'পুষ্পা- দ্য রাইজ' দেখলাম! একটা মিশ্র প্রতিক্রিয়া দেওয়ার মত অবস্থা হয়েছে!
প্রথমত মুভিটার যেই অংশটা মোটেই ভালো লাগেনাই, সেটা হলো পরিবেশের ক্ষতির ব্যাপারটাকে হিরোইকভাবে প্রমোট করা হয়েছে। মানে, জঙ্গলের সব চন্দনগাছ কেটে একাকার করে ফেলতেছে- ব্যাপারটা ভাল্লাগলো না!
দ্বিতীয়ত যেটা ভালো লাগে নাই, সেটা হলো এর জেন্ডার ইন্সেন্সিটিভিটি, এবং এইখানে একটা কনফ্লিক্টিং ব্যাপারও আছে। প্রথমে নায়িকাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে চুমু খাওয়ার অফার করে নায়ক (যদিও এইটা দুষ্টুমি ছিল এবং নায়িকাও পরবর্তীতে বিষয়টাকে পজিটিভ দিকেই নিয়েছে বলে জানায়), তারপর আবার সেইই এক ভিলেইনকে মারামারি করতে করতে 'নারীদের সম্মান করতে হয়' বিষয়ক জ্ঞান দেয়। বেশ কনফিউজিং!
সিনেমার মধ্যে যেটা ভালো লাগলো সেটা 'আল্লু আর্জুন'! সিনেমাটা এতটা হিট হয়েছে শুধুমাত্র আল্লুর এ্যাকশন দিয়েই। তাও যদিও কিছু জায়গায় অবাস্তব আননেসেসারি এ্যাকশন সিন ছিলো। তাও আমি মোটামুটি ভাও খেয়ে গেছি, পুরা মাথাই চলে না টাইপ...
সিনেমার গানগুলো মেলোডিয়াস হওয়ার কারণেই সিনেমা অর্ধেক উঠে গেছে। গানগুলোর জনপ্রিয়তাই সিনেমাটাকে অর্ধেক দাঁড় করিয়ে রেখেছিলো। ও আন্টাভামাভা গানটা আসলেই সুন্দর! এর অন্তর্নিহিত অর্থটা ভালো, তবে সামগ্রিক সিনেমার সাথে দ্বান্দ্বিক এবং অপ্রাসঙ্গিক!
সিনেমার শেষদিকে ফাহাদের আগমনটাও বাড়তি একটা স্পাইস দিয়েছে। মনে হচ্ছে পরবর্তী সিকুয়ালে তাদের মধ্যেকার ব্যাপারটা জমবে! দেখা যাক কী হয়।
বাণিজ্যক সিনেমাগুলো আসলে এমনই হয়! কিছু করার নাই! আবার অনেক কিছু করারও থাকে! দেখবা, মজা নিবা, পয়সা উসুল করবা! ব্যস! এর কাজ এতটুকুই!
Writer:- Meherun Nahar Meghla