সুরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারন, অর্থ, ফজীলত রেফারেন্স সহ ও সবশেষে আমার নিজের হাতে লিখা উল্লেখিত আরবী আয়াতগুলো তুলে ধরলাম। আমাকে আম্মু শিখিয়েছেন।
“হু আল্লা হুল্লাজী লা (আ) ইলাহা ইল্লা হুওয়া আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতী হুয়ার রহমানুর রহিম।
হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হুওয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল ম্যু মিনুলমুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির।ছুব হানাল্লাহী আম্মা ইউশরিকুন।
হু আল্লাহুল খালিকুল বারিয়্যুলমুছাওইরু লাহু আছমা(আ)উল হুছনা।ইউছাব্বিহু লাহু মা ফিছ ছামা ওয়াতি ওয়ালআরদ্ ওয়া হুয়াল আজীজুল হাকীম।“
বি.দ্র. কোরআনের সহীহ উচ্চারন আসলে এতো শুদ্ধভাবে বাংলায় লিখা যায়না, তাই অনুরোধ করবো সঠিক উচ্চারণের জন্য আল কোরআন দেখে শিখে নিবেন।
অর্থ:-
সর্বশ্রোতা সর্বজ্ঞাণী আল্লাহ তায়ালার নিকট বিতারিত শয়তান থেকে আশ্রয় চাহিতেছি তিনিই আল্লাহ! যিনি ব্যতিত কোন মাবুদ নাই।তিনি সকল গুপ্ত ও প্রকাশ্যের জ্ঞানী!
তিনি পরম করুনাময় দয়ালু।তিনিই আল্লাহ! যিনি ব্যতিত কোন মাবুদ নাই।তিনি মহান বাদশাহ, অত্যন্ত পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাবিধান কারী, রক্ষনাবেক্ষন কারী, সম্মানের অধিকারী, মহত্তের অধিকারী, গর্বকারী, মুশরিকদের শিরক হতে আল্লাহ তায়ালা পবিত্র।
তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, সঠিকভাবে প্রস্তুতকারী, আকৃতিদান কারী, তাঁহার জন্য সুন্দর সুন্দর নাম রহিয়াছে।আস মানসমূহে ও জমীনে যাহা কিছু আছে সবই তাঁহার পবিত্রতা বর্ননা করে।এবং তিনি সম্মানের অধিকারী মহান কৌশলী।
ফজীলত:-
হযরত মাকাল বিন ইয়াসার রাঃ রাসূল সাঃ থেকে বর্ণনা করেন। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি সকাল বেলা তিন বার পড়বে “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইত্বনির রঝীম”....তারপর সূরা হাশরের শেষ তিন আয়াত [ হুয়াল্লাহুল্লাজী লা-ইলাহা শেষ পর্যন্ত] তিলাওয়াত করবে।
তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করেন। যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে, তথা মাগরিব থেকে সকাল পর্যন্তের জন্য ৭০ হাজার ফেরেস্তা গুনাহ মাফীর জন্য দোয়া করে, আর সে সময়ে মারা গেলে শহীদের সওয়াব পাবে।
সুনানে তিরমিজী, হাদীস নং-৩০৯০।কানযুল উম্মাল, হাদীস নং-৩৫৯৭।আত তারগীব ওয়াত তারহীব, হাদীস নং-৩৭৯।সুনানে দারেমী, হাদীস নং-৩৪২৫।শুয়াবুল ঈমান, হাদীস নং-২৫০২।মুসনাদে আহমাদ, হাদীস নং-২০৩০৬।মুসনাদুশ সাহাবাহ, হাদীস নং-২৯৭৯৫।মিশকাতুল মাসাবীহ, হাদীস নং-২১৫৭।
Writer:- আফরিন সাদাত