'বিরহ রজনী'
আউয়াল জামান কয়েছ
নির্ঘুম রাত,
আজকাল নিয়মে পরিণত হয়েছে,
যদিও ঘুম আসে
আসে মাঝরাতে,
শেষ রাতে শেষ হয়ে যায়!
মন ছুটে যায় কল্পনায়,
হারানো স্মৃতিগুলো পায়চারি করে
বন্দি হৃদয়ের বারান্দায়!
ভাঙ্গা কাঁচের মতো
টুকরো টুকরো স্বপ্নগুলো হারিয়ে যায়,
এলোমেলো ভাবনায়!
তিল তিল করে গড়া প্রেম,
তাপমাত্রা সইতে না পারা বরফের মতো,
গলে গলে বিলীন হয়ে যায়!
স্বপ্নরাঙা প্রতিশ্রুতিগুলো
ছটফট করে হতাশায়,
গড়াগড়ি বায় ব্যথার আঙিনায়!
প্রেমময় মুহূর্ত গুলো
ক্ষণে ক্ষণে মনে পড়ে যায়
একাকী নিশুতি রাতে নোনা জলে ভাসায়!
তীর বিদ্ধ পাখি পাখির মতো
রক্তাক্ত ক্ষত বিক্ষত হৃদয়,
ভিড় করে বিরহের মোহনায়!
প্রিয়ার প্রিয় সুগন্ধি
বারবার অনুভবে আসে,
আসে নাসিকায়
আমাকে মাতাল করে যায়!
ব্যাকুল হয়ে প্রেম পিপাসায়
এপাস ওপাস হাতরে বেড়ায় বিছানায়,
তবুও তারে খুঁজে না পায়;
তবুও তারে খুঁজে না পায়।