> Sadat Hossain - সাদাত হোসাইন এর প্রেমের কবিতা - সাদাত হোসাইন এর উক্তি - সাদাত হোসাইন এর ক্যাপশন - সাদাত হোসাইন - বাংলা বাণী
-->

Sadat Hossain - সাদাত হোসাইন এর প্রেমের কবিতা - সাদাত হোসাইন এর উক্তি - সাদাত হোসাইন এর ক্যাপশন - সাদাত হোসাইন - বাংলা বাণী

মেঘের মতো ভার হয়ে রয় বুক,
মেঘের মতো থমথমে কী ব্যথা!
মেঘ তো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমছে আকুলতা।

~ সাদাত হোসাইন

জানে শুধু জল, চোখ ছলছল
দায় নেই কারো তাই লুকায় আঁচল।
অভিমানী তুই, পাবি না কিছুই
মিছেমিছি মুছে যাবে চোখের কাজল।

~ সাদাত হোসাইন

কোথাও একটা পোস্টবক্স নেই, অথচ বুকের ভেতর চিঠি জমে জমে মেঘের মিনার,
কোথাও একটা ঠিকানা নেই, অথচ নীল খাম জমে জমে ভেসে যায় বুকের কিনার।

~ সাদাত হোসাইন

মানুষ কতকিছু জমায়!
পুরনো ডাকটিকেট, অচেনা আধুলি, স্মৃতির রুমাল,
অথচ আমি জমাই উপেক্ষা।
একজীবনে তোমার জন্য যতটা অপেক্ষা আমি বুকে পুষে রাখি, তার সব ফিরে আসে উপেক্ষা হয়ে।
আমি সেই উপেক্ষা জমাতে জমাতে পরিপূর্ণ হয়ে উঠি।

~ সাদাত হোসাইন

আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর!

~ সাদাত হোসাইন

আমি ভালো রয়েছি এখন,
নিভে গেলে আলো, জ্বেলে দেই মন।

~ সাদাত হোসাইন

মুখ গুঁজে রাখা উট পাখিদের ভীড়ে,
কে ওই তাকায় উঁচু করে তার গ্রীবা,
এখানে প্রলয় আসন গেড়েছে ভীষণ,
যায় যাক পুড়ে দেবালয়ও তাতে কী বা!
চোখ মুদে থাকি, বেঁধে রাখি মুখ,
বেঁচে থাকি একা একা, 
আমার কলমে মরিচা পড়ুক, নিষিদ্ধ হোক লেখা। 

~ সাদাত হোসাইন

বৃষ্টি লিখবো বলে, কাব্য-কৌতূহলে, শব্দ খুঁজি, 
অথচ দু চোখ জানে, কী ভীষণ অভিমানে,
বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি!

~ সাদাত হোসাইন

যে অভিমান বোঝে না, সে আবার কীসের প্রেমিক? প্রেমিক হতে হলে অভিমান বুঝতে হয়!!!

এমন বিষণ্ণ এক সন্ধ্যায় আমি চলে যাবো, হয়তো চলে যাবো এমন জলের রাতে।
হয়তো ভেসে যাবে শহর, দালান, ফসলের মাঠ, গাঁয়ের ঘাসের পথ, অচেনা হৃদয়।

এই যে আমার হঠাৎ মন খারাপ,এই যে আকাশ মেঘলা হয়ে এলো,
এই যে দুপুর বুকের গহীন থেকে, সন্ধ্যা এনে হঠাৎ এলোমেলো।
এই যে আমার ভাল্লাগে না কিছু, এই যে ভীষণ বিষণ্ণ এক দিন,
একটা তুমুল কোলাহলের শহর, হঠাৎ হল নির্জনতায় লীন।
এই যে বুকে জমছে ভেজা পালক, পাখির মতো ছটফটানি মন,
এই শহরের কোন মানুষটা জানে, তুমিবিহীন আমার নির্বাসন।

তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে-
আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম,
আমার প্রিয়তম শহর।
তোমার জন্য যতটা রাত কেঁদেছি,
ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ,
বরষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা।
যে দহনে রোজ পুড়ে গেছি,
তাতে জ্বেলে দিতে পারতাম অজস্র- গনগনে ভিসুভিয়াস।
যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর
ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার।

~ সাদাত হোসাইন

তোমাতেই বাঁচি, জলে ভাসি, হাসি, তোমাতেই ভালোবাসি।
তোমাতেই দিন, জনমের ঋণ, তোমাতেই ফিরে আসি।
তোমাতেই ভাবি, তোমাতেই কাঁপি, তোমাতেই শুরু শেষ,
এ হৃদয় জানে, প্রার্থনা মানে, আমার বাংলাদেশ!

~ সাদাত হোসাইন

এমন বিষণ্ণ দিন শেষে
যদি খানিক আঁধার এসে,
ভীষণ আপন হয়ে বসে
তোমার আঙুলগুলোর ফাঁকে?
তখন আমার আঙুল ছাড়া
তুমি খুঁজবে কোথায় কাকে?

~ সাদাত হোসাইন

শোনো কাজল চোখের মেয়ে, আমি তোমার হবো ঠিক, তুমি ভীষণ অকূল পাথার, আমি একরোখা নাবিক।

~ সাদাত হোসাইন

তাড়িয়ে দিয়ো আমায়, নিশুতিরাতের তারা,
তাড়িয়ে দিও আকাশ, তাড়িয়ে দিও মেঘ,
আমারও খুব পা বাড়িয়ে, হারিয়ে যাবার তাড়া।

রাত্রি বলেই অন্ধকারে, আমার ভীষণ ভয়,
যদি ভুলে যাওয়া স্মৃতির সাথে হঠাৎ দেখা হয়,

মানুষ জানে, বাড়লে রাত্রি, মানুষ একা হয়!

~ সাদাত হোসাইন

আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি,
যত্ন করে খুব খেয়ালে রোজ, 'আমি'টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা, মলাট জুড়ে হাজার আঁকিবুঁকি,
আমি ভীষণ একলা থাকা মানুষ, 'আমি''টাকে 'আমার' ভেতর রুখি।

~ সাদাত হোসাইন।

যারা স্বপ্নটা বারবার হেরে হেরে, হারিয়ে,
নীল-সাদা পতাকাটা তবু ধরে বাড়িয়ে,

আকাশের দিকে চেয়ে চুপি চুপি বলে যায়,
ভালোবাসা মানে হলো, যুক্তির 'বেলা' যায়।

তারা জানে  ভাঙা মনও আড়চোখে যে তাকায়,
আকাশ কি সেজে আছে নীল-সাদা পতাকায়?

~ সাদাত হোসাইন।

আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো ।
হারিয়ে যাওয়া সেই তো ভালো
যেমন ছিলাম রোজ থেকেও -
তেমন করেই হারিয়ে যাবো 
আমি একদিন নিঁখোজ হবো ।

   ~ সাদাত হোসাইন

আমি একদিন পাখি হবো 
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেবো
সঙ্গে নেবো গোপন কথা, 
ছোট্ট বুকের বিশাল ব্যথা 
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব। 

   ~ সাদাত হোসাইন
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner