সেই মেয়ে
নৃপেন্দ্রনাথ মহন্ত
আজকে জ্যৈষ্ঠ মাসের ভোরে
এল বুঝি সে মেঘের রথে চড়ে
এমনি অলপ্পেয়ে
সঙ্গে এল বাতাস এলোমেলো
কত না মেঘ এল এবং গেল
কুলোর বাতাস খেয়ে।
ঝিরঝিরানি বৃষ্টি নেমেছিল
মেঘের ডাকে লজ্জা ছেড়েছিল
এলোকেশী সেই মেয়ে।
দিনমান কাকভেজা গাছপালা
উঁকি দিয়ে দেখল খড়ের চালা
জলেই রয়েছে দাঁড়িয়ে।
তাই না দেখে অজানা এক লোক
মোছাল তার কাজলপরা চোখ
কয়,হয় নি সময়
আষাঢ় মাসে আসার কথা তোর
সবে তো গ্রীষ্ম কালের ভোর
এত তাড়াহুড়ো নয়।
( সমাপ্ত )