এই শোনো, -হুম বলো
বৃষ্টি হচ্ছে - ভিজবে? চলো
থাক,যাবোনা -কেন?বলোনা
যদি জ্বর হয় -ধুর,নেই ভয়
চলো তবে ভিজি - সারারাত আজি
( কয়েক বছর পর)
এই শুনছো? -হুম,কি চাও?
বৃষ্টি হচ্ছে, -একটু দাঁড়াও
ভিজবো চলো -কি যে বলো,
চলোনা ভিজি - আমি খুব বিজি
এত ব্যস্ত? -ধুর,যাও তো
আচ্ছা গেলাম - উফফ, বাঁচলাম
(মেয়েটি তখন বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টি দেখছে,হঠাৎ পিছন থেকে ছেলেটি এসে মেয়েটিকে জড়িয়ে ধরলো)
রাগ করেছো? -কই না তো
এত অভিমান? -এখানে কি চান?
চলোনা ভিজি -আপনি না বিজি
পাগলি মেয়ে -কাজ করুন গিয়ে
আচ্ছা সরি -মিথ্যের হাঁড়ি
আর হবে না -কি তার প্রমাণ?
কি করবো বলো -কান ধরে দাঁড়ান
এই দাঁড়ালাম -হুম,বুঝলাম
রাগ কমেছে? -প্রেম জমেছে
বলো ভালোবাসি -হুম,বড্ড বেশি।
বৃষ্টি হচ্ছে - ভিজবে? চলো
থাক,যাবোনা -কেন?বলোনা
যদি জ্বর হয় -ধুর,নেই ভয়
চলো তবে ভিজি - সারারাত আজি
( কয়েক বছর পর)
এই শুনছো? -হুম,কি চাও?
বৃষ্টি হচ্ছে, -একটু দাঁড়াও
ভিজবো চলো -কি যে বলো,
চলোনা ভিজি - আমি খুব বিজি
এত ব্যস্ত? -ধুর,যাও তো
আচ্ছা গেলাম - উফফ, বাঁচলাম
(মেয়েটি তখন বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টি দেখছে,হঠাৎ পিছন থেকে ছেলেটি এসে মেয়েটিকে জড়িয়ে ধরলো)
রাগ করেছো? -কই না তো
এত অভিমান? -এখানে কি চান?
চলোনা ভিজি -আপনি না বিজি
পাগলি মেয়ে -কাজ করুন গিয়ে
আচ্ছা সরি -মিথ্যের হাঁড়ি
আর হবে না -কি তার প্রমাণ?
কি করবো বলো -কান ধরে দাঁড়ান
এই দাঁড়ালাম -হুম,বুঝলাম
রাগ কমেছে? -প্রেম জমেছে
বলো ভালোবাসি -হুম,বড্ড বেশি।
লেখাঃ তাসনিম আক্তার লিজা