Leave a message
> হারিয়ে যাওয়া ভালোবাসা শেষ পর্ব
-->

হারিয়ে যাওয়া ভালোবাসা শেষ পর্ব


রুমে ঢুকতেই মজনু ৩৩ হাজার ভোল্টের শকড খায়,,কারণ নেহা আত্মহত্যার চেষ্টা করছে।
তাহলে কি মজনুর এতদিনের সব প্লান মাটি হয়ে যাবে,,
না কোন ভাবেই প্ল্যান নষ্ট করা যাবেনা, তাছাড়া মজনু তো নেহাকে ভালোবাসে,মজনু থাকতে নেহার কোন ক্ষতি হতে দিবেনা সে।
কোন রকমে নেহাকে বাচিয়ে নেয় মজনু,কিন্তু নেহার এখনো ঙ্গান ফিরছে না দেখে কিছুটা ভয় পেয়ে যায় মজনু।
শেষে কিনা ভালোবাসার মানুষটা মজনুকে ছেড়ে আবার একেবারে চলে যাবে,না এসব কি ভাবছে মজনু,নেহার কিছুই হবেনা।
কিছুক্ষন পর নেহার ঙ্গান ফিরে,মজনু পাশেই বসা ছিলো,ঙ্গান ফিরতেই মজনুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নেহা।
মজনু-কি হয়েছে আমার পাগলী বউটা,এমন করে কাদেনা সোনা,,
নেহা-আমি বেঁচে থাকতে চাই না, আমি মরতে চাই।
মজনু-তুমি মরলে আমার কি হবে একটা বার ভেবে দেখছো,কাকে নিয়ে বাঁচবো আমি।
নেহা-তুমি সত্যিই আমাকে ভালোবাসতো, আমাকে সত্যিই তুমি তোমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছো।
মজনু -হুম আমার লক্ষি বউটা,আমি তোমাকে আমার মনের মধ্যে সারাজীবন আগলে রাখবো,বিনিময়ে তুমি শুধু আমাকে ভালোবাসা দিও।
মজনুর কথায় নেহা ফিক করে হেসে দেয়,আর ভাবতে থাকে সত্যিই আজ নেহা অনেক ভাগ্যবতী মজনুর মতো স্বামী পেয়ে।
এভাবেই কাটছে ওদের দিনগুলো,এর মধ্যে নিশি ও নেহার মন জয় করে ফেলছে,এখন নেহা ও চায় নিশির সাথে হাসানের বিয়ে দিতে।
কোন এক বিকালে ছাঁদে বসে বই পরছিলো মজনু,হঠাৎ নেহা পিছন থেকে গিয়ে মজনুকে জড়িয়ে ধরে।
তারপর আলতো করে মজনুর কপালে একটা ভালোবাসার পরশ একে দেয়।
মজনু-কি ব্যাপার আমার মিষ্টি বউটাকে আজ খুব খুশি খুশি লাগছে,,
নেহা-তোমার কাছে আমার একটা চাওয়া আছে পূরণ করবে তো,,,
মজনু-হুম অবশ্যই সোনা,তুমি চাইলে এক টুকরো মেঘ এনে দিতে পারি,তুমি চাইলে চাঁদ টা ও এনে দিতে পারি।
নেহা-হয়ছে আর ঢব দিতে হবে না,তুমি আমার জন্য কিছুই করতে পারবেনা (কিছুটা অভিমানী কন্ঠে)
মজনু-একবার চেয়েই দেখতো তোমার এই পাগল বরটা তোমার জন্য কি কি করতে পারে।
নেহা-আচ্ছা এখন তুমি আমাকে চাঁদ টা নিয়ে এসে দাও,,,
মজনু-এখন তো দিনের বেলা,দিনের বেলা চাঁদ উঠবে কিভাবে,,,
নেহা-থাক লাগবে না,,,
মজনু-আরে পাগলী এত কষ্ট করে চাঁদ আনতে যাবো কেন,আকাশের চাঁদের চেয়ে ও সুন্দর একটা চাঁদ আমার পাশেই তো বসে আছে।
নেহা-হি হি হি পাগল একটা।
মজনু-হুম শুধু তোমার জন্য।
নেহা-আমার একটা আবদার রাখবে,,
মজনু-হুম বলো,,
নেহা-তোমার ছোটবোন নিশিকে আমার ভাইয়ের বউ বানাতে চাই,,
মজনু-কিন্তু নেহা,,,
নেহা-কোন কিন্তু নয়,এটাই ফাইনাল।
মজনু-ওকে আমার সোনা বউটা,তুমি যা বলবে তাই হবে।
আজ মজনুর অনেক খুশীর দিন, কারণ আজ নিশি আর হাসানের বিয়ে, এই দিন টার জন্যই মজনু ওয়েট করছিল।
দেখতে দেখতে বিয়েটা হয়ে গেলো,খুব জাঁকজমক ভাবেই নিশি আর হাসানের বিয়েটা হলো।
মজনু-চলনা আজ আমরা ও একটা করি,,,
নেহা-কি?
মজনু-বাসর রাত,,
নেহা-ইশশ সখ কতো,,(দুষ্টমির হাসি দিয়ে)
তারপর আর কি,একরাতে দুইজনের বাসর, একটা মজনু আর নেহার,আরেকটা নিশি আর হাসানের।
অনেক বছর পরের কথা,,,
কোন এক পূর্ণীমা রাতে ছাঁদে বসে গল্প করছে মজনু আর নেহা, যাদের মাঝে ভালোবাসার ছিটেফোঁটা ও কমতি নেই।
নেহা-আজ আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে তাই-না,,
মজনু-হুম তবে আমার চাঁদ টার থেকে সুন্দর না,,,
নেহা-হি হি হি,,,
মজনু-প্লীজ এভাবে হেসো না,আবার নতুন করে প্রেমে পরে যাবো তোমার,,,
নেহা-হুমম, পরতে নিষেধ করছে কে শুনি,,,
মজনু-এই তোমার চুলগুলো এত সুন্দর কেন গো,,
নেহা-সুন্দর না ছাই,সবগুলো তো সাদা হয়ে গেছে,,
মজনু-হা হা হা,আমার কাছে এগুলো এখনে রেশমি কালো চুলের চেয়ে ও অনেক বেশী সুন্দর।
নেহা-তোমার কোলে একটু মাথা রাখি,,
মজনু-হুম রাখো,,,
নেহা-কতই না সুন্দর ছিলো আগের দিনগুলো তাই-না,,,
মজনু-হুম এখনো তো সুন্দর ই আছে,,,
নেহা-মোটেও না,আগে তুমি কথায় কথায় আমাকে চুমু দিতে,,,
মজনু-সমস্যা কি এখনো দিবো,,,(বলেই নেহার কপালে একটা চুমু একে দেয়)
নেহা-ইইইই বুড়োর চুমু দেওয়ার সখ কত,সামনের দাত তো একটা ও নেই(বলেই হাসতে থাকে)
মজনু-এই চলোনা আজ এই পূর্ণীমার চাঁদ টাকে সাক্ষী রেখে তোমাকে শেষ বারের মত একটু আদর করি,,,
নেহা-না না মোটে ও না,,নাতি-নাতনিরা দেখবে তো,তমি এখানে থাকো আমি পানের বাটিটা বিয়ে আসি,আজ সারারাত পান চিবুতে চিবুতে গল্প করবো দুজন।
৫০ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে এটাই ছিলো মজনু আর নেহার শেষ চাঁদ দেখা।

(সমাপ্ত)

Writer:- Md Mojnu Islam
 

Delivered by FeedBurner

a