Quote #16 Rahad April 02, 2020 হারিয়ে ফেলেছি গোপন ব্যাংকে জমিয়ে রাখা পুরনো আধুলি, নজর টিপ আর বালাই ষাটের পরিয়ে দেয়া মায়ের মাদুলি। হারিয়ে ফেলেছি দু টাকার নোটে বুক পকেটের দোয়েল পাখি, সব পাওয়ার এই জীবন জুড়ে, সব হারাতেই ব্যস্ত থাকি। Writer:- সাদাত হোসাইন