> বেলা ফুরাবার আগে - Bela Furabar Age - Pdf - Book
-->

বেলা ফুরাবার আগে - Bela Furabar Age - Pdf - Book


বইয়ের নামঃ বেলা ফুরাবার আগে
লেখক: আরিফ আজাদ
পৃষ্ঠা : ২০৩

তসলিমা নাসরিন বাংলাদেশের এক বিপথগামী লেখিকার প্রতিচ্ছবি। নামটা শুনলে যে কারাে চোখের সামনে ভেসে ওঠে এক অশ্লীল রিপুতাড়িত উগ্র নারীর অবয়ব।
শুধু নিজের শরীর ও জীবনযৌবনকেই তিনি পানির দরে পুরুষজাতির সামনে উপস্থাপন করেননি, বরং অন্য নারীদেরকেও তিনি এই পথে আহ্বান করেছেন।
নগ্নতার ইন্ধন যুগিয়ে তিনি শুধু নিজেকেই ধ্বংস করেননি, বরং ধ্বংস করেছেন একটি সমাজকে, নিজের পরিবারকে এবং দেশের বৃহৎ লেখক গােষ্ঠীকে।
বাংলাদেশের বহু নামকরা লেখককে তিনি যৌবনের বড়শি দিয়ে শিকার করেছেন খুব সহজেই। আবার তাদের এসব কীর্তির কথা প্রকাশও করেছেন নির্ধিধায়।
ফলে তসলিমা এখন বাংলাদেশে অনুপ্রবেশে তাওহীদপ্রেমী জনতার আন্দোলনের প্রয়ােজন হবে না, তার এই অভিসারসঙ্গী এলিট শ্রেণীরাই আন্দোলন করে তাকে প্রতিহত করবে! তসলিমার কোনাে বই সাহিত্যের মানে উত্তীর্ণ নয়।
কেউ তা সাহিত্যের বিচারে মূল্যায়নও করে না। তিনি নিজেও নিজেকে সাহিত্যসম্পন্ন বলে মনে করেন না। বাবা তাকে একজন ডাক্তার বানিয়েছিলেন। তার কাজ ছিল অসুস্থ মানুষের দেহে ইনজেকশনের সুঁই ফুটিয়ে সুস্থ করে তােলা।
কিন্তু তিনি সেই পথ ছেড়ে আনাড়ি হাতে কলম নিয়ে তা দিয়ে সুস্থ মানুষের দেহে সম্ভ্রমহানীর স্থল ফোটাচ্ছেন। সাহিত্যমানের জন্য নয়; মানুষ তার বই পড়ে অসুই সুখ লাভের উদ্দেশ্যে।
এরা হলাে গ্রামগঞ্জের বাজারী হকারদের মতাে; যারা রােগের চটকদার বিবরণে শ্রোতা সংগ্রহ করে মুহূর্তেই বিরাট মজমা জমিয়ে তােলে।
কিন্তু কিছু বােকা শ্রোতা ছাড়া অধিকাংশ লােক তাদের কথা ও দাওয়া কোনােটাই গ্রহণ করে না। সুতরাং তসলিমার লেখা এধরনের অশ্লীলতা সম্বলিত কোনাে বই পড়ার গরজবােধ করিনি কখনও।


Download Bela Furabar Age Pdf


Writer:- Habibul Sk
 

Delivered by FeedBurner

a