Leave a message
> বিপর্যয়ে আঠারো
-->

বিপর্যয়ে আঠারো



আঠারোয় তারুণ্যের তীব্র সমাহার,
লোহিত কনিকাগুলো যেন ভিষণ দুর্নিবার।
আমি দেখব সেই তারুণ্যের অদম্য তেজ,,
স্পর্ধায় অহংকারের সংঘাত,
কিন্তু আমি দেখি রক্তপিপাসুর তৃষ্ণা মেটানোর অনিত্য অভিলাষ।।
দোতলার অরঞ্জিত কার্পেট সাক্ষী দেয় সাহসিকতার,,
যে দুঃসাহস কেড়ে নিয়েছে অদম্য মেধাবীর প্রান।।
সুকান্তের সেই মাথা না নোয়াবার শক্তি আমি লালন করি,
নিভৃতে মনের সুপ্ত কোণে,,
আবরারের ১২৭ টি শব্দের ভার চাপা পড়েছে সাড়ে তিন হাত মাটির নিচে।।
বিশ্বের প্রতিনিধি আমি,আমার মাথা নুইয়ে আসে লজ্জাতে,,
অহমিকাগুলো চাপা পড়ে গেছে নুসরাত, তনু আর বিশ্বজিতের আর্তনাদে।।
এই আঠারোর উদ্দীপনা দিয়েছে আমাকে বুয়েটের দেয়ালে আকা বিষন্ন প্রতিকৃতি,,
সংকীর্ণ বার্তায়নে নিষ্পাপ প্রানের বিমূর্ত মূর্তি।।
হায় সুকান্ত যদি থাকতেন বেচে, লিখতেন তিনি
এ পৃথিবীর বুকে এরূপ আঠারো যেন কখনো না নামে।।

Writer:- আইরিন আফরোজ

 

Delivered by FeedBurner

a