* সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিঃ-
* সাত মাসের গর্ভবতী মহিলার পেটের মধ্যে যখন জোরপূর্বক ধারালো কাঁচি নিক্ষেপ করে নবজাতক শিশু বাহির করা হয়। "ততক্ষণে" সেই নবজাতক শিশুটিকে মায়ের সামনে গলা টিপে হত্যা করা হয়। এবার ভেবে দেখুন কতটা মারাত্মক ও ভয়াবহ অত্যাচার হয়েছিল মহিলাটির উপর। কিন্তু কেন??? যা আজও রহস্যময়।
* প্লটঃ- কন্যা সন্তান ব্যতিত পুত্র সন্তানের জন্ম হলেই সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। শুধু তাই নয়। হাজারো মেয়ের বক্ষঃস্থল থেকে দুধ বাহির করে বাজারে প্রক্রিয়াজাতকরণ।
* লোককাহিনী:- থ্রিলার, রহস্যকাহিনি, নিঃসঙ্গতা ও কিডন্যাপার!
* মুভির রিভিউ সংক্ষেপে আলোচিতঃ
#মুভির শুরুতে দেখা যায়, অনেকগুলো মহিলাকে খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। যাদের উপর প্রতিনিয়ত জানোয়ারের মতো ব্যবহার করা হত। শুধু তাই নয়। তাদের সাথে দিনের পর দিন করা হতো শারীরিক ও মানসিক নির্যাতন। তার অপর রুমে দেখা যায়। অনেকগুলো যুবতীর বক্ষঃস্থলের উপর মিশিং প্রয়োগ করা হয়েছে। আসলে কিডন্যাপারের লক্ষ্য/উদ্দেশ্য হলোঃ যুবতীদের বক্ষঃস্থল থেকে দুধ সংগ্রহ করে বাজারে প্রক্রিয়াজাত করণ। "বলতে গেলে ওরা" এই দুধ থেকে মুখের ত্বকের জন্য ব্যবহৃত The Milk Of Life ক্রিম তৈরি করতো। এতে, কিডন্যাপারের প্রচুর টাকা ইনকাম হতো। তাছাড়া ওখানে "লুসিয়া" নামের একটি মহিলা ডাক্তারকে দেখা যায়। যিনি এক সপ্তাহ পর পর প্রতিটা মহিলাকে খাঁচা থেকে বাহির করে সেকআপ করেন। একদিন খাঁচার মধ্যে একটি সাত মাসের গর্ভবতী মহিলাকে পাওয়া যায়। তারপর সেই মহিলাটিকে খাঁচা থেকে বাহির করে জোরপূর্বক ডেলিভারি করা হয়। এতে দেখা যায়, পুত্র সন্তানের জন্ম দেওয়া হয়। ততক্ষণে, কিডন্যাপার বাচ্চাটিকে গলা টিপে হত্যা করে। কেননা, তাদের ব্যবসা ছিল মহিলাদের বক্ষঃস্থল নিয়ে। যদি পুত্র সন্তানের জন্ম হয়। সেই পুত্র সন্তান তাদের কাজে আসবে না। তাই তারা পুত্র সন্তানকে হত্যা করতো আর কন্যা সন্তানকে রেখে দিতো!
* এই মুভিটি রিভিউ করার মূল লক্ষ্য হলঃ প্রথমত এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। দ্বিতীয়ত মুভির কনসেপ্ট অনেক সুন্দর ছিল।
Movie Name: The Herd 2014
Author:- Arman Chowdhury