Leave a message
> এসো আল্লাহকে ভালোবাসি
-->

এসো আল্লাহকে ভালোবাসি


সারারাত প্রেম করতে পারি কিন্তু ফজর নামাজ কেন পড়ি না রে ভাই।
একজন নারীর প্রেমে কত কিছু করি।সাত সমুদ্র তের নদী পারিও দেই। সাধ্যের মধ্যে যা করা যায় তার সব কিছুই করি। কারন তারে খুব ভালোবাসি।
আপনি ভালোবাসেন ভালো কথা, ভালোবাসা খারাপ নয়।কিন্তু আপনাকে যে এত সুন্দর করে বানিয়েছে। আপনাকে এত নেয়ামত দিয়েছে। এত ভালো রেখেছে।মানুষ হিসেবে পাঠিয়েছে।তারে কি আমরা ভালোবাসতে পেরেছি?
যিনি আমাকে বানালেন।পুরো দুনিয়া বানালেন।আমাদেরকে ভালোবেসে এত নিয়ামত দান করলেন।আর আমরা তার ইবাদত করি না।
আমাদেরকে যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন।আমরা সেই সৃষ্টিকর্তাকে ভালোবাসি না, তাহলে অন্যকাউকে কিভাবে ভালোবাসবো?
যে সৃষ্টিকর্তাকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। আমরা যেটাকে ভালোবাসা বলি সেটা ভালোলাগা।আমরা অশ্লীলতার নাম দিয়েছি ভালোবাসা।
তাই আমরা প্রিয় মানুষটির জন্য এত কিছু করি, কিন্তু তার মন পাই না।আর আমরা আল্লাহকে ভালোবাসি না, তার ইবাদত করি না।এরপরও আল্লাহর সন্তুষ্টির আশা কিভাবে করবো।
বলা যায় না কখন মৃত্যু আসে। আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দেয়।আর ইমানের সাথে মৃত্যু বরনের জন্য আল্লাহ পাককে ভালোবাসতে হবে,তার ইবাদত করতে হবে।
আপনার যার ভালোলাগে মাত্র, তার জন্য কত কিছু করেন।কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেন।
তবুও অনেক সময় তার ভালোবাসা পান না।সে আপনাকে ধোকা দেয়।
আর যে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছে তার কথা অমান্য করি।তার ইবাদত করি না, তারে ভালোবাসি না।সামান্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য কষ্টের হয়ে যায়।
বিশ্বাস করেন,দুনিয়ায় কাউকে ভালোবেসে তার মন নাও পেতে পারেন। সে আপনাকে ধোকাও দিতে পারে।কিন্তু আল্লাহকে ভালোবাসেন।সে আপনাকে অফুরন্ত সুখ দিবে।সৃষ্টিকর্তাকে ভালোবেসে ঠকবেন না।
চলুন আমরা সবাই ইবাদত করি।আল্লাহ পাকের পথে চলি।সত্যের পথে চলি।নিয়মিত নামাজ পড়ি।এসো আল্লাহ পাককে ভালোবোসি।।

লেখকঃ অনন্য জয়
 

Delivered by FeedBurner

a