যে মেয়েটা তোমায় ভালোবেসে নিজের বয়সটা বাড়িয়েছে!
তোমার বোঝা উচিত ছিলো, সে তোমারই অপেক্ষা করে গেছে।
যে মেয়েটা তোমার থেকে গিফট নিতে দ্বিধায় পরে যেতো।
তোমার বোঝা উচিত ছিলো, সে সংসার করার আগেই তার হিসেব করতে শিখে গেছে।
যে মেয়েটা যোগ্য পাত্রের মুখের উপর না বলতে শিখে গেছে।
তোমার বোঝা উচিত ছিলো, সে তোমারই হাতে হাত রাখার স্বপ্নে বিভোর হয়ে ছিলো।
যে মেয়েটা রোমান্টিক কাপলদের গল্প শোনাতো তোমাকে।
তোমার বোঝা উচিৎ ছিলো সে তোমাকে তেমন করেই চাইতো।
যে মেয়েটা তার সকল সিদ্ধান্তে তোমার কথার ভরসা পেতো।
তোমার বোঝা উচিত ছিলো, সে তোমাকে বিশ্বস্ত ভাবে।
যে মেয়েটা তোমার সব অপরাধ জানা স্বত্ত্বেও থেকে যেতে চেয়েছিলো তোমার জীবনে!
তোমার বোঝা উচিত ছিলো, সে তোমাকে শুধরানোর সুযোগ দিতে চেয়েছিলো।
যে মেয়েটা তোমার জীবনের অংশ হতে তোমার কাছে ছোট হয়ে বারবার কেঁদেছে!
তোমার বোঝা উচিত ছিলো, তার শূন্যতা তুমি ছাড়া কেউ পূরণ করতে পারবে না।
তুমি মিথ্যে বলছো, এটা জেনেও যে মেয়েটা তোমায় বুঝতে দেয়নি!
তোমার বোঝা উচিত ছিলো, সে তোমায় লজ্জায় ফেলতে চায়নি।
যে মেয়েটা তুমি যোগাযোগ বন্ধ করবার পরও, বেহায়ার মতো যোগাযোগের চেষ্টা করে গেছে।
তোমার বোঝা উচিত ছিলো সে তোমাকে হারাতে চায়নি।
যে মেয়েটা তোমার অবহেলাকে ব্যস্ততা ভেবে শাসন করবার প্রয়োজনই মনে করেনি।
বোঝা উচিত ছিলো তোমার, সে তোমাকে পরাধীনতায় বাঁধতে চায়নি।
যে মেয়েটা তোমার ছেড়ে যাবার বেলায় জোর করেনি, শুধু তোমার অভিযোগে কান্না করে গেছিলো!
তোমার বোঝা উচিত ছিলো, কতটা ভালোবাসলে এতটা কান্না করে মানুষ?
অথচ তুমি কিচ্ছু বুঝতে চাইলেনা!
না তার বয়স,অপেক্ষা, কান্না, শূন্যতা, সময়, সুযোগ কিচ্ছু না!
তুমি কেবল অবহেলায় তাকে ঠকিয়েই গেলে।
ভুল ব্যাখা করে blame দিয়ে গেলে।
আর মেয়েটা কি না সব মাথা পেতে নিলো!
আজ তুমি যেখানেই আছো!
একবার ভাবো তো, সেই মেয়েটার দোষ কোথায় ছিলো?
কেনো তাকে ছেড়ে গেলে!
যদি এসব প্রশ্নের উত্তর মেলাতে তোমার আজও বিভ্রান্তিতে পরতে হয়, তবে মনে রেখো তোমার ভালো থাকা আর কোনদিন হবে না।
আর যদি তাকে অবসরে, ব্যস্ততায়, প্রয়োজনে কোথাও মনেই না পরে তোমার, তবে ভালো থাকার অভিনয় করে যাও।
কারণ তুমি প্রেমিক হিসেবে স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করোনি, কিন্তু অভিনেতা হিসেবে প্রতারক হওয়ার অনেক যোগ্যতা আছে তোমার।
Writer:- Sharmin Rakhi Chowdhury