লেগেছে। কিন্তু আসলে এটাই ছিল বাস্তব।প্রতিকুল পরিবেশে নাকি এভাবেই বাচ্চা জন্ম হত।

৭।সবশেষ অসাধারন ডিরেকশন সেই সাথে গা হিম-হিম করা ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভিটাকে শুধু স্পেশাল নয় অন্য লেভেলে নিয়ে গিয়েছে।

আর আমার মুভিটারে মাস্টারপিছ বলার কারন এগুলাই।

স্পয়লার এলার্ট

প্লটঃ বহুকাল আগের কাহিনি।যখন সভ্যতা বলতে কিছুই ছিল না, কুসংস্কারে পরিপুর্ন এক সময় ছিল।ঠিক তখন আমেরিকা মহাদেশে “মায়ান” নামে এক সভ্যতা বা জাতি ছিল।কাহিনিটা তাদের ঘিরেই।যাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল বন্যপশু শিকার কিংবা মাছ ধরা সেই সাথে অল্পসল্প কৃষিকাজ করা।আর এসব করেই তাদের জীবন বেশ ভালভাবে চলছিল।কিন্তু হঠাত করে তাদের আস্তানায় একদল মানুষ এসে হামলা চালায় এবং তাদের অনেককে মেরে ফেলে।কিন্তু নায়ক জাগুয়ার প কোনমতে তার গর্ববতী স্ত্রী এবং সন্তানকে একটি গভীর কুপে লুকিয়ে রেখে চলে যায় শত্রুদের মোকাবেলা করতে এবং কথা দেয় সে ফিরে আসবে।কিন্তু দুর্ভাগ্যবসত সে তাদের সাথে পরাজিত হয় এবং শত্রুরা তাকে সহ আরো অনেককে ধরে নিয়ে যায়।এবার জাগুয়ার কি তার গর্ভবতী স্ত্রীকে দেওয়া কথা রাখতে পারবে।জানতে হলে মুভিটা দেখতে হবে।

যদি না দেখে থাকেন তাহলে দেখে ফেলুন।ভাল লাগবে।

আইএমডিবিঃ ৭.৮/১০

পার্সোনাল রেটিংঃ ১০/১০

Writer:- Farhan Samrat
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner