দুনিয়াতে আদর্শ দম্পতি দেখতে চাইলে আবু ত্বহা আদনান-সাবিকুন নাহার দম্পতিকে দেখো। এরাই আমাদের জন্য জান্নাতি দম্পতির আদর্শ।
"আমি তাকে ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি। আমি আপনাদের বোন। আমি আপনাদের বোন। আমি আর কিছু বলতে পারছিনা। আপনারা তাঁকে আমার কাছে ফিরিয়ে দিন"।
" আপনারা আদনান সাহেবকে ফিরিয়ে দিন। নয়তো আমাকে তাঁর কাছে পৌঁছে দিন। আমরা আপনাদের কারো সমস্যার কারণ হবোনা বিশ্বাস করেন"।
" আমি নামাযে দাঁড়াতে পারছিনা। আমার নামাযে সমস্যা হচ্ছে। আপনারা দয়া করে তাঁকে আমার কাছে ফিরিয়ে দিন"।
" সে মানুষটা খুব বেখেয়ালি। ঠিকমতো খাওয়াদাওয়া করেনা। আমি কষ্ট পাচ্ছি৷ সে হয়তো ক্ষুধার্ত, আমি তাকে খাবার দিতে পারছিনা। তার হয়তো মেডিসিন দরকার, আমি এগিয়ে দিতে পারছিনা"
" আমার স্বামী বোকা, সহজ-সরল। সে নিজের পরিণাম সম্পর্কে সচেতন ছিলোনা। আপনারা তাকে ফিরিয়ে দিন। প্রয়োজনে আমরা দেশ ছেড়ে চলে যাবো"।
কতই না উত্তম সে যে এমন একজন স্ত্রী পেল।
"তোমাদের মধ্যে সেই উত্তম, যে নিজ স্ত্রীর কাছেও উত্তম " (রিয়াদুস সালেহীন, ১/১৯৭)।
হে আল্লাহ! আপনি দুনিয়াতে তাদের আবারো পুনর্মিলন করিয়ে দিন। অন্যথায় জান্নাতের সবচেয়ে সুন্দর ঘরটি এই দম্পতির জন্য বরাদ্দ করে দিন।
Writer:- Unknown