প্রেমে ছুমন্তর
মুস্থাকিম খান শ্রাবণ
কালের নেশায় কাল হয়েছে
কালে কালান্তর -
প্রেম ছুঁয়েছে প্রেম মোহনা
প্রেমে ছুমন্তর।
হৃদ সুদূরের মেলায় মালা
সুতোয় সূত্রধর,
কোন পরাণে মিলবে পরাণ
হয়ে মনান্তর।
মনের সনে মন মিশিবে
রইবে যুগান্তর,
এক জনমের এই পারাবার
হবে নিরন্তর।
এই না আমি ঐ তোমাতে
হবো দেশান্তর,
এক দেহতেই বাস করিবে,
প্রেমি দুই অন্তর।