কপালের কেন্দ্রবিন্দুতে সামান্য একটা টিপও ঠিকমতো সামলাতে পারোনা,
বাঁকা করে ফেল রোজ।
আবার এসেছ ভালবাসার গোলাপ হাতে!
তুমি প্রেমিকা হবে কিভাবে?
অগোছালো এক শাড়ির কুঁচিতে পুরো পৃথিবীর অনিয়ম,
পথের ধুলো ঝাড়ু দেয় আঁচল।
এতটুকু বিভ্রাট মানিয়ে গুছিয়ে চলতে জানোনা,
আমায় নিয়ে নাকি স্বপ্নের রাজ্য সাজাবে!
তুমি প্রেমিকা হবে কিভাবে?
গলিত লাভার মতো টগবগে রাগ তোমার
বরফজলে ডুবিয়ে ফেলতে জানোনা,
নিমিষেই পুড়িয়ে দাও প্রতিশ্রুতির কুঁড়েঘর।
এসেছ ভালবাসার প্রাসাদ তুলবে বলে,
তুমি প্রেমিকা হবে কিভাবে?
তুচ্ছ কথায় গাল ফুলিয়ে বসে থাকো,
ঠোঁট কেঁপে উঠে ডাগর অভিমানে।
মলিন মুখজুড়ে ভরা অমাবস্যার ঘোর অন্ধকার,
ফুঁপিয়ে ফুঁপিয়ে উথলে উঠে বাঁধভাঙা জোয়ার।
এক বুক জলোচ্ছ্বাসে প্লাবিত হউ
আবার বলো আমায় নিয়ে সমুদ্রে যাবে!অদ্ভুত কথা!
তুমি প্রেমিকা হবে কিভাবে?
শুকনো পাতার মতো মড়মড়ে তোমার ধৈর্য্য
শিশির বিন্দুসম কষ্ট সহ্য হয়না,
আমি যে মাত্রাহীন উদাসী
আমায় সহ্য করবে কিভাবে?
তুমি প্রেমিকা হবে কিভাবে?
শোনো, এত নিশ্চুপ কেন তুমি?
কবে তোমার নরম আঙুলের স্পর্শে
আমার লাগামহীন বাক্যস্রোত থামিয়ে দেবে?
কবে অপলক চোখে বিরামহীন কন্ঠে বলবে
"ভালবাসি, ভালবাসি, ভালবাসি!"
সামান্য একটা টিপ পড়ার পরও সেটা আবার যত্ন করে রাখি,
তুমি তো গোঁটা একটা মানুষ,
আর তুমি বলো,তোমার যত্ন নিতে পারবো না?
আলমারিতে সব কাপড়্গুলো সুন্দর করে গুছিয়ে রাখি,
আর তুমি বলো,তোমার জীবন গুছাতে পারবো না??
কোন তরকারিতে কি লাগবে সেটা আগে থেকেই বুঝে যাই,আর তুমি বল,
তোমার মন বুঝতে পারবো না?
কলমের উপর বিশ্বাস করে পরীক্ষার হলে যাই,আর তুমি বলো,
তোমায় বিশ্বাস করতে পারবো না?
শাড়ীর কুচিঁগুলোকেও আগলে আগলে হাঁটি,আর তুমি বলো,
তোমায় আগলে রাখতে পারবো না?
বিড়ালটাকে চোখের আড়াল হতে দেই না,আর তুমি বলো,
সারাজীবন তোমায় চোখে চোখে রাখতে পারবো না??
চুলের খোঁপাটাও শক্ত করে বেধে রাখি,আর তুমি বলো,
তোমায় বেঁধে রাখতে পারবো না?
সামান্য মেকাপের সামগ্রীতে আমার মন আটকে থাকে, আর তুমি বলো,
তোমায় মনে আটকে রাখতে পারবো না?
এসব তো সামান্য ব্যাপার মাত্র,
তাতেই আমার এতো টান।
তুমি তো আস্ত মানুষ একটা, আর তুমি বলো,
তোমায় ভালোবাসতে পারবো না?
লেখনী:- সাইমা ইসলাম প্রীতি