বুক রিভিউ
বইয়ের নাম: মধ্যবিত্ত
লেখক: কিঙ্কর আহসান
বইয়ের নাম: মধ্যবিত্ত
লেখক: কিঙ্কর আহসান
আজকাল খুব একটা মানুষের ভরসা নেই এই দেশের চিকিৎসা ব্যবস্থায়। তাই তারা অসুস্থ হলেই আশ্রয় খুঁজে অন্য দেশের মাটিতে। উচ্চবিত্তরা খুব সহজেই উন্নত দেশে গিয়ে চিকিৎসা করান আর মধ্যবিত্তদের একমাত্র ভরসা পাশের দেশ ভারত। মায়ের চিকিৎসা করতে বাবা, ছোট বোন আর মামাকে নিয়ে কলকাতায় পাড়ি দেয়া এক মধ্যবিত্ত যুবকের গল্প ফুটে উঠেছে এই বইয়ে। ভিনদেশে সরলতার সুযোগ নিয়ে যেমন কেউ ঠকাতে পারে, ঠিক তেমনি কোনো পরিচয় ছাড়াও সাহায্যও করেন কেউ কেউ। কিন্তু শেষ পর্যন্ত মা কি সুস্থ হয়ে বাড়ি ফিরে নাকি......
তা জানতে হলে আপনাকে বইটি পড়তে হবে।
তা জানতে হলে আপনাকে বইটি পড়তে হবে।