> সেই মেয়ে - Bangla Poetry - Boipoka365
-->

সেই মেয়ে - Bangla Poetry - Boipoka365


Bangla Poetry

সেই মেয়ে 

নৃপেন্দ্রনাথ মহন্ত 


আজকে জ্যৈষ্ঠ মাসের ভোরে

এল বুঝি সে মেঘের রথে চড়ে 

এমনি অলপ্পেয়ে

সঙ্গে এল বাতাস এলোমেলো 

কত না মেঘ এল এবং গেল

কুলোর বাতাস খেয়ে। 

ঝিরঝিরানি বৃষ্টি নেমেছিল  

মেঘের ডাকে লজ্জা ছেড়েছিল 

এলোকেশী সেই মেয়ে। 

দিনমান কাকভেজা গাছপালা 

উঁকি দিয়ে দেখল খড়ের চালা

জলেই রয়েছে দাঁড়িয়ে। 

তাই না দেখে অজানা এক লোক

মোছাল তার কাজলপরা চোখ

কয়,হয় নি সময়

আষাঢ় মাসে আসার কথা তোর

সবে তো গ্রীষ্ম কালের ভোর 

এত তাড়াহুড়ো নয়।



( সমাপ্ত )

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner