ধরো এইভাবেই যদি মরে যাই?
আর যদি না হয় দেখা তোমাদের সাথে?
বুকের ভেতর পুষে রেখেছিলাম এক পৃথিবী কথা!
সেসব কান্না কিংবা হাসির সাথে বলতাম অযথা!
পাখিরাও হাসে এখন খাঁচায় বন্দী মানুষ দেখে!
সারা পৃথিবী একপাশে রেখে,
রং চা নিয়ে হাতে আড্ডা হবে আবার কোনো এক কোলাহলমুখর রাতে?
আমার কান্না আমিই শুনি এখন, খুব আড়ালে বেদনার গান গাই,
তোমাদের কিছু কথা বলে না গেলে মরে যাবার আগেই মরে যাবো ঠিক,
হবেনা আফসোস তাই?
এভাবেই ধরো যদি মরে যাই?
Writer:- কিঙ্কর আহসান