> Eega - Samantha Akkineni - Sudeep - South Movie - Movie Review
-->

Eega - Samantha Akkineni - Sudeep - South Movie - Movie Review

EEGA (মাছি)

পুরো মুভি একটা মাছিকে নিয়ে... কথাটা প্রথম যখন শুনেছিলাম তখন বাহুবালি খ্যাত পরিচালক এস. এস. রাজামৌলির উপর একরকম ডাউট এসেছিল। ভেবেছিলাম এটাও আবার সম্ভব! কিন্তু মুভিটা দেখার পর রাজামৌলি সমুদ্র সমান প্রশংসা পাওয়ার যোগ্য।

**No Spoiler **

হিরো, হিরোইন এবং ভিলেন, সিম্পল প্লট! 
তবে প্লটে একটু ভিন্নতা আছে। সেটা হলো এরকম স্টোরিগুলোতে হিরো কিংবা ভিলেন ক্ল্যাইম্যাক্সে মারা যায় কিন্তু এই মুভিতে মুভি শুরু হওয়ার বিশ মিনিটের মাথায় ভিলেন হিরোকে মেরে ফেলে। কাহিনী তো এখানেই শেষ ! তাই না? না, কাহিনীর শুরু এখান থেকেই। হিরো পুনর্জন্ম নেয়, তাও আবার মাছি হয়ে। মাছি হয়ে তারপর ভিলেনকে কিভাবে জালাতন করে মারে সেটা পুরো মুভি জুডে। ভীষণ এন্টারটেইনিং একটা মুভি। কমেডি, একশন আর হালকা রোম্যান্সে পরিপূর্ণ একটা ভিজুয়াল ট্রিট। সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো মুভির ভিএফএক্স। একটা মাছিকে দিয়ে যা যা করানো হয়েছে আমি যদি তা মুখে বলি কিংবা লিখি তাহলে খুবই মেকি লাগবে। কিন্তু বিলিভ মি, আপনি যখন মুভিটা দেখবেন তখন আপনি হয়তো এক মূহুর্তের জন্যও ভাববেন না যে এটা মাছি। ভিএফএক্স এতোটাই ভালোভাবে ইউজ করা হয়েছে। টপ নচ পারফরম্যান্স। অভিনয়ের কথা বলতে গেলে কিচ্চা সুদীপ এই মুভির প্রাণ। ৯৫% দৃশ্যই তার এবং মাছির। এমন কিছু দৃশ্য আছে যেগুলো দেখে আপনি হাসতেই থাকবেন। ওই যে বললাম, পরিপূর্ণ ভিজুয়াল ট্রিট এবং এন্টারটেইনিং মুভি! এনিওয়ে, কিচ্চা সুদীপ ছাড়াও মুভিতে জার্সি খ্যাত অভিনেতা নানী এবং সবার ফেভারিট সামান্থাও আছে। তো, আউট এন্ড আউট এন্টারটেইনিং সময় কাটাতে চাইলে এই মুভিটা মাস্টওয়াচ। মুভিটা শেষ করার পর আপনি যখনই কোনো মাছি দেখবেন তখনই এই মুভির কথা মনে পড়বে। 

মুভি ইনফোঃ- 

▪️Movie: Eega (2012)
▪️Genre: Fantasy/Comedy 
▪️IMDb: 7.9/10
▪️Language: Telugu
▪️B-Sub

মুভিটার হিন্দি ডাবিং ইউটিউবে ''MAKKHI'' নামে এভেইলেবল


Writer:- Unknown
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner