> সিগারেট এবং একটি বাসর
-->

সিগারেট এবং একটি বাসর


ইফতি আর আমি পাশাপাশি বসে আছি পানিতে পা ডুবিয়ে। ওর হাতে সিগারেট। ইচ্ছে হচ্ছে লাথি মেরে পানিতে ফেলে দেই। পারছিনা।
মুখটা যথাসম্ভব হাসি হাসি করে বললাম -"সিগারেট কেমন খেতে? আমার না খুব ভাল্লাগে এইযে নাক মুখ দিয়ে ধোঁয়া বের হয়। মনে হয় মানুষ না, স্বয়ং ইটভাটা। আমার ও ইচ্ছা করে ইট ভাটার মতো ধোঁয়া ছাড়ার। "
আমার কথা শুনে সে মুখে একটা শাহরুক শাহরুক ভাব এনে বললো-"বুঝবিনা রে পাগলি বুঝবিনা"।
দাঁতমুখ খিঁচে এলো। তাও যথা সম্ভব মুখটা স্বাভাবিক করে বললাম-"বুঝতেই তো চাই। আমি একটা জিনিস ভেবে রেখেছি। বাসর রাতে আমি আর তুমি সিগারেট খাবো। একদম কমদামি বিড়ি থেকে শুরু করে দামী বেনসন পর্যন্ত প্রত্যেকটা ট্রাই মারবো একসাথে। ওকে? "
আমি ভাবলাম এসব শুনে তার রাগ হবে। আমি সিগারেট খেতে চাই শুনলে সে বলবে খাওয়া যাবে নাহ তোর আর তখন আমি মোক্ষম চাল চালবো আর বলবো তুমি খেলে আমিও খাবো।
সে উত্তর দিলো-"এত ছোট করে কেন ভাবিস অর্পি? আমি আরো বড় প্লান করে রেখেছি। মদ খাবো। দেশী বিদেশী সব ধরনের মদ। আমি আজও মদ খাইনি। বাসর রাতে কেউ করে গল্প কেউ মারে বিড়াল আর কেউ ঘুমায়। আমরা খাবো মদ। ভালো হবে না? "
তার উত্তর শুনে আমি এখন পানিতে লাফ দেবো ভাবছি। সাঁতার জানিনা। সবাই আমার আত্নার মাগফিরাত কামনা করবেন।


(চা কাহিনীর কোনো 5th পার্ট আমি লিখবো না। আমি ইফতিকে বাঁচিয়ে রাখতে চাই)

Writer:- Ar Py
 

Delivered by FeedBurner

a