সেই বিকাল থেকে কুসুম শুধু নীরার পিছু পিছু ঘুরছে।একটা মানুষ পিছু পিছু ঘুরলে কেমন লাগে? নীরা মেনে নিলো।ঠিক আছে পিছন পিছন থাকবি, থাক।কিন্তু, এরকম মিটমিট করে হাসার কি আছে? আশ্চর্য! রেদোয়ান আসার পর থেকে নীরা যেখানে যাচ্ছে, কুসুমও সেখানেই যাচ্ছে।আর কিছুক্ষণ পর পর দাঁত কেলিয়ে হাসছে।অসহ্য,বিরক্তিকর সেই হাসি।হাসিতে যেন স্পষ্ট তাচ্ছিল্য। নীরা আর সহ্য করতে পারলো না এই অত্যাচার। কপাল কুঁচকে বললঃ" সমস্যা কী তোর?"
---" কোনো সমস্যা নেই তো।"
---" সমস্যা না থাকলে আমার পিছু পিছু ঘুরার মানে কী?আর ঘুরছিস ভালো কথা, এরকম অকারণে হাসছিস কেন?"
---"অকারণে হাসছি না।একটা কারণে হাসছি।"
---" কী কারণ? "
---" রেদু ভাইয়া ফিরে আসছে।"
---" তাতে তোর কী?"
---" আমার অনেক কিছু।আমি একটা বিয়ে খেতে পারব,বিয়ে উপলক্ষে কেনা-কাটা করতে পারব,শহরে একটা নতুন আত্মীয় বাড়ি হবে সেখানে বেড়াতে যেতে পারব...
কুসুমের কথা শুনে অবাক না হয়ে পারল না নীরা।এই মেয়ে এতো কিছু ভেবে ফেলেছে!কোথায় আছে কি,পান্তা ভাতে ঘি; হুহ! যত্তসব।নীরা কি ওকে বলেছে, ও এখন বিয়ে করবে!ও এখন কিছুতেই বিয়ে করবে না।বাবা-মা বললেও না।নীরা অনেক পড়বে,অনেক বড় হবে।যতটুকু বড় হলে আকাশটাকে ছোঁয়া যায়, ঠিক ততো।আহ! আকাশ কি ছোঁয়া যায়? না, হাত দিয়ে ছোঁয়া যায় না।তবে মন দিয়ে তো ছোঁয়া যায়।নীরা মানসিকভাবে ঠিক ততোবড় হবে যাতে মনের ভিতর পুরো আকাশটাকে পুরে ফেলা যায়।মানসিক পরিপক্কতাই তো সব।
---" এই নীরাপু,কী ভাবো?"
---" ভাবছি,তুই যে এতোকিছু ভাবছিস তাতো কিছুই হবে না।তোর ছোট্ট মনটা ভেঙে যাবে।কী হবে তখন তোর কুসুম?তুই একটা মন ছাড়া মানুষে পরিনত হবি।অবশ্য, তোকে কি আর তখন মানুষ বলা যাবে?যার মন থাকে না তাকে রোবট বলে।তোকেও আমরা তখন রোবট বলব,কুসুম রোবট। "
কুসুম ক্ষণিকের জন্য গাল ফুলালো।এই নীরাপুটা এমন কেন? কোনো পরিস্থিতি বুঝে না।কুসুম এতোদিন আল্লাহর কাছে কত দোয়া করল।প্রতি মোনাজাতে কেঁদে প্রার্থনা করল নীরার জন্য।নীরা বিয়ে ভাঙার পর যতোদিন নিজেকে একা ঘরে বন্দি করে রেখেছিল,প্রতিবেশিদের চিন্তার তোড়ে তাদের সামনে যেত না, হাসত না,খুব বেশি কথা বলত না;ততোদিন কুসুম কেঁদেছে।নীরার জন্য একটা ভালো ভবিষ্যতের দোয়া করেছে।কুসুমের সবসময়ই মনে হতো,রেদোয়ান নীরার জন্য ঠিক।একদম ঠিক।তাই, কুসুম রেদোয়ানের আগমনে এতো খুশি।কোনো বর্ষাদিন যদি নিয়ে আসে এতো খুশি,এতো আনন্দের বার্তা;তবে এরকম বর্ষা সবসময় থাকুক।বছরজুড়ে বর্ষা থাকুক,তার বর্ষণের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাক সবকিছু।
---" কুসুম,কুসুম।"
নীরার কন্ঠে বাস্তব থেকে ছিটকে এলো কুসুম।
---" বলো।"
---" এখন তুই কী ভাবছিস? তোর ছোট্ট মনের ভবিষ্যৎ পরিনতি?তাই বলছি,আগে আগে এতোকিছু ভাবিস না।এসব কিছুই হবে না।"
---" আমি অন্য একটা কথা ভাবছি,নীরাপু।"
---" কী?"
---" ভাবছি, তুমি অনেক আগে রেদু ভাইয়াকে নিয়ে যেই ভবিষ্যৎ বানী করেছিলে,তাতো সত্যি হলো না।তাহলে এখন যে বলছো,আমার ভাবনাগুলো সত্যি হবে না; এই কথা কি সত্যি হবে? মনে হয় না।তুমিই না জ্যোতিষগিরি ছেড়েই দেও।জ্যোতিষী হিসেবে তুমি খুব খারাপ।"
নীরা চরম বিরক্ত হলো।কুসুমের বাম পায়ের হাঁটুর নিচে পা দিয়ে লাথি মেরে বললঃ"রেদু ভাইয়ের চামচা,তুই আর কখনো আমার সাথে কথা বলবি না।কথা বলতে আসলে তোর পা ভেঙে দেব।ফাজিল মেয়ে।"
***
সন্ধ্যা ছয়টা।নীরাদের বাড়ির অবস্থা বেশ জমজমাট।জয়নব বেগম বরাবরই রেদোয়ানকে খুব ভালোবাসেন।তাই,রেদোয়ান আসাতে তিনি খুব খুশি।ছেলেটা প্রায় এক বছর পর পা রাখলো বাড়িতে।এতোদিন কোথায় কী খেয়েছে কে জানে!শুকিয়ে গেছে অনেক।রেদোয়ান বাড়ি ফিরেই সবার আগে জয়নব বেগমের সাথে দেখা করেছে।তিনি অবশ্য প্রথমে গাল ফুলিয়ে ছিলেন,বেশি কথা বলেননি।যেই ছেলে এক বছর পর যোগাযোগ করতে পারে,তার সাথে আবার এতো কীসের আদিখ্যেতা?কিন্তু এই ভাব বেশিক্ষণ বজায় রাখতে পারেননি।রেদোয়ান এতোদিন কোথায়, কীভাবে ছিল তার বৃত্তান্ত শুনে গলে গেছেন।খুটিয়ে খুটিয়ে দেখেছেন রেদোয়ানকে।ইশ! শহরে এই ছেলেটা খুব কষ্ট করেছে।তাই তো এমন হাল চেহারার।জয়নব বেগম রাতের খাবার রাঁধতে বসেছেন এখনি।অনেক কিছু রাঁধবেন।তাই তারই ব্যবস্থা করতে সন্ধ্যার দিকেই আসন গেড়েছেন রান্নাঘরে।
তওসিফের ঘরে সন্ধ্যার উত্তাল আড্ডা বসেছে।ইশরাক,রেদোয়ান, তওসিফ,ইরা,তোহা বসে আছে খাটের উপর।কুসুম দরজার আড়ালে দাঁড়িয়ে আছে,ওদের কথা শোনার জন্য।সে মনে মনে খুব বিরক্ত নীরার উপর।নীরাপু এতোটা ফাজিল! সে থাকলে কুসুম এখন ভিতরে যেতে পারতো।নীরা ঘরের ভিতর কি যেন করছে।সে এখন কিছুতেই বাইরে বের হবে না।অগত্যা কুসুম একাই এলো।ইশরাক, তওসিফ একা থাকলে কুসুমও অবলীলায় ঘরে ঢুকে যেত।কিন্তু, এখন রেদোয়ানের জন্য পারছে না।কুসুমেরও আজ রেদোয়ানের সামনে যেতে কেমন একটু বাধ বাধ ঠেকছে।সে সবসময়ই রেদোয়ানকে সাধু-সন্ন্যাসী ভাবত।কিন্ত,এখন কেন যেন এরকম ভাবতে ইচ্ছে করে না।সবসময় চুপচাপ থাকা রেদোয়ানের সামনে যেয়ে কুটিল হেসে বলতে ইচ্ছে করেঃ"এই যে রেদু ভাই,এতো নিরীহ ভাব নিয়ে কেন বসে আছেন?আপনি তো এতো শান্ত-ভদ্র নন।আপনি যে একটা বিড়াল-তপস্বী তা আমার জানা আছে।"
ইশরাকের মন এখন খুব ভালো।রিমাটা নিশ্চিত একটা জাদুকরী।ইশরাক কতকিছু ভেবেছিল।রিমার সাথে কথা বলবে না,ইশরাকের রাগ ভাঙাতে আসলে রিমাকে উপেক্ষা করে বাইরে চলে যাবে,আজ রাতে তওসিফের ঘরে ঘুমাবে এরকম আরো কতকিছু।কিন্তু তা আর হলো কই।রিমা যখন কাঁদো কাঁদো গলায় বললঃ"এবারের মতো মাফ করা যায় না?আর কখনো এমন করব না, কসম।"
ইশরাক আর পারলো কই রাগ করে থাকতে!ছোট্ট একটুখানি একটা মেয়ে ভুল করেছে।অবশ্য,খুব বেশি ভুল না।ঢাকা দেখতে গেছে।ওরই তো এখন বয়স সবকিছু ঘুরে দেখার।ইশরাক রাগ করেই ভুল করেছে।তাই সে রাগটুকু গিলে নিয়ে মুচকি হেসে বললঃ"কোথাও যাওয়ার ইচ্ছে হলে আমাকে আগে থেকে বলবে।হুটহাট আবদার করবে না।বুজেছো?যাও ঘুমিয়ে থাক কিছুক্ষণ। "
তওসিফ সামনে থাকা প্লেট থেকে একমুঠ মুড়ি মুখে দিয়ে বললঃ"এতোদিন কই ছিলেন রেদু ভাই?আপনার ফোনটাও বন্ধ ছিল। আমি অনেকবার কল করেছিলাম।"
---" আর বলো না।এই এক বছরে জাহান্নাম গেছে আমার জানের উপর দিয়ে।যেই বাসে উঠেছিলাম ঢাকা যাওয়ার জন্য,সেই বাস স্টেশনে পৌঁছে অন্য একটা বাসের সাথে এক্সিডেন্ট করল।আমি পিছনে ছিলাম বলে ক্ষতি একটু কম হয়েছে।হাত-পায়ে কাঁচ ঢুকে গেছিল।ভীরের মধ্যে মোবাইলটাও কোথায় হারিয়ে ফেললাম।পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগও নেই।বাস স্টেশনের পাশেই একটা ফার্মেসী ছিল, সেখানের লোকটা আমাকে ধরে নিয়ে গেল তার ফার্মেসীতে।কাঁচ বের করে দিল,প্রাথমিক চিকিৎসা যাকে বলে আরকি।বেশ কিছুক্ষণ বসে ছিলাম সেখানে।প্রায় ঘন্টাখানেক পর ভাইয়ার শালা এসেছিল সেখানে।আমি যেহেতু তাদের বাড়ি চিনিনা, তাই তাদের একজনের থাকার কথা ছিল বাস স্টেশনে।ভাইয়ার শালা না এলে খবর ছিল সেদিন আমার।পরে তাদের বাড়ি গেলাম,বেশ অমায়িক তারা।টাকা ছিল না বলে সিম তুলতে পারলাম না।অন্যদিকে, তোমার বা ইশরাক ভাইয়ার নাম্বারও মুখস্ত নেই।তাই, যোগাযোগ করতে পারিনি।"
ইশরাক চিন্তিত স্বরে বললঃ"তারপর, চাকরি হয়েছিল তোমার?"
---" সেই আরেক মসিবত।যেই কোম্পানিটা আমার টার্গেট ছিল, সেখানে টিকলাম না। অভিজ্ঞতা ছাড়া সেখানে কেউ যোগদান করতে পারে না।আরেকটা যেই কোম্পানি ছিল, সেটাতে টিকলাম।তবে চাকরি অস্থায়ী। ওই কোম্পানির একটা শাখা আছে চট্টগ্রামে। আমার পোস্টিং পরলো সেখানে।এক বছর পর তারা কাজের রেকর্ড দেখবে।কাজ যদি ভালো হয় তবেই চাকরি স্থায়ী হবে,বেতন বাড়বে।চাচ্চু টাকা পাঠিয়েছিল সেই মাসে।সেগুলো খরচ করে নতুন সিম কিনলাম,মোবাইল কিনলাম,চট্টগ্রামে থাকার ব্যবস্থা করলাম।কি একটা অবস্থা,ভাই! আমি সেখানে রাস্তা-ঘাট কিছু চিনিনা,খাবার খেতে পারিনা,আবহাওয়া সহ্য হয়না। অসুখে পড়লাম প্রথম মাসেই,অথচ দেখার মতো কেউ নেই।অনেক কষ্টে মানিয়ে নিয়ে রাত-দিন খেটে কাজ করেছি।চাকরি স্থায়ী হলো,বেতন বাড়লো।এই লক-ডাউনে অফিস বন্ধ থাকবে,তাই ভাবলাম গ্রাম থেকে ঘুরে আসি।অফিস থেকে আজ ছুটি নিয়ে বাস স্টেশনে এসেছি,দেখি রিমা ভাবি দাঁড়িয়ে আছে।তার পাশে দুটো লোক।ঘটনা কি তা বোঝার জন্য এগিয়ে যেতেই বুঝলাম, ভাবির বোন-জামাই ওই ছেলের সাথে পাঠাতে চাইছে।ব্যাপারটা ভালো লাগলো না।তাই ভাবির অনুমতি নিয়ে তার টিকেট কাটলাম আমার সাথেই।তারপর একসাথে পাড়ি দিয়ে আসলাম এতোটা পথ।"
তওসিফ এঁটো হাত ধুতে ধুতে বললঃ" এখন কোথায় আছেন?ঢাকা নাকি চট্টগ্রাম? "
---" চট্টগ্রামে আছি।তবে ঢাকায় আসার জন্য আবেদন করেছি।লক-ডাউনের পরে বোঝা যাবে কি হয়।"
---" ভাই,বিয়েটা এবার করে ফেলেন।আপনার একজন সঙ্গী প্রয়োজন এখন।একা একা কি মানুষ থাকতে পারে?"
রেদোয়ান মুচকি হাসলো।কুসুম দরজার আড়াল থেকে সেই হাসি দেখে নিজেও হাসলো।কুসুমের মনে হচ্ছে রেদোয়ান এখন মনে মনে বলছেঃ" তোমার বোনটাকে বিয়ে দেও আমার কাছে।আমি তো রাজিই আছি।"
***
নীরা রান্নাঘরে যাচ্ছে।এতোক্ষণ ইচ্ছে করেই ঘরে বসে ছিল।ভালো লাগছে না কিছু।একদিকে রেদোয়ানের সামনে যেতে অস্বস্তি হচ্ছে,অন্যদিকে কুসুমের প্যানপ্যানানি। কুসুমের কথা শুনে নীরার মনে হচ্ছে, রেদোয়ানের প্রতি দূর্বল না হওয়া একটা পাপ।কুসুমের কথাই হচ্ছে---" তার মতো এতো ভালো মানুষ তোমাকে এতো ভালোবাসে, তুমি কেন বাসবে না?"
নীরা আশ্চর্য হয়ে যায় এই মেয়ের কথা শুনে।সে কুসুমকে বুঝাতেই পারে না,একপাক্ষিক কোনো সম্পর্ক হয় না। এ কি জোর-জবরদস্তি নাকি?
নীরা উঠোনের মাঝে যেতেই দেখা হয় রেদোয়ানের সাথে।অন্ধকার হলেও চিনতে অসুবিধা হয়না নীরার।দুজনেই হয়তো একটু থমকে যায়।বিকালের পর এই প্রথম দেখা।রেদোয়ান মুচকি হেসে বলেঃ" ভালো আছো, নীরা।"
নীরা নিজেকে সামলে নেয়।অস্বস্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুচকি হাসে।
---" জ্বি,ভাইয়া।আপনি ভালো আছেন?"
---" হ্যাঁ। বিকেলের পর আর দেখলাম না তোমাকে।কোথাও গেছিলে?"
---" না,ভাইয়া।ঘরেই ছিলাম।আপনি কোথায় যাচ্ছেন?আপনার ঘরে?"
---"হ্যাঁ। ঘরটা একটু ঘুরে দেখব।"
---" ঠিক আছে,দেখুন।আমি ইরাকে বলছি ঘরের তালা খুলে দিতে।"
নীরা সামনে পা বাড়ালো। মনে মনে ধন্যবাদ দিল রেদোয়ানকে।ভদ্র-সভ্য মানুষটাকে সামনাসামনি ধন্যবাদ দিতে ইচ্ছে করছে,সে কোনো অস্বাভাবিক আচরণ করেনি বলে।নীরা দু-পা এগিয়ে যেতেই পিছু ডাকলো রেদোয়ান।নীরা পিছু ফিরতেই দেখলো রেদোয়ান দু-পা এগিয়ে এসেছে।এগিয়ে এসে ফিসফিস করে বললঃ" তুমি কি এখনো বাংলা দ্বিতীয় পত্রে অনেক কাঁচা নীরা?"
আহ! অস্বস্তিরা চক্রবৃদ্ধি হার ফিরে এসেছে।নীরা কোনো উত্তর না কতে দ্রুত পায়ে রান্নাঘরে ছুটে গেল।সবাই ঠিকই বলে,পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই।
নীরার ঘরের জানালা দিয়ে বাড়ির পিছন দিকটা দেখা যায়।নীরাদের বাড়ির পিছনে ছোট-খাটো একটা বাঁশঝাড় আছে।আর আছে কিছু কচুগাছ।লম্বায় এরা বোধহয় একহাত।নীরা বিছানায় শুয়ে একমনে সেদিকে চেয়ে ছিল।একটু আগে বৃষ্টি হয়েছে।একদম মুষলধারে বৃষ্টি। বৃষ্টি থামার পরের সময়টুকু নীরার খুব ভালো লাগে।চারপাশটা কেমন ধোয়াশা হয়ে যায়! মনে হয় যেন কুয়াশা। একদম ঘোলা ঘোলা একটা পরিবেশ।নীরা যখন ছোট ছিল, তখন এরকম পরিবেশ দেখলে ভাবতো তার বোধহয় চোখে সমস্যা দেখা দিচ্ছে।নাহয় ঘোলা কেন দেখবে সব? তারপর একটু বড় হয়েই বুঝলো, নাহ তার চোখে সমস্যা নয়।এটা প্রকৃতিরই আরেক রূপ।নীরা মাঝে মাঝে অবাক হয়ে যায় প্রকৃতির এতো রূপ দেখে।এতো রূপ একসাথে নিজের মাঝে কী করে ধরে রাখে?
বৃষ্টির পানিতে ভিজে বাঁশপাতা ও বাঁশগাছ একদম চকচক করছে।কচুপাতাগুলোর উপর পানি জমে আছে।এবড়োথেবড়ো মাটিতে কাদা জমে গেছে।আর কিছুক্ষণ বৃষ্টি হলে নিশ্চিত পানি জমে যেত।নীরার নাকে ধাক্কা দিচ্ছে ভিজা মাটির গন্ধ।ভিজা মাটির গন্ধটা কি সুন্দর!নীরার খুব পছন্দ।তাই বৃষ্টির পরেই নীরার খুব ইচ্ছে করে, মাটি জড়িয়ে শুয়ে থাকতে।যাতে এই সুন্দর গন্ধ নীরার শরীরেও একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে যায়।
অনেক সময় পর নীরার ঘরে কুসুম এলো।কাঁথা জড়িয়ে শুয়ে থাকার কারণে সে ভেবেছিল নীরা বোধহয় ঘুমিয়ে আছে।তাই ভাবলো চলে যাবে।কিন্ত,যাওয়া হলো না আর।পিছন থেকে কুসুমকে ডাক দিল নীরা।
---" চলে যাচ্ছিস যে?"
---" তুমি ঘুমাও নি?"
---" নাহ।কিছু বলবি?"
নীরা উঠে বসলো শোয়া থেকে।কুসুমও খাটের কিনারায় এসে বসলো।কুসুমের চেহারাটা একটু শুকনো শুকনো ঠেকছে নীরার কাছে।কী ব্যাপার? বাড়িতে কি আবার কিছু ঘটলো নাকি?
---" তোর চেহারা এমন দেখা যায় কেন?মন খারাপ? নাকি বাড়িতে কিছু হয়েছে?"
---" কিছু হয়নি।বাড়িতে ঝামেলা হলে তোমার কানে আসতো না?"
---" তবে?"
---" তুমি অনেক নিষ্ঠুর নীরাপু।"
নীরা অবাক হয়ে গেল।ও কি প্রশ্ন করলো আর এই মেয়ে কি উত্তর দিচ্ছে।নীরা চিন্তিত মুখে ডান হাতের তালু চেপে ধরলো কুসুমের কপালে।
---" জ্বর এসেছে নাকি তোর?এরকম উল্টা পাল্টা কথা বলছিস কেন?"
কুসুম নিজের কপাল থেকে নীরার হাত সরিয়ে দিল।গলায় ক্ষোভ তুলে বললঃ"আমি ঠিকই আছি।কিন্তু, তুমি ঠিক নেই।কীহয় রেদু ভাইয়ার সাথে বিয়েতে রাজি হলে?জানো এই এক সপ্তাহে তার চেহারার কী হাল হয়েছে?আজকে আবারো মেজ কাকার সাথে কথা বলতে গেছে সে।মেজ কাকার সেই এক কথা।তার মেয়ে রাজি হলে সেও রাজি হবে।মানে, আমি অবাক হয়ে যাই।মেহরাবের মতো একটা হতভাগার সাথে যখন বিয়ে ঠিক করলো,তখন তো মেয়েকে জিজ্ঞেস করেনি।এখন রেদু ভাইয়ার সময়ই সব নিয়ম! যত্তসব।যাইহোক, রেদু ভাইয়া আজ চলে যাবে।তবে যাওয়ার আগে তোমার সাথে একবার কথা বলতে চায়।বলেছে বিকালের দিকে একটু পুকুর পাড়ে থাকতে।"
---" কোথায় যাবে সে? লক-ডাউনে কি ঢাকা যেতে পারবে?"
কুসুম মুখ ঝামটা দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বললঃ"সে কথা তুমি জেনে কী করবে?তোমাকে যা বলা হয়েছে, তাই করো।ভুলেও কিন্তু ঘুমিয়ে যেয়ো না।যদি বিকালে পুকুর পাড়ে না থাকো,খবর আছে তোমার।সবকিছুতে তোমার খামখেয়ালি আমি মোটেও সহ্য করব না।"
নীরা কুসুমের হম্বিতম্বি দেখে অবাক হয়ে গেল।দুজনের মাঝে বড় কে?পৃথিবীতে আগে কে আসলো?আর আজ জোর কে দেখিয়ে গেল? আশ্চর্য! কুসুমটাও একদম অবুঝ।কিছু বুঝে না।
এই একসপ্তাহ যাবৎ নীরাদের বাড়ির পরিবেশ অনেকটাই এলোমেলো।দিন কয়েক আগে, রেদোয়ানের চাচা কামরুল সাহেবের কাছে ফোন করেছিল।প্রথমে নীরার বাবা খুব অবাক হয়েছিলেন।রেদোয়ানের চাচাকে তিনি দেখেছিলেন বহু বছর আগে।প্রায় ঊনত্রিশ বছর হবে বোধহয়।সিলেট যাওয়ার পরে আর কখনো দেখা হয়নি তার সাথে।তাই এতো বছর পর যোগাযোগ করায় অবাক হওয়ারই কথা।রেদোয়ানের চাচা বেশ অনেক্ষন কথা বলেছেন।প্রথমে ভালো-মন্দ জিজ্ঞেস করলেও পরে আসল কথায় আসেন।এতো বছর পরে যোগাযোগের মূল কারণ হলো নীরা।নীরা ও রেদোয়ানের বিয়ের কথা বলার জন্যই তিনি মূলত ফোন করেছিলেন।কামরুল সাহেব ভালো -মন্দ কিছু বলেননি।শুধু বলেছেন সবার সাথে আলোচনা করে পরে জানাবেন।সেদিন রাতে এ বিষয়ে সর্বপ্রথম তিনি আলোচনা করেন জয়নব বেগমের সাথে।সারাদিনের কাজ-কর্ম শেষে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছিলেন সবে।কামরুল সাহেব আগে থেকেই ছিলেন বিছানায়।জয়নব বেগম শুয়ে পড়ার কিছুক্ষণ পর গলা ঝেরে বললেনঃ" জয়নব,ঘুমাইছো?"
---" উঁহু। "
---" একটা কথা কইতাম তোমারে।"
---" কী?"
---" আসলে রেদোয়ানের কাকায় আজকে ফোন দিসিলো বুঝছো...
---" রেদোয়ানের কাকায়!"
---" হ।হেয় কল দিসিলো রেদোয়ানের লগে আমগো নীরার বিয়ার ব্যাপারে কথা কইতে।হের ইচ্ছা রেদুর বউ হিসাবে আমগো নীরারে নিব।"
সহসা কথাটা বোধগম্য হলো না জয়নব বেগমের।কয়েক সেকেণ্ড পরে যখন পুরো কথাটা বুঝলেন বিস্ময়ে উঠে বসলেন।
---" কী কইতাছেন আপনে?সত্যি?"
---" হ।রেদুর চাচায় তো তাই কইলো।আর আমার কী মনে হয় জানো?"
---" কী?"
---" রেদুই রেদুর চাচারে দিয়া কথা কওয়াইছে।নাহয়,হেয় তো নীরারে দেহেও নাই।এমনকি নীরার ব্যাপারে জানারও কথা না তার।"
জয়নব বেগমেরও মনে হলো তার স্বামীর কথাই ঠিক।তিনি চিন্তিত স্বরে বললেনঃ" কী কইছেন আপনে? আগের বারের মতো এবারেও কথা দিয়া ফালাইছেন? বিয়ার ডেট কবে?"
জয়নব বেগমের গলায় স্পষ্ট তাচ্ছিল্যের সুর।কামরুল সাহেবের ভিতর অনুশোচনা দেখা দিলো।ঘরের বাতি জ্বালানো থাকলে জয়নব বেগম তার কথার জন্য লজ্জিত হতেন।কারণ, অতীতের এক ভুলের জন্য তার দূর্বল স্বামীর চোখ ফেটে দু-ফোটা জল গড়িয়ে পরলো যে।কামরুল সাহেব গলা ঝেরে বললেনঃ" আমি কিছু কই নাই।কইছি সবার লগে আলাপ কইরা জানামু।এহন তোমার কী মত?"
---" দেহেন,রেদু বাবা অনেক ভালো।তারে নিয়া আমার মনে কোনো সন্দেহ নাই।হের কাছে মাইয়া বিয়া দেওন যায়।কিন্তু,নীরা কী রাজি হইব?আর আমারো এতো ছোট বয়সে মাইয়া বিয়া দিতে মন চায় না।এহন দেহেন আপনে কী করবেন।"
জয়নব বেগম সব ভার দিয়ে দিলেন কামরুল সাহেবের উপর।কামরুল সাহেব আর কি করবেন? সবার সাথে আলোচনায় বসলেন।আরো একবার খাবার ঘরে নীরার বিয়ে নিয়ে কথা উঠলো।দেখা গেল, এবারে কেউ জোর দিয়ে কিছুই বলছেনা।সবার এক কথা।" মাইয়া তোমার, তুমি ভাইবা দেখ।তবে,পোলা ভালো।দিলে খারাপ হইব না।"
কামরুল সাহেব চোখে যেন সর্ষে ফুল দেখছেন।আশ্চর্য! কেউ একটু জোর দিয়ে কোনো মত দিতে পারছে না।গতবার এক ভুলের কারণে তিনি এখনো মেয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেন না।অথচ,আজ এতো বড় এক কাজের ভার তার একাই নিতে হবে!কি করে নেবেন তিনি সিদ্ধান্ত? যদি ঊনিশ-বিশ হয়? নাহ,ভাবতে পারেন না তিনি।চিন্তায় মাথা ব্যাথা হয়ে যায়।জানটা যেন বেড়িয়ে যাবে এই ব্যাথায়।কামরুল সাহেবকে এই অকূল পাথার থেকে উদ্ধার করে ইশরাক।সে বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলেঃ" মেজ কাকা, এখন এমন একটা অবস্থা হয়েছে; তুমি জোর দিয়ে কিছু বলতেও পারবে না আবার বিষয়টা ঝুলিয়েও রাখতে পারবে না।পাড়া-পড়শীর কথাও খেয়াল রাখতে হবে।তারা তো নীরার সামনেই যত্তসব ফাউল কথা বলে।ওর মনেও কিন্তু প্রভাব ফেলে কথাগুলো।তুমি এক কাজ করতে পার,এই বিষয়টা আপাতত নীরার উপর ছেড়ে দেও।নীরা রাজি থাকলে বিয়ে হবে,না থাকলে হবে না।এমনিতে, রেদুরও যখন মত আছে বিয়েতে। রেদুও তো খুব ভালো ছেলে।তুমি ভেবে দেখ।"
কামরুল সাহেব যেন বাঁচলেন।অকূল পাথারের তীরের দেখা পেলেন অবশেষে।ইশরাকের প্রতি অত্যধিক খুশি হয়ে খাবার ঘরে সবার সামনে জোরে জোরেই দোয়া করে দিলেন।
---" তুই বাঁইচা থাক,বাবা।বছরের মাথায় আল্লাহ তোর ঘরে একটা ফুটফুটে সন্তান দেক।"
খুবই ভালো দোয়া।তবে, শ্বশুর-শ্বাশুড়ি,দেবর সবার সামনে এমন খোলামেলা দোয়া করায় খুবই লজ্জা পেল রিমা।আলগোছে বেড়িয়ে গেল ঘর থেকে।
জয়নব বেগম ইনিয়ে বিনয়ে নীরাকে জিজ্ঞেস করলেন মতামতের কথা।নীরা অনেকটাই নিশ্চিত ছিল, তাকে এ বিষয়ের সম্মুখীন হতে হবে।তাই ভাবলেশহীনভাবে বললঃ" আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই, আম্মা।আমি কি তোমাদের উপর বোঝা হয়ে গেছি, যে একটার পর একটা বিয়ের সম্বন্ধ আনতে হবে?
এরপর আর কোনো কথা থাকে না।জয়নব বেগম বেড়িয়ে গেলেন ঘর থেকে।"নীরা বিয়েতে রাজি নয়"--- এই কথা রেদোয়ানের কানে গেল আজ সকালে।এই কয়েকদিন খুব অস্বস্তিতে ছিল সে।কয়েকমাস আগে নীরার বিয়ে ভেঙেছে, এই কথা শুনেছে রেদোয়ান। মনে মনে অসখ্য ধন্যবাদও দিয়েছে মেহরাবকে।ছেলেটা কী উপকারটাই না করল! তবে,রেদোয়ান একটু চিন্তায় ছিল নীরার পরিবার নিয়ে।তারা রাজি হবে কি হবে না।কিন্তু,আজ সকালে যখন রেদোয়ান শুনলো নীরা রাজি না বলে বিয়ে হবে না ; তখন অসহ্য বিরক্তিতে সারা শরীর অবশ হয়ে যাওয়ার উপক্রম। নীরার ভাগ্য ভালো সে রেদোয়ানের সামনে ছিল না।থাকলে নিশ্চিত রেদোয়ান তাকে মাথায় তুলে একটা আছাড় মারতো।এই মেয়ে কি জানে না রেদোয়ানের দূর্বলতার কথা?কয়েকদিন আগেই তো নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল।তখন কোথায় ছিল এসব কথা? নীরা কি রেদোয়ানকে বিয়ে পালানো ছেলে ভেবেছে? আশ্চর্য হয়ে যায় রেদোয়ান।কার জন্য এতোদিন অচেনা শহরে মাটি কামড়ে ছিল?দিন-রাত এক করে কাজ করলো কার জন্য?সবতো নীরা ও তার একটা সুন্দর ভবিষ্যতের জন্যই।নীরা কি কোনো অনুভূতিই বোঝে না? এসবের কোনো মূল্য নেই তার কাছে?ইশ! কি হৃদয়হীনা।এরকম একটা মেয়ের প্রেমেই কেনো পরতে হলো রেদোয়ানকে? এতো মানবী না। এ এক মানুষের শরীরধারী রোবট।
***
আসবে না আসবে না করেও নীরা অবশেষে এসেই পরলো পুকুর পাড়ে।শুধু শুধু একটা বিষয়কে তো আর ঝুলিয়ে রাখলে চলে না।তবে, নীরা অস্বস্তিতে মনে হয় এগোতেই পারছে না।রেদোয়ান একসময় তার গৃহ শিক্ষক ছিল।এমন একটা মানুষের সাথে প্রেম-বিয়ে বিষয়ক কথা বলা সত্যিই অস্বস্তিকর। নীরা বুঝতে পারে না,রেদোয়ানকেই কেন তার প্রেমে পড়তে হলো।আপনি গৃহশিক্ষক, আপনি থাকবেন আপনার মতো।আপনাকে কেন ছাত্রীর প্রেমে পড়তে হবে? আপনাকেই কেন পা পিছলাতে হবে?
নীরা পুকুর পাড়ে পৌঁছে দেখলো, রেদোয়ান আগে থেকেই সেখানে উপস্থিত।জামগাছে হেলান দিয়ে বসে আছে।নীরা কাছে যেয়ে গলায় হালকা কাশি তুললো।
---" আসসালামু আলাইকুম, ভাইয়া।আপনি আমাকে আসতে বলেছিলেন।"
রেদোয়ান নীরার দিকে ব্যাথিত চোখে তাকালো।লাল রঙা জামায় তাকে কি সুন্দর দেখাচ্ছে!তারমানে লাল বেনারসিতেও তাকে খুব ভালো দেখাবে।দীর্ঘশ্বাস ফেললো রেদোয়ান। মেয়েটা কেন বোঝে না?
---" হুম,দেখা করতে বলেছিলাম তোমাকে।তুমি বোধহয় বুঝতে পেরেছো,আমি কেন ডেকেছি।"
---" জ্বি।"
---"তুমি রাজি না কেন?"
নীরা একটু থমকে গেল।সরাসরি এইরকম একটা প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।
---" আসলে,ভাইয়া আমি এখন রাজি না।আমি আগে পড়াশুনা শেষ করতে চাই।তার আগে বিয়ের কথা ভাবতে চাই না।"
কপাল কুঁচকে ফেললো রেদোয়ান। বিয়ের পরে ওকে পড়তে দেবে না,একথা কখন বলল রেদোয়ান?মেয়েটা কত বেশি বোঝে,ভাবা যায়!
---" এই বন্ধে পড়েছ?"
---" জ্বি।"
মিথ্যে কথা বলায় জিভে দাঁত কাটলো নীরা।এই বন্ধে পড়াশুনা তো দূরের কথা, বইগুলো কোথায় রেখেছে তাই খেয়াল নেই।তবে,একদিক দিয়ে সুবিধা রেদোয়ানতো এখন আর ওকে পড়া জিজ্ঞেস করবে না।মনে মনে খুশিই হলো নীরা।কিন্তু,ওকে অবাক করে দিয়ে রেদোয়ান বললঃ" ঠিক আছে, তাহলে বলো প্রত্যয় কাকে বলে?সমাস কত প্রকার?অংশীদারী ব্যবসায়ে অংশীদারদের কয়ভাগে ভাগ করা যায়?বিজ্ঞাপন কাকে বলে? যৌথ মূলধনী ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরনী ছকে কী কী লিখতে হয়? মোডিফায়ার বর্ণনাসহ বুঝিয়ে দেও আমাকে।কাম্য জনসংখ্যা তত্বের মূলকথা কী?"
নীরার মাথা ঘুরিয়ে যাওয়ার অবস্থা।কোন বিষয় নিয়ে প্রশ্ন করা বাকি রাখলো?ঠিক আছে,আবেগে নাহয় বলে ফেলেছে একটা মিথ্যে কথা। তাই বলে এতোগুলো প্রশ্ন একসাথে করতে হবে!আশ্চর্য মানুষ একটা।নীরা আমতা আমতা করে বললঃ" এখন কি আমার এতোকিছু মনে আছে?একবার রিভিশন দিতে পারলে ঠিকই সব পারতাম।"
---" ওমা,তুমি না পড়াশোনার জন্য বিয়েতে রাজি হচ্ছো না।তাহলে, এখনি পড়াশোনার এই অবস্থা।এই অবস্থা নিয়ে পড়াশোনা শেষ করতে চাও! তুমি দেখছি খুবই ফাকিবাজ মেয়ে।ভাবে বিশ্বাসী কিন্তু কাজে নও।"
নীরা মুখ ফুলালো।রেদোয়ানের কথায় স্পষ্ট তাচ্ছিল্য। নীরা মুখ ভোঁতা করে বললঃ"আমার বিয়ে-টিয়ে ভালো লাগে না রেদু ভাই।এসব অসহ্যকর।তাই আমি রাজি না।"
ঘরপোড়া গরু সিঁদূরে মেঘ দেখলে ডরায়--- একটা প্রবাদ আছে না।নীরার এখন সেই দশা।রেদোয়ান মনে মনে প্রমাদ গুনলো।যা ভয় পেল ঠিক তাই।বড় একটা শ্বাস ফেলে বললঃ" শোনো নীরা,তোমাকে কিছু কথা বলি।খুব মনোযোগ দিয়ে শুনবে।আমরা যাদের সাথে কথা বলি,একসাথে চলি বা যাদেরকে বিশ্বাস করি-- তারা কি সবাই আমাদের বিশ্বাসের মর্যাদা রাখে? রাখে না কিন্তু।কেউ আমাদের প্রত্যাশার চাইতে বেশি করে আবার কেউ চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়।তুমি এক্ষেত্রে কী করবে? বিশ্বাসঘাতকতার সামনাসামনি হলে বিশ্বাস করাই ছেড়ে দেবে? কাউকে বিশ্বাস করবে না?"
---" কেন করব না? সব মানুষ সমান নাকি?"
---" কিন্তু, তুমি তো এই কাজটাই করছো।মেহরাব বিশ্বাসঘাতকতা করলো বলে তুমি আমায় বিশ্বাস করছো না।এটা কি ঠিক হচ্ছে? তুমি কি আমার দূর্বললতার কথা জানতে না? কয়েকমাস আগে যদি আমি এরকম প্রস্তাব নিয়ে আসতাম,তখন কি তুমি নিষেধ করতে?মেহরাবের সময় কিন্তু তুমি নিষেধ করনি।"
নীরা ভেবে দেখলো।সত্যি, কয়েকমাস আগে হলে বিষয়টা বাবা-মায়ের উপরেই ছেড়ে দিত।কিন্তু, এখন পারছে না।নীরা মিনমিন করে বললঃ"আমার প্রতি আপনার যেই অনুভূতি আছে,আপনার প্রতি আমার তা বিন্দুমাত্রও নেই।এক্ষেত্রে আমি কী কতে পারি?"
---" বোকার মতো কথা বলো না।বাংলাদেশে কয়টা লাভ ম্যারেজ হয়? বেশিরভাগই তো এরেঞ্জ ম্যারেজ।সেক্ষত্রে,ছেলে- মেয়ে একে অন্যকে চিনেই না।তবুও তারা বিয়ে করে।শোনো নীরা,বিয়ে করার জন্য খুব বেশি অনুভূতির প্রয়োজন হয়না।অনুভূতিদের দরকার পরে সংসারে।এরেঞ্জ ম্যারেজে কি মানুষ সংসার করে না?"
উত্তরে কিছুই বলল না নীরা।চুপচাপ মানুষটা এতো কথা বলতে যানে!রেদোয়ান আবারো বলা শুরু করলো---" তৈরি হওয়া অনুভূতির চাইতে,তৈরি করে নেওয়া অনুভূতিরা বেশি সুন্দর।এক্ষেত্রে, কোনো খাদ থাকে না।প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না।তুমি কি বুঝতে পারছো নীরা?এটা অনেকটা আবিষ্কারের মতো।আবিষ্কারের প্রতি যেমন মানুষের একটা ঝোঁক থাকে,আকর্ষণ থাকে ; এক্ষেত্রেও অনেকটাই এরকম হয়।প্রতিদিন আমরা একে অন্যকে ভিন্নভাবে দেখব,চিনব,জানব।আমাদের মধ্যে কোনো বাধা থাকবে না।তবে,একটু হয়তো সংকোচ থাকবে।আমাকে একটু একটু করে আবিষ্কারের সময় হয়তো তুমি আনন্দ পাবে অথবা কখনো বিরক্ত হবে আবার কখনো রোমাঞ্চিত হবে।সবটা জেনে নেওয়ার পর কী বলবে তুমি নীরা?হয়তো বলবে আপনি খুব ভালো অথবা বলবে আপনি খুবই খারাপ একটা মানুষ।আমি তখন কী করব জানো? মাথা ঝুকিয়ে বলব-- ঠিকাছে, তুমিই ঠিক।"
নীরা যেন কল্পনায় সব দেখলো।একমুঠো স্বপ্নের সুন্দর একটা ছবি।আচ্ছা,এরকম হয়? কথাটা ভেবে নিজেকেই আবার উত্তর করলো নীরা--" হবে না কেন? নিশ্চয়ই হয়।ইশরাক- রিমাই তো এর জ্বলজ্বলে উদাহরণ। হঠাৎ করেই নীরার খুব ভালো লাগলো।নীরার কিশোরী বয়সের আবেগী মন।এ বয়সে সবই ভালো লাগে।নীরার এখন সেই দশা।রেদোয়ানের কথাগুলো শুনতে তো খারাপ লাগছে না বরং ভালোই লাগছে।
---" একটা বিয়ের মাধ্যমে শুধু একটা সম্পর্ক তৈরি হয়না নীরা।এখানে অনেককিছু পাওয়া যায়।একজন অভিভাবক,একজন বন্ধু।আমি কিন্তু অভিভাবক হিসেবে খারাপ নই, বন্ধু হিসেবেও খুব বাজে নই।আর দশটা সাধারন মানুষের মতো আমিও একজন সাধারন মানুষ।স্বাভাবিকভাবেই আমি তোমাকে ভালোবাসি নীরা।আমি তোমাকে পেতে চাইব এটা যেমন স্বাভাবিক একটা বিষয়,তেমনি তুমি ধরা দেবে না এটাও স্বাভাবিক বিষয়।এখানে জোরজবরদস্তি নেই।আমি আবেদন করলাম।সিদ্ধান্ত তোমার।হয় তুমি গ্রহণ করবে নাহয় প্রত্যাখান করবে।এখন তুমিই বলো কি করব আমি? অপেক্ষা করব নাকি ঢাকা চলে যাব?"
সহসা কোনো উত্তর করতে পারলো না নীরা।" প্রত্যাখ্যান " শব্দটা তার কানে ঝুমঝুম করে বাজতে লাগলো।নীরা জানে প্রত্যাখানের কষ্ট।তাছাড়া,রেদোয়ান খুব ভালো একজন মানুষ।আরেকজনের দোষের শাস্তি কি তাকে দেওয়া যায়?চিন্তায় পরে গেল নীরা।রেদোয়ান এতক্ষণ কোনো কথা বলেনি।সময় দিয়েছে নীরাকে।কিন্তু, এখন তার মনে হলো আর সময় দেওয়াটা উচিত হবে না।এই মেয়ে এমনিতেই বেশি বুঝে।আবার কি থেকে কি ভেবে বসবে।রেদোয়ান দু-পা এগিয়ে গেল।নরম কন্ঠে বললঃ"একটা কবিতা শুনবে নীরা?আমার নিজের লেখা?"
নীরা মাথা নেড়ে সায় দিলে রেদোয়ান ভরাট গলায় আবৃত্তি করলোঃ
"আমার মন আঙিনায় রইলো
তোমার সাদর নিমন্ত্রণ,
আমার সর্বস্ব জুরেই হোক
তোমার অবাধ বিচরণ।"
এ যেন ছন্দ নয়,আবিষ্কারের নিমন্ত্রণ। নীরার হঠাৎ করেই খুব লজ্জা লাগতে শুরু করলো।কই এতোদিন তো এরকম হয়নি।রেদোয়ান কি একরাশ লজ্জার বীজ বুনে দিলো,কবিতার নাম করে?নীরার ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে।
---" প্রিয় নীরা,ভালোবাসি। "
আহ! আবারো লাগামছাড়া কথা-বার্তা।নীরা আর পারবে না দাঁড়িয়ে থাকতে।পা ভেঙে আসছে।নীরা হঠাৎ করেই দু-হাতে মুখ ঢেকে নিচু স্বরে বললঃ"আমি কিছু জানি না রেদু ভাই।আপনি আব্বা- আম্মার সাথে কথা বলেন।তারা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই।তবে একটা কথা,বিয়ে ছাড়া আমি আর আপনার সামনে দাঁড়াতেই পারব না।আপনাকে দেখে আমার খুব লজ্জা করছে।"
লজ্জা পেলে কে এতো কথা বলে?রেদোয়ান অদ্ভুত সুন্দর করে হাসলো।সেই হাসিতে মিশে ছিল একরাশ প্রাপ্তি ও সুখ।নীরা কিন্তু সত্যিই আর দাঁড়ালো না।একছুটে ঘরে চলে গেল সেখান থেকে।
যাত্রাবাড়ি থানার মোড় থেকে একটু দক্ষিণ দিকে এগিয়ে গেলেই একটা সরু গলি। সেখানে একটা সাত তলা ধূসর রঙা বাড়ি আছে।এই বাড়ির দোতলায় দুটো ফ্ল্যাট।যেই ফ্ল্যাটের বারান্দা বাড়ির পিছন দিকে,সেই ফ্ল্যাটেই থাকে নীরা-রেদোয়ান দম্পতি।দু-রুমের মাঝে একটুখানি ডাইনিং স্পেস।সেখানে চার চেয়ারের ছোট্ট একটা টেবিল পেতে রাখা।তার পাশেই মাঝারি আকারের একটা মেরুন রঙা ফ্রিজ।বড় রুমটা নীরা-রেদোয়ানের শোবার ঘর হিসেবে ব্যবহৃত হয়। বিশাল জানালার পাশে সেগুন কাঠের একটা খাট।খাটের পাশে ছোট্ট টেবিল।টেবিলের উপর অগোছালোভাবে বরফ গলা নদী,দত্তা ও গৃহদাহ ;এই তিনটে বই রাখা।রেদোয়ান গত রাতে পড়েছিল বইগুলো।তারপর আর গুছিয়ে রাখা হয়নি।টেবিলের পাশে বারান্দার দরজা।দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রেদোয়ান।পরনে একটা স্পোর্টস ট্রাউজার ও কালো রঙের টি-শার্ট।রেদোয়ানের চোখে-মুখে কেমন একটা অসহায়ত্বের ভাব।সন্ধ্যা হওয়ার সময় হয়ে এসেছে।হুজুর মাগরিবের আজান দিলো বলে।অথচ,এখনো ঘরের জানালাগুলো লাগানো হয়নি,বিছানাটা গোছানো হয়নি,ড্রেসিং টেবিলের উপরটা অগোছালো,টেবিলে বইগুলো এলোমেলো।এই কাজগুলো সবসময়ই নীরা করে।কিন্তু,আজ করবে না।নীরা বারান্দায় বসে আছে।শুধু বসে আছে বললে ভুল হবে। মোজাইক করা বারান্দায় লেপ্টে বসে মিনমিনিয়ে কাঁদছে।তার চুল এলোমেলো, পরনের সবুজ রঙা শাড়ির বিশাল আঁচলটা গড়াগড়ি করছে নয়নতারা গাছের টবের উপর।রেদোয়ান ঘড়ির দিকে তাকিয়ে গলার স্বরকে একটু গম্ভীর করে নিল।
---" এবার বেশি বেশি হয়ে যাচ্ছে নীরা।তাড়াতাড়ি ঘরে এসো।মশা কামড় দিবে ওখানে।"
নীরা কিন্তু কানেও নিলো না কথা।যেরকম বসে ছিল, সেরকমই বসে রইলো।রেদোয়ান আরো একবার অসহায় চোখে তাকালো বউয়ের দিকে।এবার তার রাগ লাগছে কিছুটা।একটা মানুষ এতো একগুঁয়ে হয়!রেদোয়ান বড় বড় দুটো শ্বাস নিয়ে রাগ গিলে নিলো।এখন রাগ করার সময় নয়।বারান্দার দরজার সামনে থেকে ঘরে এসে মাথায় টুপি চাপিয়ে দিলো।আজান হচ্ছে চারিদিকে। দ্রুত হাতে ঘরের জানালাগুলো লাগিয়ে দিলো। আরো একবার বারান্দার দিকে তাকিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল নামাজের উদ্দেশ্যে।
নীরা দরজা লাগানোর শব্দ পেয়ে ধরাম করে উঠে দাঁড়ালো মেঝে থেকে।ইশ! অভিনয় কীভাবে করে মানুষ।এই কতক্ষণ অভিনয় করে বারান্দায় বসেই নীরার জান যায় যায়। ঘরমে,ঘামে শরীর সিদ্ধ হওয়ার অবস্থা।তার উপর আছে যাত্রাবাড়ির বিখ্যাত মশার কামড়।নীরা দাঁড়িয়ে আগে অগোছালো চুলগুলো হাতখোপা করে নিলো।রেদোয়ান নামাজে গেছে। এই সময়টুকুতেই যা করার করতে হবে।নীরা দ্রুতপায়ে ঘরে ঢুকে আগে ঘর ঝাড়ু দিলো।বালিতে চিকচিক করছে ঘর।তারপর,নামাজ পড়লো,তরকারি গরম করলো।সেই সকালে রেধেছে।এখন গরম না করলে নষ্ট হয়ে যাবে।এসব কাজ শেষ করে নীরা শোবার ঘরের পাশে যেই ঘরটা আছে, তার জানালার কাছে যেয়ে দাঁড়িয়ে রইলো।এখান থেকে রাস্তা দেখা যায়।রেদোয়ান যখনই এপথ দিয়ে আসবে,নীরা আবার দৌড়ে বারান্দায় চলে যাবে।নীরা এবার খুব রাগ করেছে রেদোয়ানের উপর।লোকটা অত্যন্ত বাজে।
তিনদিন ধরে নীরা-রেদোয়ানের মনোমালিন্য চলছে।যেমন-তেমন না একেবারে কঠোর মনোমালিন্য। দুজন দুজনকে বয়কট করেছে।কথা বলে না,একসাথে খায় না।এমনকি নীরা না ঘুমানো অবদি রেদোয়ান বিছানাতেও আসে না।তাদের এমন অবস্থার পিছনে বড়সড় একটা কারণ আছে।রেদোয়ান সবদিক দিয়েই খুব ভালো,কিন্তু একদিক দিয়ে খুব খারাপ।সে কখনো নীরাকে অনেকদিনের জন্য গ্রামে যেয়ে থাকতে দেয়না।হয়তো অফিস ছুটি দিলে নিজে নিয়ে যায় অথবা নীরা একা গেলে দু-তিনদিন পরেই আবার নিয়ে আসে।নীরা মেনে নিলো রেদোয়ানের এই বদঅভ্যাস।কোনোকিছুই সম্পূর্ণ ভালো হয় না।তেমনি রেদোয়ানের সব স্বভাব ভালো হবে না, এটাই স্বাভাবিক। সেদিন ইশরাক ফোন করেছিল নীরাকে।ইশরাকের একটা ছেলে হয়েছে এক বছর আগে।তার মুসলমানি করাবে এক সপ্তাহ পর।যেহেতু,বংশের বড় ছেলে তাই সবার ইচ্ছে একটু বড় করে অনুষ্ঠান করবে মুসলমানিতে।তাই নীরাকে কয়েকদিন আগেই চলে আসতে বলেছে ইশরাক।নীরা খুব খুশি হলো।অনেকদিন হলো গ্রামে বেড়াতে যাওয়া হয়না।সেই হেমন্তে গিয়েছিল,নতুন চালের পিঠা খেতে।এরপর, মাঘ মাসে যাওয়ার কথা ছিল।কিন্তু, নীরার প্রথম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কারণে আর যাওয়া হয়নি।এবার,অনুষ্ঠানের অজুহাতে দু-তিন সপ্তাহ বেড়াতে পারবে নীরা।অবশ্য,নীরা একটু চিন্তায় ছিল রেদোয়ান যেতে দেবে কি দেবে না তা নিয়ে।তাই রেদোয়ান অফিস থেকে আসার পর সেদিন নীরা খুব নরম কন্ঠে সবটা জানালো রেদোয়ানকে।কাতর কন্ঠে অনুরোধ করলো, এবার যাতে দু-তিন সপ্তাহের জন্য যেতে দেয় বাড়িতে।কিন্তু ফাজিল লোকটা কী বলল? নীরার নাক ডানহাতে টেনে দিয়ে বললঃ"অনুষ্ঠান হলে অবশ্যই যেতে হবে তোমাকে।"
নীরা খুব খুশি হলো।বাহ! শুরুতেই রাজি।আজ সূর্য কোনদিকে উঠলো? কিন্তু, রেদোয়ানের পরের কথা শুনে মাথায় রক্ত উঠে গেল নীরার।নীরার নাক ছেড়ে রেদোয়ান ঘর থেকে বেড়িয়ে যেতে যেতে বললঃ" অনুষ্ঠানের দু'দিন আগে চলে যেয়ো।অনুষ্ঠানের দিন আমি যাব,তখন আমার সাথে চলে এসো।ইশরাক ভাই আমাকেও ফোন দিয়েছিল।"
বিরক্তিতে নীরার সারা শরীর ঝিমঝিম করে উঠলো।কি হয় একটু বেশি দিনের জন্য বেড়াতে গেলে? নীরা কি ঘর-বাড়ি মাথায় তুলে নিয়ে যাবে? এরপর দুজনে কিছুক্ষণ তর্কাতর্কি করলো,তারপরেই শুরু একে অন্যকে বয়কট।সেই রাতে একসাথে খায়নি দুজনে,কথা বলেনি,এমনকি নীরার সাথে রাগ করে পাশের ঘরে যেয়ে শুয়ে পরেছিল রেদোয়ান।সারারাত কেউ ঘুমায়নি।নীরা-রেদোয়ান দুজনেই অন্তর্মখী।তাদের যত কথা দুজনের সাথে।নীরা সাধারণত বাইরে কারো সাথে তেমন একটা মিশে না।সারাদিনের সব কথা জমিয়ে রাখে তারপর রেদোয়ান বাড়িতে এলে তার সামনে সব উগরে দেয়।এই তিনদিন দুজনের কেউই একে অন্যের সাথে কথা বলেনি।নীরা ঘরের কাজ ঠিক মতো করেনি,পড়তে বসেনি।বেশিরভাগ সময় বারান্দায় বসে থাকতো।নীরা এবার পণ করেছে কিছুতেই রেদোয়ানের কাছে হার মানবে না।এই লোক যা করবে তাই সবসময় মেনে নিতে হবে কেন?
রেদোয়ান মসজিদ থেকে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো রাস্তায়।বাড়িতে যেতে ইচ্ছে করছে না।তার বউটা এতো বোকা! রেদোয়ানের ভালো লাগে না নীরা বাড়ি গেলে।পুরো ঘরটা কেমন খালি হয়ে যায়।খালি ঘরে থাকতে ইচ্ছে করে না,খেতে ইচ্ছে করে না,ঘুমাতে ইচ্ছে করে না।তাই, সচরাচর রেদোয়ান নীরাকে গ্রামে যেতে দেয় না।নীরাও প্রতিবার মেনে নেয়।তাই,এবারেও রেদোয়ান ভেবেছিল সবসময়ের মতো নীরা মেনে নেবে।কিন্তু,কে জানত নীরা এবার ভয়াবহ বিদ্রোহ শুরু করবে? রেদোয়ান কি এবার বেশি বেশি করছে? তার উপর কালকে আবার গ্রাম থেকে তওসিফ আসবে।একটু আগে তওসিফ ফোন করে জানালো।ও যদি দেখে ওদের দুজনের এই অবস্থা,তবে কি বিশ্রি একটা পরিস্থিতি তৈরি হবে।নাহ,ঝামেলা আর বেশিদিন চলতে দেওয়া যাবে না।যেভাবেই হোক আজ নীরার সাথে কথা বলতেই হবে।বউয়ের রাগ ভাঙানোর জন্য রেদোয়ান দু-পা এগিয়ে পাড়ার মোড়ের ভাজা ভুরির দোকানেত কাছে গেল।নীরার এটা খুব পছন্দ।শুধু ভুরি ভাজা না রাস্তার পাশে যেই অস্বাস্থ্যকর খাবারগুলো বিক্রি করে তার সবই নীরার পছন্দ।কিন্ত,রেদোয়ানের এগুলো একদম ভালো লাগে না।রাস্তার সব ধুলো- বালি লেপ্টে থাকে খাবারের সাথে।তাছাড়া,এই যে ভুরিগুলো ভাজছে তা মরা গরুর নাকি জ্যান্ত গরুর তা কে বলতে পারবে? তেলটাও নিশ্চয়ই বাসি।এগুলো খাওয়া কি উচিত?
তবুও, আজ রেদোয়ান বেশ খানিকটা ভুরি ভাজা কিনলো।বউয়ের মনটা যদি একটু ভালো হয়।রেদোয়ানকে বাড়ির রাস্তায় দেখে আবারো বারান্দায় চলে গেল নীরা।চুলগুলো খুলে দিল।আপাতত রাত পর্যন্ত এই অভিনয় চালিয়ে যেতে হবে।নীরার বারান্দায় হরেক রকম গাছ আছে।একটা নয়নতারা গাছ,ক্যাকটাস গাছ,গোলাপি রঙা টাইম ফুলের গাছ,পাথরকুচি গাছ আর ছোট্ট একটা লেবু গাছ।বারান্দাটা নীরার খুব পছন্দ।রেদোয়ান যখন বাড়িতে থাকে না তখন নীরা এখানে বসে থাকে।ছুটির দিনের বিকালবেলাতে রেদোয়ানসহ বসে।নীরা বসে থাকে বলেই রেদোয়ান দুটো ছোট্ট বেতের চেয়ার এনেছে।কি দরকার ঠান্ডা মেঝেতে বসার? যদি ঠান্ডা লেগে যায়?
প্রকৃতিতে বর্ষা চলছে।টানা কয়েকদিন বৃষ্টির পর আজ সকাল থেকে বৃষ্টি ছিল না।নীরার ঢাকার বৃষ্টি ভালো লাগে না।এই বৃষ্টিতে কোনো প্রাণ নেই।টিনের চালে ঝুমঝুম করে বৃষ্টিরা পরে না,ভিজে মাটির গন্ধ পাওয়া যায় না,গাছ চকচক করে না।অবশ্য,আশেপাশে তো গাছই নেই।নীরা মাঝে মাঝেই ভাবে,ঢাকায় গাছ এতো কম অথচ মানুষ কত বেশি।এতো মানুষের অক্সিজেন আসে কোথা থেকে?রেদোয়ান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল।টুপিটা খুলে এঘর -ওঘর ধুপধাপ করে হাঁটা শুরু করলো।শব্দ করে প্যাকেট থেকে ভুরি ভাজা বের করে রাখলো।উদ্দেশ্য, বউয়ের দৃষ্টি আকর্ষণ। কিন্তু,বেশ কিছুক্ষণ পরেও যখন দেখলো নীরার কোনো নাম-গন্ধ নেই;তখন খুব হতাশ হলো রেদোয়ান।আশ্চর্য! এইটুকুই তো একটা শরীর।এই শরীরে এতো রাগ আসে কোথা থেকে?রেদোয়ান ধীর পায়ে বারান্দার দরজার কাছে দাঁড়ালো।গলাটাকে নরম করে কথাগুলো সাজিয়ে নিলো।তারপর মৃদু স্বরে ডাক দিলো নীরাকে।
---" নীরা।"
নীরা কথা বলল না।রেদোয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে আরো দু'বার ডাকলো।
--- " নীরা,নীরা।"
---" কথা বলবেন না আমার সাথে।"
---" আচ্ছা,এরকম করার কী আছে?আমি কি তোমাকে নিয়ে কোথাও যাই না?সুযোগ পেলেই তো নিয়ে যাই।"
রেদোয়ানের কথায় ফুসে উঠলো নীরা।কি মিথ্যুক!এমনভাবে বলছে যেন,নীরাকে সব জেলা ঘুরিয়ে দেখিয়েছে।তাছাড়া,গ্রামের বাড়ি আর অন্য কোনো জায়গা কি এক?নীরা অভিমানী গলায় বললঃ"অফিস থেকে ট্যুরে গেলে নিয়ে যান।দুবার কক্সবাজার আর একবার সাজেক, এই তিনবার ঘুরতে নিয়ে গেছেন।তাছাড়া,গ্রামের বাড়ি আর এসব জায়গা কি এক হলো?আর কোনোদিন আমি আপনার সাথে ঘুরতে যাব না।গ্রামেও যাব না।বাসায়ই থাকব।কিন্তু, আপনার সাথে কথাও বলব না।"
কথা বলবে না বলেও কত কথা বলে ফেলল।মেয়েটা আসলেই পাগল।রেদোয়ান আস্তে আস্তে পা ফেলে বারান্দায় চলে আসলো।লেপ্টে বসে পরলো নীরার সাথে।নীরার কাঁধ জড়িয়ে বললঃ" আচ্ছা,আর রাগ করো না।যেয়ো গ্রামের বাড়িতে।"
---" না, দুদিনের জন্য কিছুতেই যাব না আমি।বাড়িতেই থাকব।দেখি আপনার হাত সরান।দূরে যেয়ে বসেন।শরীরের সাথে চিপকে বসে আছেন কেন?যান,ওদিকে যান।"
রেদোয়ান সরে গেল না।বরং, আরো এগিয়ে গেল।
---" উফ! দূরে যান তো গরম লাগে।"
---" গরম লাগলে এখানে বসে আছো কেন?ঘরে যাও।"
---" আপনি যান।আমি যাব না ঘরে।"
---" আমিও যাব না।"
নীরা নাক ফুলিয়ে তাকালো রেদোয়ানের দিকে।রেদোয়ান হালকা হেসে নাক টেনে দিল।এটা খুবই বাজে অভ্যাস তার।সময়ে -অসময়ে নীরার নাক ধরে টানবে।
---" আর রাগ করতে হবে না।তওসিফ আসবে কালকে।ওর সাথে চলে যেয়ো।যেই কয়দিন থাকতে ইচ্ছে হয় থেকো। বেড়ানো শেষ হলে আমাকে ফোন দিয়ো।আমি যেয়ে নিয়ে আসব।"
চকচক করে উঠলো নীরার চোখ।মনে মনে খুব খুশি হলে উপরে দেখালো না।অবিশ্বাসের সুরে বললঃ" মিথ্যে আশা দেবেন না।আপনি যে আমায় যেতে দেবেন না, তা আমি খুব ভালো করেই জানি।শুধু মিথ্যে কথা বলার দরকার নেই।"
---" আরে,মিথ্যে বলছি না। সত্যিই বলছি আমি।"
---"এহ!"
রেদোয়ান চোখ ছোট ছোট করে তাকালো।সমস্যা কী এই মেয়ের? নীরার কেন যেন মনে হচ্ছে রেদোয়ান সত্যিই তাকে যেতে দেবে।তবুও, একবার নিশ্চিত হওয়ার জন্য বললঃ" সত্যিই যেতে দেবেন?"
---" হুম।"
---" কসম "
---" আমার মুখের কথা বিশ্বাস হয়না?"
---" হয়, তবুও বলেন আল্লাহর কসম।"
---" আচ্ছা,আল্লাহর কসম এবার তোমাকে আমি যেতে দেব।"
খুব খুশি হলো নীরা।আনন্দে মাথা এলিয়ে দিল রেদোয়ানের কাঁধে।তিনদিন পরে, এই প্রথম নীরার মাথায় বিলি কেটে দিলো রেদোয়ান।
---"তোমার চুলে ময়লা হয়েছে।শ্যাম্পু করো না কেন?"
---" কালকে করব।তওসিফ ভাইয়ের সাথে কী কথা বললেন?"
---" এই, বাড়ির ভালো-মন্দ।একটা খবর দিল তওসিফ।"
---" কী?"
---" তোমার ক্রাশ চাঁদ সওদাগরকে নাকি আবারো তোমাদের বাড়ির আশেপাশে দেখা যায়।"
---" আমার ক্রাশ?"
---" ক্রাশই তো।চাঁদ সওদাগর তোমার বাল্য বয়সের ক্রাশ ছিল।মেহরাবকে তোমার কাছে তার মতোই লাগতো।তারমানে, সেও তোমার ক্রাশ।"
---" এসব গাজাখুরি যুক্তি পেয়েছেন কই?"
---" আরে, এটা সত্যি।তওসিফের মুখে শুনেছি,তুমি নাকি নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেছিলে।"
---" এতো মিথ্যুক কেন আপনি? আপনার সব কথা আমি বিশ্বাস করি না।"
---" আচ্ছা, ঠিকাছে।করো না বিশ্বাস।কিন্তু, একটা কথা বলো মেহরাবের সাথে যদি তোমার বিয়ে হতো; তবে কেমন লাগতো তোমার?"
---" কেমন আর লাগতো।ভালো লাগতো।চাঁদ সওদাগরকে আমার খুব পছন্দ।ওনাকে তার মতো দেখা যায়,তাই তাকেও ভালো লাগতো।ওনার সাথে বিয়ে হলে আজ আপনার জায়গায় উনি থাকতো।"
রেদোয়ান কিছু বলল না।আরো ঝাপটে ধরলো নীরাকে।নীরার দম বোধহয় বন্ধ হয়ে আসবে। সে গা ঝারা দিয়ে বললঃ" আরে কি করছেন? সরুন তো।সেই কখন থেকে বলছি।আপনার জন্য ভুরি ভাজাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে।দেখি সরুন।"
---" গোল্লায় যাক তোমার ভুরি ভাজা।তোমার সাথে কখনোই মেহরাবের বিয়ে হতো না।"
---"কেন?"
---" তুমি সম্রাজ্ঞী। সওদাগরের সাধ্য নেই সম্রাজ্ঞীকে ভালো রাখার।সম্রাজ্ঞী শুধু সম্রাটের ভাগ্যেই থাকে।"
---" আপনি সম্রাট? "
রেদোয়ান বেশ ভাব নিয়ে বললঃ" আবার জিগায়।"
নীরা হাসে।মনে মনে প্রার্থনা করে, যাতে এই মানুষটার কাছে আমৃত্যু সম্রাজ্ঞীর আসনেই থাকতে পারে।
***
ইশরাকের ছেলের নাম আবদুল্লাহ আল সাইম।সাইমের মুসলমানি হয়েছে দু-দিন হলো।বেশ খাওয়া -দাওয়া হয়েছে বাড়িতে।নীরার এই জিনিসটা ভালো লাগেনি।পিচ্চিটা ব্যাথায় কাঁদলো আর বাড়িভর্তি মানুষ আনন্দে গান্ডে-পিন্ডে গিললো।এটা কি ঠিক হলো?রেদোয়ান এসেছিল কালকে।নীরা এসেছে একসপ্তাহ হয়েছে।গত শনিবারে তওসিফের সাথে বাসে উঠেছিলো। অফিস খোলা থাকায় রেদোয়ান কাল এসে আবার কালকেই চলে গেছে।নীরা পুকুর পাড়ে হাঁটছিল।শ্রাবণ মাস হলেও এখানে এখনো বৃষ্টি চোখে পরে নি নীরার।তার মেজাজ খারাপ হয়ে যায়।বর্ষাকালে যদি বৃষ্টি নাহয়, তবে কিসের বর্ষা?খরখরা মাটিতে একা একা হাঁটতে হাঁটতে নীরার মনে পরে যায় দু-বছর আগের বর্ষার কথা।দু- বছর আগে লকডাউনে নীরার বিয়ে হয়েছে।বাড়ির সবাই যখন জানতে পেরেছে যে নীরা রাজি,তখন বেশ খুশি হয়েছে সবাই।কামরুল সাহেবও চিন্তামুক্ত হলেন।প্রতিবেশীরা মুখ বাঁকালো।হুহ! এতিম ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় কে?তাছাড়া, বিয়ের পর থাকবে শহরে।মেয়েকে মেরে রেখে দিলেও দেখার কেউ নেই।শুভাকাঙ্ক্ষীর দলেরা নীরার কানের কাছে সময়ে অসময়ে এসে গুনগুন করতে লাগলো এসব বলে।তবে, জয়নব বেগম বেশিদিন এসব চালাতে দিলেন না।শক্তহাতে দমন করলেন এদেরকে।নীরার সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি ছিল কুসুম ও তওসিফ। তারা দুজনে আগে থেকেই রেদোয়ানের ভক্ত।তাই তাদের খুশি দেখে কে! লকডাউনে দোকান- পাট বন্ধ বলে বিয়ে উপলক্ষে খুব বেশি কিছু কিনতে পারলো না রেদোয়ান। একটা লাল বেনারসি পর্যন্ত না।অনেকগুলো দোকান ঘুরে একটা মাত্র শাড়ি পছন্দ হলো।হালকা বেগুনি রঙা একটা শাড়ি।আঁচলে সাদা বড় ফুল।সাদার মাঝে একটু সোনালী রঙের কাজও চোখে পরে।খুব ভালো লাগলো রেদোয়ানের।দ্বিগুন টাকা দিয়ে বিয়ের জন্য ওটাই কিনে নিলো।বিয়ের শাড়ি দেখে চোখ-মুখ কুঁচকে ফেললো কুসুম।সাহস করে রেদোয়ানকে জিজ্ঞেস করেই ফেললোঃ" বিয়েতে বেগুনী রঙ কে পরে?"
---" কেন শাড়িটা ভালো হয়নি।"
---"ভালো কিন্তু রঙটা কেমন যেন।"
---" আমার তো ভালোই লাগলো।একদম কস্তুরি ফুলের মতো।তোমার বোনের না কস্তুরি ফুল পছন্দ।তাই তার শাড়িও এরকম।"
তাই তো! নীরার তো কস্তুরি ফুল পছন্দ।অবশেষে এক রোদেলা বর্ষা দুপুরে নীরার বিয়েটা রেদোয়ানের সাথে হয়েই গেল।বিয়ের পর লকডাউন খুললে ছয়মাসের মতো তারা চট্টগ্রামে ছিল।নীরা এখানে এসে জ্বরে পরলো।আবহাওয়া সহ্য হয়নি তার।খাবারও খেতে পারতো না।আশেপাশের মানুষের কথাও বুঝতো না।কি একটা অবস্থা।রেদোয়ান খুব চেষ্টা করলো বদলির জন্য।রেদোয়ানের ভাগ্য ভালো।কাজের রেকর্ড ভালো হওয়ায় বদলি হয়েও গেল ঢাকা।ঢাকায় এসে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো নীরা।সেদিন থেকে আজ পর্যন্ত নীরারা জীবন কাটায় দূষিত, ব্যস্ত শহরে।
---" কি করো,নীরাপু?"
কুসুমের প্রশ্নে ঘোর কাটলো নীরার।
---" কিছু করি না।সাইম কী করে?"
---" ব্যথায় চিল্লায়।আচ্ছা, একটা কথা বলো।তুমি কি ভাইয়ার সাথে ঝগড়া কইরা আসছো?"
---"কেন?"
---" ভাইয়া তো তোমারে এতোদিন রাখে না।বগলদাবা করে নিয়া আসে আবার বগলদাবা করে নিয়া যায়।"
নীরা হাসে।রেদোয়ানের স্বভাব সবার জানা।কথায় কথা বাড়ে।নীরা- কুসুমের কথাও চলতে থাকে।কথার একফাকে নীরা প্রশ্ন করেঃ" মেহরাব ভাই নাকি আবার এদিকে আসে?"
মলিন হাসে কুসুম।
---" তুমি কার থেকে শুনলে?"
---" তওসিফ ভাই বললো।।"
---" সে যে আবার আমার জন্য বিয়ের প্রস্তাব দিছে ওইটা বলে নাই।গাধার বুদ্ধি দেখছো?"
কয়েক বছর আগে মেহরাবের চিঠি পড়ে নীরা আন্দাজ করেছিল, ভবিষ্যতে এমন কিছুই হবে।
---" বাড়ির সবাই কী বলেছে?"
---" বলেছে এ বাড়ির দিকে পা বাড়ালে পা ভেঙে রেখে দেবে।"
---" এরকম করার কি আছে? সে তো ভালো ছেলে।"
কুসুম অবিশ্বাসের চোখে তাকায়।তারপর অবাক কন্ঠে বলেঃ" বিয়ে পালানো ছেলেকে কেউ ভালো ছেলে বলে?বাড়ির সবাই রাজি হলেও তো আমি রাজি হব না।"
নীরার কুসুমকে সব বলে দিতে ইচ্ছে করে।আড়াই বছর আগে কুসুমের কারণেই নীরাকে প্রত্যাখান করেছিল মেহরাব।তবে বলে না।উল্টো প্রভাব পড়বে কুসুমের উপর।ওকে বুঝ দেওয়ার উদ্দেশ্যে বলেঃ"এক ভুল কি মানুষ বারবার করে?গতবার আমার সাথে যা করেছে তা তোর সাথে করবে না।মিলিয়ে নিস।"
---" পালানোর প্রতি মানুষের একটা নেশা থাকে,নীরাপু।দেখ না, ক্ষতি হবে জেনেও ছেলে-মেয়েরা স্কুল পালায়।যেই ছেলে তোমাকে ছেড়ে পালাতে পেরেছে,সে আমাকে ছেড়েও পালাতে পারবে।"
---" তবুও...
---" তুমি আমাকে এ ব্যাপারে বুঝিয়ো না, নীরাপু।তুমি শত বুঝালেও আমি বুঝবো না।"
নীরা আর বুঝায় না।ভবিষ্যতের সব নির্দিষ্ট করেই রাখা।সৃষ্টিকর্তা যেমন চাইবেন,মানুষের ভাগ্য সেদিকেই যাবে।এক্ষেত্রে, তাদের কোনো হাত নেই।ভবিষ্যতকে পরিকল্পনা করা যায়,কিন্তু পরিকল্পনায় বেধে রাখা যায় না।
নীরা গ্রামে এসেছে আজ নয়দিন।সকাল থেকেই ভালো লাগছে না কিছু।অস্থির লাগছে,পেট গুড়গুড় করছে।বৃষ্টি হচ্ছে কিন্তু নীরার দেখতে ভালো লাগছে না।কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না।শুধু ঢাকার সেই দু-কামরার ফ্ল্যাট ও রেদোয়ানের কথা মনে পরছে।সারা সকাল অপেক্ষা করলো নীরা।দেখাই যাক অস্থিরতা কমে কিনা।কিন্তু না,সময়ের সাথে সাথে তা বেড়েই চলছে।দুপুরের খাবার খাওয়ার আগে নীরা তাই ফোন দেয় রেদোয়ানকে।
---" আসসালামু আলাইকুম। কোথায় আপনি?"
---" বাড়িতে যাচ্ছি।কি খবর তোমার?"
---" ভালো না।সকাল থেকে আপনাকে খুব মনে পরছে,অস্থির লাগছে।একদিনের ছুটি নিয়ে চলে আসেন তো।আমি বাড়ি যাব।"
আর কথা বাড়ায় না নীরা। খট করে ফোন রেখে দেয়।রেদোয়ান মুচকি হাসে।এই নাকি সে তিন সপ্তাহ থাকবে!রেদোয়ান শপিং ব্যাগে একটা শার্ট নিয়ে পা বাড়ায় বাস স্টেশনের দিকে।বউটা আসলেই পাগল।আরো একবার বর্ষা দুপুরে নীরাকে বাড়ি ফিরাতে ছুটে গেল রেদোয়ান।
সমাপ্ত...
Writer:- হালিমা রহমান