"তুমি যখন কাউকে ভালোবাসবে
এক বুক সুমদ্র নিয়ে ভালোবাসতে হবে,
তা না হলে এই ভালোবাসার কোন অর্থ নাই!"
"আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, আমি যাকে স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে"।
"মৃত্যুর মতো এতো স্নিগ্ধ,
এতো গভীর সুন্দর আর কিছু নেই।
কারণ মৃত্যু্ অনিবার্য, তুমি যখন জন্মেছো তখন মরতেই হবে।
মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটায় শ্রেয়।"
"মানুষ কখনো বৃদ্ধ হয় না।
মানুষ মনে মনে ২৮ বছরে থেকে যায়।
দূর আশা ভালো জিনিস না।
আশা করো ক্ষমতার ভিতরে।
যা অর্জন করতে পারবে তাই করো।
এই আশা নিয়েই মানুষ বাঁচে।"
"ভালোবাসাটা হওয়া উচিত একান্ত ব্যক্তিগত,যেন এতে আর কেউ হস্তক্ষেপ না করতে পারে। ভালোবাসাটা এতোটাই শুদ্ধ হবে যেন জোর গলায় বলা যায়,আমি তাকেই ভালোবাসি"।
"প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা।
কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও,
দেখবে কিছুই খুঁজে পাচ্ছো না।
একটা কালো বিড়াল, অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছো, যেটা ওই ঘরে নাই; প্রেমটা এই রকম।"
"Life is nothing but a journey towards death. মৃত্যুর মত এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই।"
"দেখো,যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে;কারন সে কখনও তোমাকে হারাতে চাইবে না।"
"তুমি বলেছিলে মানুষ বদলায়।
তাই তুমি বদলে গেলে কিন্তু
আমি বদলাইনি।
তবে কি আমি মানুষ নই?
কথাগুলো হুমায়ুন ফরিদী স্যারের
গুছিয়ে লিখেছেনঃ- তিসান তাসরিন