Quote #27 Rahad May 03, 2020 কান্নার সময়ে মানুষ সঙ্গী খোঁজে। খুব করে চায় স্বান্তনা দেবার জন্য কেউ পাশে থাকুক। আহাজারি, চিৎকার শুনে বুক কাঁপুক সবার। নীরব কান্নার দেখা পাওয়া মুশকিল। কাঁদবো আর মানুষ জানবে না তা কী করে হয়! Writer:- কিঙ্কর আহসান