Poetry |
ঊর্মি যে! বলো কাকী
করছিস কি? ছবি আঁকি।
ছবি কি হবে? ছবি বেঁচবো
কিন্তু কেনো? দুবেলা খাবো।
এতই অভাব? সে আর বলতে
পয়সা নেই? পারি না চলতে।
খেয়েছিস কিছু? পেটে বড় খিদে
বলিস নি কেনো? আত্মসম্মানের জিদে।
খাবার দেই? না না, আজ থাক
আঁকা শেষ কখন? এ বেলা যাক।
বেঁচেছিস ছবি? কিনে নি কেউ
দেখে কি বলে? মনে জাগে নি ঢেউ।
ছবি দেখে ঢেউ? বড়লোকদের ব্যাপার!
খেয়েছিস কিছু? জোটে নি খাবার।
খাবার দেই তবে? ও বেলা খাবো
এ বেলা কি হবে? উপোস করবো।
অল্প করে দেই? না গো, খিদে নেই
কি করবি তবে? আঁকায় মন দেই।
নতুন ছবি? এবার মনে ঢেউ জাগবে
যদি না কিনে? নিশ্চয়ই কিনবে।
কই? ছবি বেঁচলি? হয়নি পছন্দ
আবার কি হলো? মনে জাগে নি আনন্দ।
ছবিতে আনন্দ? এটাই যে তাদের নেশা
ভালো আঁকিস নি? এ যে নয় মোর পেশা।
খেয়েছিস কিছু? করেছি উপোস
মা খেয়েছে? খিদেয় নেই তার হুশ।
বলিস কি? ভেবো না, খাবার আনবো
পয়সা কোথায়? সে জোগাড় করবো।
কে দেবে তোকে? কাজ করবো
কে দেবে কাজ? খুঁজে দেখবো।
ব্যবস্থা হলো? পাই নি তো কাজ
কেনো রে মা? সবাই দেখে কোমরের ভাঁজ।
সে কি কথা? আমি যে যুবতী
তাতে কি? বয়স যে উঠতি।
তাই বলে এসব? চায় শরীরের ঘ্রাণ
পেয়েছিস পয়সা? নাহ, হারাই নি সম্মান।
ক্ষুধার কি হবে? পেটে রয়ে যাবে
মায়ের কি হবে? অভুক্ত মরবে।
আমি দিলে খাবি? সায় দেয় না চিত্ত
কেনো রে মা? আমরা যে মধ্যবিত্ত!
Writer: Asma Aktar Urmi