Movie : Orphan (2009) (Must watch)
Genre: Mystery/Thriller (এটা কোন হরর মুভি না কিন্ত এই ধরনের মুভি হরর এর চেয়েও বেশি কিছু)
Cast: Vera Farmiga, Isabelle
IMDb : 7/10
Personal Rating : 9/10
Run Time : 2 hours 3 minutes
মুভিটি নরওয়ের এক দম্পতির সাথে ঘটে যাওয়া ভয়ংকর একটি ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছিল।অতএব এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি মুভি। অামি যখন দেখেছিলাম তখন অবশ্য এটা জানতাম না! জানার পর আরো ভয় লেগেছিল যে হুট হাট যাকে তাকে বিশ্বাস করা উচিত না!
যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। শুরুটা একদম সাদামাটা ভাবে হলেও যতই দেখতে থাকবেন ততই এক্সাইটমেন্ট বাড়তে থাকবে যে শেষে গিয়ে কি হয়! কিন্ত শেষ অবধি যা হয় তা আসলে আমার ভাবনার বাইরে ছিল। রীতিমত শক খেয়েছিল যে সর্ষের মধ্যে ভূত!
স্পয়লার নাই
কেট ও জন দম্পতির এক ছেলে এক মেয়ে। তাদের তৃতীয় সন্তান গর্ভাবস্থাতেই মারা গেলে কেট ভীষণ ভাবে ভেঙ্গে পরেন।শুরু করেন মদ্যপান। এক পর্যায়ে তারা সিন্ধান্ত নেন বাচ্চা দত্তক নিবেন। অনাথ আশ্রমে গিয়ে তারা Esther নামের ৯ বছর বয়সী একটি মেয়েকে দত্তক নেন। সে অন্য সব বাচ্চাদের চেয়ে আলাদা ছিল। চুপচাপ থাকত সব সময় আর ছবি আঁকাতে ভীষণ পারদর্শী ছিল। কেট ও জনের Esther কে পছন্দ হলে সে তাদের সাথে তাদের বাড়িতে চলে যায়।তারপর? বাকিটা জানতে মুভিটা দেখে ফেলুন। এমন মাস্টারপিস মুভি ফেলে রাখা উচিত না।
Writer:- Suraia Bethe