> স্বপ্নের সকাল ও দিন - Poetry About Palestine - Boipoka365
-->

স্বপ্নের সকাল ও দিন - Poetry About Palestine - Boipoka365

 


Poetry

স্বপ্নের সকাল ও দিন

 আবিদ হাসান 


নতুন একটি সকালের অপেক্ষায় 

রয়েছে একটা জাতি,

যেই সকালে সূর্য উঠবে

নতুন একটি স্বপ্ন নিয়ে,

যে-ই খানে থাকবেনা কোন মারামারি কাটাকাটি 

মিলেমিশে থাকবে সবাই একই সাথি।

নতুন একটি দিনের অপেক্ষায় 

যে-ই দিনে থাকবেনা কোনো মেশিনগান আর কামানের গোলার শব্দ, 

থাকবেনা কোনো মায়ের সন্তান হারানোর আর্তনাদ 

শুনতে হবেনা আর কোনো সন্তানের বাবা হারানোর আহাজারি, 

দেখতে হবেনা ক্ষুধার্ত শিশু ছটফট করে মারা যাওয়া।

নতুন একটি সকালের অপেক্ষায় 

যে-ই সকালে শিশু-কিশোররা

দলবেঁধে ছুটবে বিদ্যাপীঠে

থাকবেনা কোনো বাধা-বিপত্তি, 

শিক্ষক শুনাবে নতুন একটা দেশের বিজয়ের গল্প। 

নতুন একটি দিনের অপেক্ষায় 

মানুষ থাকবে মানুষের পাশে

সুখ-দুঃখের সঙ্গি সাথী,

মিনার হতে ভেসে আসবে আজানের ধ্বনি

এই স্বপ্নের দিনটি দেখার জন্য অপেক্ষায় আছে ফিলিস্তিনবাসি।

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner