বই: স্টুডেন্ট হ্যাকস
লেখক: আয়মান সাদিক ও সাদমান সাদিক
লেখক: আয়মান সাদিক ও সাদমান সাদিক
বইটির নাম দেখেই বুঝা যাচ্ছে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ,তাই না?আসলে এই বইয়ে স্টুডেন্ট শব্দ ব্যবহার করা হয়েছে মূলত যারা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে চাই তাদেরকে উদ্দেশ্য করে।যে কোনো বয়সে কিছু না কিছু আমাদের শিখতে হয় বা শেখার প্রয়োজন হয় ।দেশ ডিজিটাল হচ্ছে, পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের শেখার কৌশল ঠিক আগেরকার মানুষের মতো।এই বইয়ে গতানুগতিক কৌশল ছাড়া বেশ কিছু শেখার নতুন কৌশল বলা হয়েছে ।যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় আছে তাদের জন্য এই বই খুবই কার্যকরী।পরীক্ষার আগে ,পরীক্ষার সময়,পরীক্ষার পর কী করণীয়,পড়তে ভাল লাগে না,পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে পারি না,পড়ি কিন্তু মনে থাকে না এইরকম অনেক সমস্যা নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে ।তাছাড়া এটি একটি আত্নউন্নয়ন ও দিকনির্দেশনা মূলক বই বটেই ।লেখাপড়া ছাড়াও জীবনে চলার পথ সহজ করার জন্য বেশ কিছু কৌশলের কথা বলা হয়েছে ।সর্বোপরি এই বই পাঠ করে নতুন কিছু আইডিয়া পাবেন যেগুলো আপনার জীবনে কাজে লাগাতে পারেন।
Download Student Hack Pdf
Download Student Hack Pdf
Writer:- Arafat Mahmud