> ইংরেজিতে অনর্গল কথা বলার ৯ টি উপায় - Munzereen Shahid - মুনজারিন শহিদ
-->

ইংরেজিতে অনর্গল কথা বলার ৯ টি উপায় - Munzereen Shahid - মুনজারিন শহিদ

৫ মিনিটে ইংরেজি শিখে একদম নেটিভদের মতো কথা বলার জন্য ভাবছেন? তাহলে আপনাকে হতাশ হতে হবে। ৫ মিনিটে আপনাকে ইংরেজি শেখানোর কোনো জাদু আমার কাছে নেই। 

বরং, আজ আপনাদের অল্প সময়ে কীভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন, সেটার জাদু শেখাতে এসেছি! চলুন শুরু করা যাক তাহলে… 

১) ইংরেজি আসলে একটি অদ্ভুত ভাষা 

ইংরেজি প্র্যাক্টিস করতে গিয়ে অনেক সময়ই দেখবেন একটা প্যাটার্ন খুঁজে পেয়েছেন। একটু পরে দেখবেন সেই প্যাটার্ন মিলছেও না। ইংরেজিতে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যেমন, read (রিড) এবং read (রেড) একই শব্দ হলেও উচ্চারণ ও ব্যবহারের প্রসঙ্গ ভিন্ন। আবার 'mice' যদি 'mouse' এর বহুবচন হয়, তাহলে 'house' এর বহুবচন 'houses' কেন?

ইংরেজি এমনই একটি ভাষা, অনেক সময় সহজ মনে হয় আবার কখনো মনে হয় যেন "এই ভাষা আমার পক্ষে শেখা সম্ভব না।" কিন্তু তাই বলে দমে গেলে চলবে না, প্যাটার্ন না খুঁজে পেলে সেটা মনে রেখে এগিয়ে যাওয়াই শ্রেয়। 

২) ইংরেজি শেখার সাথে করতে হবে গবেষণা

ইংরেজি শিখতে হলে যখন ইচ্ছে তখন একটু পড়ে নিলাম এভাবে করলে চলবে না। ইংরেজিকে করে নিতে হবে নিত্যদিনের সঙ্গী। বাংলাতে পড়লেও মনে মনে সেটা ইংরেজিতে হলে কীভাবে হতো এগুলো ভাবতে হবে। হ্যাঁ, এভাবে ইংরেজি নিয়েও গবেষণা করা সম্ভব।
 

৩) প্রশ্নের মধ্যেই থাকতে পারে উত্তর

ইংরেজিতে কেউ আপনাকে কোনো একটা প্রশ্ন করলো। সেটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে অবশ্যই উত্তর বের করা সম্ভব। ভাবছেন কীভাবে? 

Does he…? Yes, he does. 
Can she…? Yes, she can. 
Is it…? Yes, it is. 

উত্তর কী দিবেন বুঝতে না পারলে প্রশ্নটি আবার মনে করুন। কোন কোন শব্দ ব্যবহার করা হয়েছিলো? প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকতে পারে উত্তর। মনে রাখবেন, ইংরেজি গ্রামার শুধু মুখস্ত করলেই চলবে না, বুঝতে হবে, উপরে যেভাবে দেখালাম সেভাবে কৌশলে সিস্টেমকে 'ধোঁকা' দিতে শিখতে হবে।

৪) শিখতে হলে শুনতে হবে 

আমরা যখন কোনো স্থানীয় ইংরেজি বক্তার কথা শুনি, তখন আমরা কোন কোন শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা মন দিয়ে শুনি। যদিও এটা গুরুত্বপূর্ণ, এমন সময় শব্দ শোনার পাশাপাশি শোনা উচিৎ বক্তা কীভাবে শব্দগুলো উচ্চারণ করছে। অনেকেই 'See you' এর বদলে 'See ya' বলে। খেয়াল করে দেখবেন, এই উচ্চারণগুলো কীভাবে করা হয়? 

এজন্যই বলি, শিখতে হলে শুনতে হবে। আমাকে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করে থাকে "কীভাবে স্থানীয়দের মত ইংরেজি শিখবো?" এই প্রশ্নের উত্তর এটি। 

৫) ব্যবহার করুন, না হলে ভুলে যান 

একটা জিনিস শিখতে হলে আপনাকে সেটা নিয়মিত ভাবে প্র্যাক্টিস করতে হবে। আজ সকালে ১০টি শব্দের অর্থ শিখেছেন। ব্যস্ কাজ শেষ, তাই না? একদমই না, বরং আপনার উচিৎ এই ১০টি শব্দ আপনাকে রাতেও একবার প্র্যাক্টিস করে নেওয়া। সব চেয়ে ভালো হয়, পরের দিনও কয়েকবার দেখে নিলে। তাহলে আপনি এই শব্দেগুলো আর ভুলবেন না। ভোকাবুলারির জন্য এটি সব চেয়ে বেশি কার্যকর। 

৬) শিখুন সম্পূর্ণ বাক্যও

স্পোকেন ইংলিশ শিখতে হলে শুধু ভোকাবুলারি শিখলে চলবে না কিন্তু। স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে নিজেকে সম্পূর্ণভাবে ব্যক্ত করতে পারা। বাংলায় আমরা যে বাক্যগুলো সব চেয়ে বেশি ব্যবহার করি, সেই বাক্যগুলোর ইংরেজি শিখে শুরু করতে পারেন ইংরেজিকে জয় করার যাত্রা!

৭) শুধু গ্রামার পড়লে হবে না 

ইংরেজি শেখার মূলমন্ত্র হলো, পড়া ও প্র্যাক্টিস করার মধ্যে একটা মিলবন্ধন খুঁজে বের করা। ইংরেজি কথা বলা আর ইংরেজি গ্রামার বুঝা কিন্তু এক জিনিস না- অনেক সময় স্থানীয়রাও ভুল করে থাকে। তাই গ্রামার বই দূরে রেখে মাঝে মধ্যে Listening, Writing, Reading, Speaking স্কিল শেখা উচিৎ।

৮) ভুল থেকে না হয় যেন ভয় 

গ্রামারের রুল আর শব্দ এক সাথে করে বাক্য গঠন করা সব সময় সহজ না। কথা বললে ভুল করতে পারেন - এই ভয় যেন আপনাকে দমিয়ে না ফেলে। বরং যতো বেশি কথা বলবেন তত ভুল কম করবেন। 

তাছাড়া, কোনো কিছু শিখতে গিয়ে ভুল করেনি এমন মানুষ আমার জানা মতে নেই। 

৯) শিখুন সবার কাছ থেকে 

ইংরেজি শুধু বই এবং শিক্ষকদের কাছ থেকে শেখা যাবে - এমন নিয়ম কিন্তু দুনিয়ার কোথাও নেই। ইংরেজি জানে এমন যে কারো কাছ থেকে ইংরেজি শেখা সম্ভব। আপনার কাছ থেকে যদি কেউ বাংলা শিখতে চায় আপনি কি রাগ করবেন? একদমই না, বরং আপনি হয়তো আরও খুশি হবেন। তাই কখনো অন্য কারো কাছ থেকে ইংরেজি শিখতে কখনো দ্বিধাবোধ করবেন না।

সব কথার মূল কথা হলো, শুধু পড়তে থাকলেই চলবে না। সারা দিন পড়ার চেয়ে স্মার্ট ভাবে পড়া কিন্তু সব সময়ই অধিক কার্যকর। এ কারণে বলা হয়, 'LEARN SMART, NOT HARD!'


Writer:- Munzereen Shahid
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner