Leave a message
> প্যারাডক্সিকাল সাজিদ - Paradoxical Sajid - Pdf - Book
-->

প্যারাডক্সিকাল সাজিদ - Paradoxical Sajid - Pdf - Book



বইঃ প্যারাডক্সিকাল সাজিদ ১ - ২
লেখকঃ আরিফ আজাদ
প্রকাশনঃ গার্ডিয়ান পাবলিকেশন

বইটি সম্পর্কে আমি যতই বলি না কেন তা নগন্য। কারন লেখকের এত সুক্ষ্ম যুক্তি ও তর্কের বর্ননা করার মত জ্ঞান আমার নেই।এই বইটি সম্পর্কে আমার একান্ত অনুভূতি এটাই যে,প্যারাডক্সিকাল সাজিদ পড়ে আমার ইসলামিক গল্পের বই গুলোর সাথে পরিচয়।

আমার ধর্ম কে এত সুন্দর যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় আমি জানতাম না।নাস্তিক দের কমন ডায়ালগ 'যা দেখি না তা মানি না' এই তর্কে লেখক যা যুক্তি দিয়ে বুঝিয়েছেন তা অসাধারণ।এবং' কুরআন কি রাসুল (সাঃ) নিজের লেখা?' গল্পের ব্যাখা পড়ে আমি নিজেই অবাক হয়েছি।কারন আমি কখনো আমার কুরআন সম্পর্কে এইভাবে ভাবিনি।এটা আমার কাছে বেষ্ট পার্ট মনে হয়েছে।এছাড়া প্রতিটি গল্পেই মুখ বন্ধ হয়ে যাওয়ার মত যুক্তি তর্ক আছেই। বইটি পড়ার শেষে একটি অনুভূতি হবে যে, I am proud to be a Muslim.

বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়?বিশ্বাসী প্রানের সুর কতটা অনুপম হতে পারে?বিশ্বাসকে যুক্তির দাড়িপাল্লায় মাপা কী খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়াভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেওয়া যায়?যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতেই মুক্তি?

প্যারাডক্সিকাল সাজিদ পড়ে এসবের উত্তর মিলতে পারে।
অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।


বইটি পড়ে সাজিদ নামের মানুষটার ফ্যান হয়ে গেলাম।সত্যি অসাধারণ একটা বই। কেউ যদি রেটিং দিতে বলে তবে আমি বইটিকে ১০ এ ১০ ই দিবো।
যারা এখনও বইটি পড়েন নি অবশ্যই পড়বেন।
নিচে বইটির pdf ডাউনলোড লিংক দিলাম।


Download Paradoxical Sajid 1


Download Paradoxical Sajid 2


Writer:- Kanij Shanjida.

 

Delivered by FeedBurner

a