> Radhe - Your Most Wanted Bhai - Movie Review - Salman Khan - Bollywood
-->

Radhe - Your Most Wanted Bhai - Movie Review - Salman Khan - Bollywood

Radhe: Your Most Wanted Vai

অলরেডি এইটা নিয়ে গ্রুপে শ'খানেক পোষ্ট হয়ে গেছে।তবে ভালোর সংখ্যাটা একদমই কম।।সবাই যথেষ্ট সমালোচনা করছে।
তবে আমি রাধে নিয়ে কোনো রিভিউ দিবো না বরং রাধে এবং আউটলস নিয়ে একটু তুলনা করবো।

1: প্রথমেই আসি মেকিং নিয়ে। আউটলস যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এইটা কেমন।আইএমডিবি তে 7.2। আর নায়ক ও ভিলেন (ওদের নাম উচ্চারণ করাটা একপ্রকার ঝামেলা তাই বলিনি) দুজনকেই তারা স্কিনে প্রায় সমান টাইম দিছিলো।ভিলেনকে দেখার জন্য দর্শক আগ্রহী এমন একটা ভাব ছিলো ভিলেনের মধ্যে।

অন্যদিকে রাধে তে শুধুমাত্র সালমানের ফিল্ম বলেই মনে হইছে। রনদীপরে স্কীনে সময় কম দিছে ঔ সময় টুকু দিশারে দিয়ে নষ্ট করছে।
আমি যখন রাধে পোষ্টার বলে গুগল সার্চ করি তখন রনদীপের শুধু একটা পোষ্টার পাইছি। অন্যদিকে আউটলসের প্রায় সবটি পোষ্টারেই নায়ক ভিলেন দুজনেই আছে।

মানে মোট কথা এই ফিল্মের সব ক্রেডিট ভাইজান একাই নিয়ে নিছে।

2: অভিনয়

সত্যি বলতে এই মুভির কারো অভিনয় ই আমার ভালো লাগে নি। শুধু আমার না যারা আউটলস দেখছে তাদের কারো ভালো লাগবে না।
নায়কের চরিত্রে সালমান মা ডং এর ধারে কাছেও নেই।  অন্যদিকে রনদীপ যথেষ্ট চেষ্টা করছে। তবে তার অভিনয় ও সন্তোষজনক না। আউটলসের ভিলেনকে দেখলেই মনে হবে রক্ত টগবগে কেউ এই বুঝি আস্ত গিলে খাবে রনদীপ চেহারায় ঠিক ছিলো সাথে গেট-আপ একদম খাপে খাপে ছিলো। কিন্তু ভয়েস আরো ভয়ঙ্কর হলে ভালো হতো। তবে মারামারির সময় গুলোতে সত্যি ভালো করছে। একজন কোরিয়ানদের মতো করে ভায়োলেন্স টা ফুটিয়ে তুলছে। আর মুভি একমাত্র ভালো দিক রনদীপ।
বাকি দিশা আর জ্যাকি পুরাই গু

3:আমার মন্তব্য

আউটলসের ধারে কাছেও নাই রাধে। তবে আপনি যদি আউটলস না দেখে থাকেন তবে আপনার খুব একটা খারাপ লাগবে না। একদম বলিউডি মাসালা টাইপের মুভি হবে তখন। আর গানগুলি আর নায়িকা না থাকলে আরো একটু ভালো হতো মনে হয়। আর রিমেক না হয়ে এইটা অরিজিনাল স্টোরি হলে 6.5 মতো রেটিং আসতো বলে মনে করি।

তবে আমার মতে কোরিয়া ফিল্ম রিমেক না করাই ভালো। বলিউডের ভাইরা সাউথের কপি করলেই মানতে পারি না আর এটা কোরিয়া।
আর ক্লাইম্যাক্সের দিকে একটু নজর দেওয়া উচিত।
রাইটস কিনে রিমেকের নামে যদি আপনারা আপনাদের মতো করেই তৈরী করেন তাইলে আপনার ফিল্মের তো হবে অরিজিনাল টার ও সুনাম নষ্ট হয়।

Writer:- Dipankar Dip
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner