বইয়ের নামঃ- ভাল্লাগে না।
লেখকঃ- আয়মান সাদিক ও অন্তিক মাহমুদ
স্টলঃ- আদর্শ প্রকাশনী
পাঠ্যবইয়ের বাইরে আমার প্রথম কেনা বই ভাল্লাগে না। সত্যি বলতে আমি এ বছরের আগে কখনোই বইমেলার সাথে সম্প্রিক্ত ছিলাম না বা পাঠ্যবইয়ের বাইরে তেমন একটা কোন বই-ই পড়তাম না। এবার আমি আয়মান ভাইয়ের কাছ থেকে বইপড়ার গুরুত্ব প্রথম অনুধাবন করি সে থেকেই বই মেলায় যাওয়া,কিছু বই কেনা। প্রথম বইকেনা যা সত্যিই খুব আনন্দদায়ক.
ভাল্লাগেনা বইটি মূলত আমাদের জীবন থেকে ভাল্লাগে না, আমাকে দিয়ে হবে না, এমন উক্তি বাদ দিয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগাবে।
বইটির সব চাইতে যে পার্ট গুলো আমার বেশি ভালো লেগেছে তা হলঃ-
বইটির সব চাইতে যে পার্ট গুলো আমার বেশি ভালো লেগেছে তা হলঃ-
১/ কী করলাম জীবনে
এ কথাটির সাথে আমরা খুব পরিচিত, কেন আমার নিজের প্রতি নিজের প্রশ্ন কী করলাম জীবনে??
এমন প্রশ্ন হওয়ার পিছনে গ্লাস,লবনের উপমা বেশ মজার ছিল। আমরা আমাদের জীবনটাকে যদি ছোট্ট করে দেখি তাহলে এমন প্রশ্ন জাগ্রত হওয়া স্বাভাবিক। আর জীবনকে যদি সমুদ্রের মত বিশাল করে ফেলি তা হলে জীবনে ব্যর্থতা,না পাওয়ার গ্লানি জীবনে কোন প্রভাবই ফেলবে না, জীবনকে ভালোভাবে উপভোগ করা যাবে আর জীবনে কী করলাম এমন প্রশ্নও আসবে না।
২/ টেন মিনির রুল
টেন মিনিট রুল খুব বাস্তবভীক!!কোন কাজ করতে শুরু করাটাই বড় চ্যালেঞ্জ আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় টেন মিনিট রুল কার্যকারি ভূমিকা রাখবে আমি মনে করি। শত ব্যস্ততার মাঝেও কোন কাজ শুরু করার অংশ হিসেবে ব্যস্তসময় থেকে দশটা মিনিট সময় আলাদা করা।
দশ মিনিট সময়ে দেখা যায় জোর করে দশ মিনিট নিয়ে কাজটি শুরুকরা হলেও কাজে মন বসে যাওয়ার ফলে কাজটি পুরোটা শেষ না করা পর্যন্ত নিজের মধ্যে একটা তাড়না কাজ করতে থাকে ফলে কাজটি সম্পাদন করা খুব সহজ হয়ে যায়।
৩/ নিজের ভালো লাগা খুঁজে বের করা
আমি কী করতে ভালোবাসি?? কাজ হিসেবে, অবসর সময়ে,, বন্ধুরা মিলে তা কাগজে কলমে লিপিবদ্ধ করা এতে যখন আমার ভালো লাগবে না তখন যা আমার ভালো লাগে তা করার চেষ্টা করা। এতে আস্তে আস্তে ভাল্লাগতে শুরু হবে।
আর তা ছাড়া অন্তিক মাহমুদের আকাঁ কার্টুন গুলো খুব বাস্তবতার সাথে মিল রেখে দেওয়া হয়েছে যা বইটি থেকে আমাদের ভূলের যায়গাগুলা সহজেই মিলেয়ে এ থেকে উত্তরনের জন্য সহায় হবে।
নিঃসন্দেহে বইটি আত্মউন্নয়নে বেশ কাজে দেবে।
সামনে আরো অসাধারন নিয়ে আসবেন এ আশাই করি প্রিয় আয়মান ভাইয়ার প্রতি।
আমি বলব যারা নিজের জীবন নিয়ে বা কার্যকারী জীবন ব্যবস্থা নিয়ে শঙ্কিত তাদের জন্য এ বইটি।
এ বইটি নতুন করে শুরু করার, ভালো লাগার খোরাক হিসাবে কাজে দেবে।
Download Vallage Na Pdf
এ বইটি নতুন করে শুরু করার, ভালো লাগার খোরাক হিসাবে কাজে দেবে।
Download Vallage Na Pdf
Writer:- Fåruk Ziå