> রবীন্দ্রনাথের সেরা ৫১টি উক্তি - বাংলা বাণী - রবীন্দ্রনাথের উক্তি - রবীন্দ্রনাথ এর ক্যাপশন - Rabindranath Tagore - বাংলা বিখ্যাত উক্তি
-->

রবীন্দ্রনাথের সেরা ৫১টি উক্তি - বাংলা বাণী - রবীন্দ্রনাথের উক্তি - রবীন্দ্রনাথ এর ক্যাপশন - Rabindranath Tagore - বাংলা বিখ্যাত উক্তি

১. যাহা চাই তাহা ভূল করে চাই, যাহা পাই - তাহা চাই না।

২. যদি তুমি কাউকে ভালবাসো, তবে তাকে মুক্তি দাও!
যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমারই ছিল। আর যদি ফিরে না আসে, তবে সে কখনোই তোমার ছিল না।

৩. সমাজ কখনো মুর্খদের দ্বারা নষ্ট হয়না, সমাজতো নষ্ট হয় শিক্ষিতদের মুর্খ আচরণের দ্বারা।

৪. জীবনে তো অনেক জন আসে, কেউ স্বার্থের জন্য, কেউ সময় পার করার জন্য, কেউ জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারাজীবন আপন করার জন্য।

৫. যে যাকে ভালোবাসে, তাকেই জ্বালাতন করে।

৬. প্রেম যেখানে ভাব, সৌন্দর্য্য সেখানে তাহার অক্ষর, প্রেম যেখানে হৃদয়, সৌন্দর্য্য সেখানে গান, প্রেম যেখানে প্রাণ, সৌন্দর্য্য সেখানে শরীর, এই জন্য সৌন্দর্য্য প্রেম জাগায়, এবং প্রেমে সৌন্দর্য্য জাগাইয়া তুলে।

৭. তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা।

৮. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

৯. জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়।

১০. ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? 

১১. মানুষ পণ করে, পণ ভেঙ্গে ফেলে হাঁফ ছাড়ার জন্য।

১২. প্রেমের ভয় না থাকলে, রস নিবিড় হয়না। 

১৩. ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত।

১৪. কী পাইনি তারই হিসাব মেলাতে, মন মোর নহে রাজি।

১৫. প্রাণকে নারী পূর্ণতা দেয়, এইজনোই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে।

১৬. কতবার ভেবেছিনু, আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব, কহিব প্রকাশি। গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

১৭. আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ।

১৮. ফিরবে না তা জানি, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি।

১৯. ভালোবাসার জগতে, প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে, তার নাম বেদনা।

২০. আনন্দকে ভাগ করলে, দুটি জিনিস পাওয়া যায়। একটি হচ্ছে জ্ঞান, এবং অপরটি হচ্ছে প্রেম।

২১. তুমি যখন প্রেমে পড়বে, তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা, কারণ তখন তোমার ব্যস্তব জীবন স্বপ্নের চেয়েও আনন্দময় হবে।

২২. মনের চর্চা যাদের কম, গোঁড়ামি তাদের বেশি, সামান্য পরিমাণ নূতনত্বেও তাদের বাধে।

২৩. পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাঁসে।

২৪. প্রেমে পড়া বারণ, 
কারনে অকারণ। মনে পড়লে আজকে তোমায় মনে করা বারণ। 

২৫. আমার তৃষ্ণা তোমার সুধা, তোমার তৃপ্তি আমার সুধা।

২৬. পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ্, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উওরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো, যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে, আমি তোমাকে কতটা ভালোবাসি।

২৭. ওহে কি করিলে বল পাইবো তোমারে, রাখিবো আঁখিতে আঁখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।

২৮. ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ।
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

২৯. আমার ও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার ও পরানো যাহা চায়।

৩০. একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি-
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি।
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি।

৩১. তুমি রবে নিরবে, হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম 
তুমি রবে নিরবে।

৩২. আমি  তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রান, সুরের বাধনে - তুমি  জানো  না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।

৩৩. কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না!
মোহমেঘে তোমারে, অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না।

৩৪. যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার নয়।

৩৬. এক আত্মার সাথে, আর এক আত্মার যে সম্নন্ধ। সকলের চেয়ে নিবির, সকলের চেয়ে সত্য, তাকেই প্রেম বলে।

৩৭. নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করকে গেলে ভেতরে প্রবেশ করতে হয়।

৩৮. তবু মনে রেখো, যদি দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।

৩৯. রাগের মাথায় কর্তব্য করতে গেলে, অকর্তব্য করার সম্ভাবনাই বেশি।

৪০. নারীর হৃদয়ের রহস্য জানিবার মতো, অভিজ্ঞতা আমার হইল না। নিতান্তই উপর হইতে, বাহির হইতে যেটুকু দেখিলাম, তাহাতে আমার এই বিশ্বাস জন্মিয়েছে যে, যেখানে মেয়েরা দুঃখ পাইবে। সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত।

৪১. জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে, হেঁসে উড়িয়ে দেওয়া অনেক ভালো।

৪২. দুজনকে নিয়ে সংসার, পাততে গেলে পরস্পর। 
পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে, চলেই না। ভালোবাসা যেখানে আছে, সেখানে সেই সৃষ্টি সহজ। যেখানে নেই, সেখানে হাতুরি পিটোতে গিয়ে - তুমি যাকে ট্রাজেডি বল, তাই ঘটে।

৪৩. খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটে।

৪৪. ভালোবাসার ধর্মই আত্নসমর্পণে, সুতরাং তার গৌরবও তাহাতেই। 

৪৫. তোমার দানের দ্বারা, মানুষকে তুমি নষ্ট করতে পারো। দুঃখ নষ্ট করতে পারো না।

৪৬. যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না, তাহার সুখের জন্য - ভগবান ঘরের মধ্যে। এত স্নেহের আয়োজন কেন রাখিবেন।

৪৭. যাকে খুবই ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসার অবসর যদি কোন একটা বাঁধায় টেকে - ফসকে যায়। তখন সেটা ভালোবাসাই দাঁড়ায় না। সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে - ভালোবাসারই উল্টোফিঠে।

৪৮. অতীত জীবন ছায়ার মতো, চলছে পিছে পিছে। কত মায়ার বাঁশির সুরে, ডাকছে আমায় মিছে।

৪৯. নৌকার গুন যেমন, নৌকাকে বাঁধিয়া লইয়া যায়। যথার্থ প্রেম তেমনি, কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না, কিন্তু বাঁধিয়া লইয়া যায়।

৫০. স্বাস্থ্য যেমন প্রাণের পূর্ণতা, সৌদর্য যেমন রূপের পূর্ণতা, সত্য যেমন জ্ঞানের পূর্ণতা।

৫১. আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে 
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে 
জানি নে, জানি নে, কিছুতে কেন যে মন লাগে না...


NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner