Leave a message
> সেরা ৫০টি ভালবাসার রোমান্টিক এসএমএস - ভালবাসার এসএমএস - Bangla Romantic Sms - Valovashar Sms
-->

সেরা ৫০টি ভালবাসার রোমান্টিক এসএমএস - ভালবাসার এসএমএস - Bangla Romantic Sms - Valovashar Sms

১. তোমার দিকে তাকিয়ে যুগের পর যুগ কাটিয়ে দেয়া যাবে প্রিয়।

২. লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো!?
 আমি বলি- তাকে দেখার পর আর কিছুই দেখিনি।

৩. মানুষের সব সৌন্দৰ্য আসলে চোখে । যার চোখ সুন্দর তার সবই সুন্দর।

৪. তোমার চুলে গুঁজে দিবো তোমার প্রিয় ফুল! 

৫. "আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছিলাম .!
রূপের না!

৬. আমার জন্যে তুমি না হয় এক গুচ্ছ কদম ফুলই এনো!

৭. বৃষ্টি হলে; খবর দিয়ো! হাঁটবো দু'জন একসাথে।

৮. তুমি গল্প হয়েও গল্প না,তুমি সত্য হয়েও কল্পনা!

৯. এমন স্নিগ্ধ দৃষ্টি মাখানো চোখে তার সমাপ্তিহীন ভালবাসার ক্ষুধা।

১০. প্রিয় মানুষ হওয়াটা আনন্দের না।প্রিয় মানুষ হয়ে থাকতে পারাটা আনন্দের।

১১. তুমি আমার আধার রাতের একশো তাঁরার মালা।

১২. 'ভালোবাসার মানুষ' জীবনে আসার চেয়ে "ভালো রাখার" মানুষ আসাটা অত্যন্ত জরুরি!

১৩. তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

১৪. "কাঠগোলাপ" তোমায় ভালোবাসি কারণে অকারণে।

১৫. যদি তোমায় ঘন্টা খানিক জড়িয়ে ধরে থাকতে পারতাম, দুনিয়ার সব চিন্তা ছেড়ে!

১৬. এমন একটা  মানুষ থাকুক প্রেমিক বেশে
যে সব অভিমান আগলে রাখবে ভালোবেসে।

১৭. খুব সম্ভবত প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মতো শান্তি, এই পৃথিবীর আর কিছুতে নাই।

১৮. দিন শেষে আমার সব অপ্রয়োজনীয় কথা গুলো শুনবে এমন একটা মানুষ প্রয়োজন।

১৯. মাঝ রাতে আইসক্রিম খাওয়াবে, এমন প্রিয় মানুষ 
প্রয়োজন।

২০. তুমি হাত টা শুধু  ধরো আমি হবো না আর কারোর।

২১. হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে একসাথে শেষ সূর্যাস্ত ও দেখা যায়!

২২. পাশে বসে একদিন চাঁদ দেখবো দুজন।

২৩. তোমারে পাইয়া গেলে আর কিছু হারানোর ভয় থাকবো না!

২৪. তুমি আমি  আর পূর্ণিমার চাঁদ, 
চিলেকোঠায় কেটে যাক ভালোবেসে প্রতিটি দিন-রাত।

২৫. তোমার উপর আমার এক আকাশ অভিমান জমেছে।

২৬. আবারো প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা, মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা মন্দ না!

২৭. তুমি তার কাছেই নিজেকে ভেঙ্গে চুড়ে উপস্থাপন করো,যে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত  আগলে রাখতে জানে।

২৮. সূর্যাস্ত কি প্রমাণ করেনা শেষটাও সুন্দর হয়।

২৯. চান্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে।

৩০. মুগ্ধ হয়ে যে মানুষটা অপ্রয়োজনীয় কথাগুলোও শোনে,তাকে জীবনে রেখে দেয়া প্রয়োজন!

৩১. 'তুমি আমার' কথাটার চাইতে 'আমি তোমার' কথাটা বেশি সুন্দর,বেশি অর্থবহ।

৩২. তুমি ভাগ্যবান কেনো জানো? কারন পৃথিবীতে শত শত কোটি মানুষের মাঝে আমি তোমাকেই ভালোবাসি!

৩৩. ভালোবাসা মানুষের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ভালো লাগে।

৩৪. মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা  হলো  ভালোবাসা!

৩৫. তেমন কিছু চাইনা,রাগ ভাঙানোর জন্যে ১ টা ফুল গিফট দিলেই হবে,সাথে প্রিয় মানুষটার হাসি পেলেই হবে!
একগুচ্ছ ফুলের দরকার নেই।

৩৬. একটা ছেলে মনের আঙিনাতে,ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে। বন পাহাড়ি ঝর্ণা খুঁজে,বৃষ্টি জলে একলা ভিজে! 

৩৭. অভিমান কমলে ডেকে নিও, তোমারই আছি, আর তোমারই থাকবো!

৩৮. আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা।

৩৯. তোর চুল সরিয়ে দেখবো আমি ঝুমকো কানের দুল -
কাছে এলে গুজে দেবো খোঁপায় জবা ফুল।

৪০. সময় থাকতে কদর করতে শিখো প্রিয়,  ভালোবাসা জীবনে বার বার আসেনা।

৪১. রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়।

৪২. একদিন তুমি আর আমি মধ্যরাতে রাস্তায় দারিয়ে চা খাবো!

৪৩. রূপে নয়, ভালোবাসায় ভোলাবো তোমায়।

৪৪. বয়স বেড়ে গেলে ভালোবাসা দরজা দিয়ে পালায় না,তখন ভালোবাসা বরং বেড়ে যায়!

৪৫. তুমি সাজলেও সুন্দর,  আর না সাজলেও!'

৪৬. শতবার বিচ্ছেদ এর পরেও আমি তোমাকে চাই।

৪৭. ভালোবাসার মানুষ টার মানিব্যাগ এ থাকার সৌভাগ্য  খুব কম মানুষের এ থাকে!

৪৮. তোমায় দেখার শেষ হবে না দু'চোখ বোঝার আগে!

৪৯. মিছিলেও প্রেম হোক!
ভেঙে যাক মোহ, তুমি হও ব্যারিকেড, আমি বিদ্রোহ।

৫০. শুধু মন ভালো রাখার জন্যেই নয়
তোমায় ফুলের মতন সুন্দর রাখার জন্যেও,
জগতের সব ফুল তুলে আনতে রাজি আমি!
 

Delivered by FeedBurner

a