> ভূত এফএম
-->

ভূত এফএম


হ্যালো, আপনাদের সবাইকে ভূত এফএম এ স্বাগতম! আমি রাসেল,
এখন ১২ টা বেজে ১ মিনিট,
আজকের এপিসোডে আমাদের সাথে আছেন দুজন অতিথি রুপন্তীর আম্মু এবং জরিনা খালা।
প্রথমে রুপন্তীর আম্মু, জ্বী কেমন আছেন?
জ্বী ভালো আছি রাসেল ভাই,
রুপন্তীর পাপ্পা ভালো আছেন?
জ্বী মনে হয় ভালোই আছেন!
আচ্ছা, আমরা সরাসরি গল্পে চলে যায়। কি বলেন?
জ্বী,
সেদিন ছিল অমাবশ্যার রাত! হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, পাশে দেখি রুপন্তীর পাপ্পাও নাই! বাইরে থেকে একটা কুকুরের কান্না শুনতে পাচ্ছি!
এক মিনিট! আপনি কি শিওর এটা কুকুরের কান্না ছিল?
মাঝখান থেকে জরিনা খালা কইলো,
হ রাসেল ভাই আমি কইতাছি, ওই কুকুরডা বাড়ির সামনে আইসা মুইতা দিছিল, আমি গরম পানি মারি দিছিলাম। এজন্যই অয়ত কানতাছে।
আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ বাথরুম থেকে আওয়াজ আসলো গুডগুড গুডগুড আওয়াজ!
বুজতে পারছি রুপন্তীর পাপ্পার পেট খারাপ হয়ছে।
আবার ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠতে গিয়ে যা দেখলাম সেটার জন্য আমি মোটেই. প্রস্তুত ছিলাম।
জ্বী, এক্সাটলি কি দেখেছিলেন?
দেখলাম, রুপন্তীর পাপ্পার পা আমার মাথার কাছে আর মাথা আমার পায়ের কাছে।
ও মাই গড, রুপন্তীর পাপ্পা ঘুমের মধ্যে উল্টায় গেছে।
জ্বী না, আমি ই উল্টাইয়া গেছি। পরে উঠে বাথরুমে গেলাম, যে মাত্র টুথপেস্ট নিয়ে ব্রাশ দিয়ে ভিজালাম ঠিক সে সময় ভৌতিকভাবে পেস্ট পড়ে গেল। এভাবে দুদুবার পড়েছে। তারপর, রান্নাঘরে গেলাম নাস্তা রেডি করতে তারপর যেটা দেখলাম সেটা আরো ভয়ানক,
কি দেখলেন আপনি? দর্শক জানতে চাই!
দেখলাম, লবণের বয়ামে অনেকগুলো পিপড়া।
কি বলেন!!! এক্সাটলি ওগুলো কি পিপড়া ছিল?
জ্বী রাসেল ভাই ওইগুলো পিঁপড়া ই ছিল।
পাশ থেকে জরিনা খালা বললো, আফা! ওইগুলা তো চিনি আছিল। আই চিনির বয়ামে লবণ লেইখা রাখছি যাতে পিঁপড়া না আইসতো পারে।
তারপর, রাসেল ভাই দুপুরের দিকে ক্লান্ত হয়ে ফ্রিজে আইসক্রিম খাইতে গেছিলাম। সেখানে যেটা দেখলাম তা দেখার জন্য আমি আবারও প্রস্তুত ছিলাম না।
জ্বী, এক্সাটলি আপনি কি দেখেছিলেন?
আমি পোলার আইসক্রিমের বাক্সটা হাতে নিলাম, একটা চামচ নিয়ে বাক্সটা যে মাত্র খুলছি সাথে সাথে ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, আমি ঠিকভাবে নিশ্বাস নিতে পারছিলামনা।
ও মাই গড, তাড়াতাড়ি বলুন শ্রোতারা অপেক্ষা করছে।
দেখলাম আইসক্রিমে বক্সে আদাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা।
বিশ্বাস করুন রাসেল ভাই এই ঘটনার পর থেকে আমি আর কখনো বাক্স আইসক্রিম খেতে পারিনি।
ইতিমধ্যে আমাদের কাছে বেশসংখ্যাক এসএমএস চলে এসেছে!
ঢাকা মগবাজার থেকে সামিয়া লিখেছে,
রাসেল ভাইয়া আমি রুমে লাইট অফ করে ভূত এফএম শুনছি। পাশে আমার কুকুরটাও আছে। কুকুরের কান্না শুনে আমার কুকুরের একটা ঘটনা মনে পড়ে গেল। আমার কুকুরটাও প্রায় সময় কাঁদতো। পরে ডাক্তার বললো কুকুরটার খুব ডিপ্রেশনে আছে। গার্লফ্রেন্ড চলে গেছে তো তাই।
খুলনা থেকে রাতুল লিখেছে,
এই মুহুর্তে আমি ছাদের বসে ভূত এফএম শুনছি আমার সাথে আমার ভূত আন্কেলও আছেন। তিনি আর আমি আইসক্রিম খাচ্ছি। পাশে ছাদে রাহুল ভাইদের ডি জে পার্টি চলছে। আফসোস খালি আমি কোন রাহুল ভাইকে চিনিনা।
ঢাকা থেকে রুপন্তীর পাপ্পা লিখেছে,
ভূত এফএম এর গোষ্ঠী কিলাই! আমার খুব জোড়ে লুজ মুশন হচ্ছে! রুপন্তীর আম্মারে জিগান খাবার স্যালাইন কই রাখছে। আমি এখন টয়লেটে বসা।


লেখা : Md. Naim Uddin (ফেলুদা)
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner