> The Invisible Guest - Mario Casas - Barbara Lennie - Movie Review
-->

The Invisible Guest - Mario Casas - Barbara Lennie - Movie Review

If twisted thriller movie had a face!! (Highly recommended movie)

Movie : The Invisible Guest (2016) 
Genre: Mystery, Thriller 
Country : Spain
Language : Spanish (Bsub And Esub available on subscene)
Casts: Mario Casas, Barbara Lennie, Ana Wagner
Release Date: 23 September, 2016 
IMDb Rating: 8.1/10
Personal Rating: 9/10

এই মুভিটি অনেকদিন ধরে দেখি দেখি করেও কেন দেখি নাই জানি না! একজন থ্রিলার লাভার হিসেবে এটা অবশ্যই আমার আরো আগেই দেখাই উচিত ছিল।গত রাতে মুভিটি দেখার পর জাস্ট থ মেরে গিয়েছিলাম যে পুরো মুভিটা এভাবে ঘোল খাইয়ে ছাড়ল? একদম শুরু থেকে শেষ অব্ধি টুইস্টের পর টুইস্ট। যাকেই কালপ্রিট ভাবছিলাম প্রতিবারই তা ভুল প্রমাণিত হচ্ছিল।কোনভাবেই বুঝতে পারছিলাম না কে করল,কিভাবে করল,কেনই বা করল? আসলে হচ্ছে টা কি? সবমিলিয়ে বলব যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই এই মাস্টারপিসটি দেখতে ভুলবেন না।আর হ্যাঁ কমেন্ট সেকশনে আমাকে এমন কিছু টুইস্টেড থ্রিলার মুভি সাজেস্ট করুন।

বি.দ্র‍্য :- এটার হিন্দি রিমেক Badla মুভিটা।যারা দুটোর কোনটাই দেখেন নাই তাদেরকে বলব The invisible guest টাই দেখতে।অরিজিনাল মুভি দেখার মজাই আলাদা। আর সবার এক্টিং এত্ত জোশ ছিল যে পুরো মুভিতে থ্রিলিং আর কনভিউশনের ঠেলায় একবারে শেষ না করে উঠতেই পারি নাই।

স্পয়লার নাই

আদ্রিয়ান ডরিয়া একজন নামকরা সফল তরুণ ব্যবসায়ী যে কিনা তার প্রেমিকা লওরা কে খুনের দায়ে ফেঁসে যান! ডরিয়া অনেক বেশি প্রভাবশালী হওয়ায় তিনি শহরের সবচেয়ে নামকরা এক উকিল ভার্জিনিয়া গুডম্যানকে নিয়োগ দেন যিনি তার ৩০ বছরের ক্যারিয়ারে কখনো কোন কেস হারেননি। অার এটি ছিল তার ক্যারিয়ারের সর্বশেষ কেস তাই ভার্জিনিয়া গুডম্যান সর্বোচ্চ চেষ্টা করবেন কেসটি জিতে ডরিয়াকে নির্দোষ প্রমাণ করার জন্য।এমনটাই অাশা করেছিলেন অাদ্রিয়ান ডরিয়া। তো একদিন রাতে গুডম্যান ডরিয়ার সাথে সাক্ষাৎ করতে যান কিভাবে তাকে নির্দোষ প্রমাণ করা যায় সেসব নিয়ে অালাপ অালোচনা করতে। তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকেন।এরপর একের পর এক রহস্য উদঘাটন হতে থাকে। শেষমেষ কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে অাসার মতন ঘটনা ঘটে। তাই দেরি না করে ঝটপট দেখে ফেলুন। অার হ্যাঁ, সত্য কখনো চাপা থাকে না। অাজ হোক কিংবা কাল তা কোন না কোন ভাবে প্রকাশ পাবেই!



Writer:- Suraia Bethee
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner