> সত্যকথন - আরিফ আজাদ - Arif Azad - পিডিএফ - বই রিভিউ
-->

সত্যকথন - আরিফ আজাদ - Arif Azad - পিডিএফ - বই রিভিউ

বই: সত্যকথন
লেখক: আরিফ আজাদ
মুদ্রিত মূল্য: জানা নাই

ফোনে নেট নেওয়ার অনেক চেষ্টা করার পরেও হলো না। ফোন পাশে রেখে একটু মন খারাপ+আলসেমির সাথে ঠেকনা দেওয়া স্টাইল এ বসে আছি। চটাং করে মাথায় একটা শব্দ টোকা দিলো, "সত্যকথন।" amar বেশির ভাগ বই ই পিডিএফ, তাই ফোন হাতে নিয়ে পড়া শুরু করলাম। জানিনা কেনো আরিফ আজাদ স্যার এর বই পড়ার সময় মাঝে মাঝেই ফ্যাক করে হেসে ফেলি।

বই পড়তে পড়তে চলে যাওয়া বিদ্যুৎ আবার ফিরে আসলো। পঞ্চম অধ্যায় পড়ছি: অবিশ্বাস থেকে ইসলামঃ একটি অন্যরকম পাথরের গল্প। 

ইসলাম!
শান্তির পথ, আত্মসমর্পণ এর পথ। ইসলাম মানেই শুধু ৫ ওয়াক্ত সালাত আদায় করা আর এক মাস না খেয়ে থাকা নয়। বইয়ের ৬৮ তম পৃষ্ঠায় একটা লাইন আছে, "জন্মসূত্রে নামের আগে একখানা মুহাম্মাদ থাকলেই সে মুসলিম হয়ে যায় না।"
যে ব্যাক্তি ধর্ম 'ইসলাম' শব্দ টার অর্থ বুঝে, জেনে, তার জ্ঞান অর্জনের মাধ্যমে তা মন থেকে মেনে সেই অনুযায়ী আমল করবে সেই প্রকৃত মুসলিম।

মহান রব্বুল আ'লামিন, আমাদেরকে তৌফিক দান করুন একজন প্রকৃত মুসলিম এবং মু'মিন হয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার।


Writer:- Aurora Green Lifards


 

Delivered by FeedBurner

a