রমাদানের আর অল্প কিছু মাস বাকি।
এখন থেকেই যেন তুমুল প্রস্তুতি চলে আমাদের - যেকোন ফাইনাল এক্সাম বা এডমিশনের জন্য কত মাস আগে থেকেই আমরা সিরিয়াসলি পড়াশোনা করি কিন্ত রমাদান - বছর ঘুরে একটা মাস ই আসে যা পুরো বছরের জন্য গোল্ডেন সুযোগ - নিজেকে পরিশুদ্ধ করার, রব্বের ক্ষমা পাওয়ার, জান্নাতের জন্য রব্বের কাছে অনুনয় করার। যেকোন ইবাদতে অন্য সময়ের চেয়েও বহুগুন সাওয়াব পাবার, অফুরান দু'আ কবুলের সুযোগ, গুনাহ থেকে মাফ পাবার মোটকথা একটা গোল্ডেন, অমূল্য টাইম। তাহলে কেন আমরা ৬ মাস আগে থেকেই প্রস্তুতি নেই না? এখনো সময় আছে কিছু মাস, প্রস্তুতি নেই চলুন।
বিগত রমাদানের ব্যর্থতা গুলোকে চিহ্নিত করি, এবার রমাদানকে আরো সুন্দর ইখলাসপূর্ণ ইবাদতে কাটানোর চেষ্টায় নামি, এই রমাদানকে শ্রেষ্ঠ রমাদান বানাতে উঠেপড়ে লেগে পড়ি সবাই। শুরু টা হোক কুর'আন দিয়ে। যারা কুরআন নিয়ে এখনো সিরিয়াস না - এখনি সময় রমাদান - কুর'আনের মাসের জন্য প্রথম প্রস্তুতি কুর'আন পাঠ শুদ্ধিকরণ, হিফযকরণ, কুর'আন বুঝা যার যেটা কমতি আছে সেটা দিয়ে শুরু করি ইন শা আল্লাহ, পাশাপাশি প্রচুর দু'আ করি - আল্লাহ যেন আমাদের তাঁর রহমতের, ক্ষমা প্রাপ্তির মাস রমাদানকে পাওয়ার তাওফিক দেন, এই রমাদানকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানানোর তাওফিক দেন, আমিন।
Writer:- Unknown